টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। এবার ত্রিদেশীয় টি-২০ সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন শাকিব আল হাসানরা। কিউয়িদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।
ক্রাইস্টচার্চে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তোলে। ওপেনার নাজমুল হোসেন শান্ত দলের হয়ে সব থেকে বেশি ৩৩ রান করেন। মিডল অর্ডারে আফিফ হোসেন ২৪ রান করে আউট হন। লোয়ার অর্ডারে নুরুল হাসান ২৫ রানের যোগদান রাখেন।
ক্যাপ্টেন শাকিব আল হাসান ১৬ বলে ১৬ রানের গড়পড়তা ইনিংস খেলে মাঠ ছাড়েন। এছাড়া মেহেদি হাসান মিরাজ ৫, লিটন দাস ১৫, মোসাদ্দেক হোসেন ২, ইয়াসির আলি ৭, তাস্কিন আহমেদ ৩ ও হাসান মাহমুদ ১ রান করেন।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল ও ইশ সোধি। উইকেট পাননি অ্যাডাম মিলিন, জিমি নিশাম ও গ্লেন ফিলিপস।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৭.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৫১ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ফিন অ্যালেন ১৬, কেন উইলিয়ামসন ৩০ ও গ্লেন ফিলিপস ২৩ রান করেন। ফিলিপস ৯ বলের ইনিংসে ২টি চার ও ২টি ছক্কা মারেন। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন শোরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। শাকিব ৩ ওভারে ২৩ রান খরচ করেও কোনও উইকেট পাননি। নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল ৪ ওভারে ১৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।