বাংলা নিউজ > ময়দান > বাংলাদেশ সিরিজ হারলেও, ইয়ান বোথামকে টপকে বাইশ গজে বিশ্বরেকর্ড গড়লেন শাকিব

বাংলাদেশ সিরিজ হারলেও, ইয়ান বোথামকে টপকে বাইশ গজে বিশ্বরেকর্ড গড়লেন শাকিব

বাইশ গজে বিশ্বরেকর্ড গড়লেন শাকিব আল হাসান (ছবি:টুইটার)

টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুত গতিতে ৪ হাজার রান করার পাশাপাশি ২০০ উইকেট নিয়েছেন তিনি। মাত্র ৫৯টি ম্যাচ খেলে তিনি ৪ হাজার রান করেছেন ও ২০০ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্যার ইয়ান বোথাম ৬৯টি ম্যাচ খেলে এমন কীর্তি গড়েছিলেন। এই দিক দিয়ে তৃতীয়স্থানে আছেন স্যার গ্যারি সোবার্স। তিনি খেলেছিলেন ৮০টি ম্যাচ।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ বাঁচাতে পারল না বাংলাদেশ। এক ইনিংস ও ৮ রানে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছে টাইগারদের। তবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলেন শাকিব আল হাসান। সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন শাকিব আল হাসান। এই টেস্টে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরি করেছেন শাকিব। ম্যাচটিতে ৩৪ রান করেই টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার রান পূর্ণ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সঙ্গে রেকর্ড গড়েছেন তিনি। 

টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুত গতিতে ৪ হাজার রান করার পাশাপাশি ২০০ উইকেট নিয়েছেন তিনি। মাত্র ৫৯টি ম্যাচ খেলে তিনি ৪ হাজার রান করেছেন ও ২০০ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্যার ইয়ান বোথাম ৬৯টি ম্যাচ খেলে এমন কীর্তি গড়েছিলেন। এই দিক দিয়ে তৃতীয়স্থানে আছেন স্যার গ্যারি সোবার্স। তিনি খেলেছিলেন ৮০টি ম্যাচ।

টেস্টের ইতিহাসে ৪ হাজার রান ও ২০০ উইকেট নিয়েছেন সব মিলিয়ে মাত্র ছয়জন খেলোয়াড়। ইয়ান বোথাম, গ্যারি সোবার্স ও সাকিব আল হাসান ছাড়া বাকিরা হলেন ভারতের কপিল দেব, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভিত্তোরি ও দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস। ম্যাচে রেকর্ড গড়লেও, এদিন পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ হেরে যায় বাংলাদেশ। এক ইনিংস ও ৮ রানে পাকিস্তানের বিরুদ্ধে হারে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে মাত্র ২০৫ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। শাকিব করেন ১৩০ বলে ৬৩ রান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন