বাংলা নিউজ > ময়দান > CSK vs KKR: ক্যাচ মিস নয়, KKR-র কাছে হেরে শিশিরকেই ভিলেন বানালেন ধোনি

CSK vs KKR: ক্যাচ মিস নয়, KKR-র কাছে হেরে শিশিরকেই ভিলেন বানালেন ধোনি

ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংস এবং ককলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। ছবি- এএফপি

কেকেআরের বিরুদ্ধে হারের পর সতীর্থদের কাঠগড়ায় তুললেন না মহেন্দ্র সিং ধোনি। শিশির ফ্যাক্টরকেই দায়ী করলেন ক্যাপ্টেন কুল।

আইপিএলের প্লেঅফে জায়গা করে নিতে হলে জিততেই হত কলকাতা নাইট রাইডার্সকে। ঠিক সেটাই করে দেখাল নীতীশ রানার দল। চিপকে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারাল কেকেআর। সেই সঙ্গে প্লেঅফের দরজা খোলা রইল শাহরুখ খানের জন্য। তবে এই ম্যাচ হারলেও ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে চেন্নাই। মহেন্দ্র সিং ধোনির দলের কাছে প্লেঅফের টিকিট পাওয়া শুধু সময়ের অপেক্ষা।

তবে এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা কেকেআরের তারকা বোলার বরুণ চক্রবর্তী চিপকের পিচ নিয়ে মুখ খোলেন। এবার বরুণের সুরেই সুর মেলালেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। এই ম্যাচ হারের পর পিচ সম্পর্কে বলতে গিয়ে ক্যাপ্টেন কুল বলেন, 'দ্বিতীয় ইনিংসে যে মুহূর্তে আমরা প্রথম বলটি করেছিলাম, তখন আমরা ভেবেছিলাম আমাদের ১৮০ রান দরকার। কিন্তু এই পিচে ১৮০ রান করার মতো সুযোগ ছিল না। বল অনেকটাই ধীরে আসছিল। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ম্যাচের পরিস্থিতি বিশেষ করে বদলে দেয় শিশির। তবে যদিও আরও রান করা যেত তাহলে ভালো হত।'

ম্যাচ শেষে মজার ঘটনা ঘটে এদিন। যিনি ক্যাপ্টেন কুলকে প্রশ্ন করছিলেন, কোনও যান্ত্রিক ত্রুটির জন্য ধোনির কাছে সেই আওয়াজ এসে পৌঁছচ্ছিল না। যান্তিক গোলোযোগ নিজেই মেটান মাহি। তারপর সব প্রশ্নের উত্তর দেন সিএসকে অধিনায়ক। তবে এই ম্যাচ হারের জন্য কাউকেই দোষারোপ করছেন না তিনি। ম্যাচ শেষে ক্যাপ্টেন কুল বলেন, 'আমি কোনও ক্রিকেটারকেই দোষারোপ করতে চাই না। এই পিচে সব বোলারই নিজেদের সেরাটা দিয়েছে। এই ম্যাচের পরিস্থিতি বড় ধরণের প্রভাব ফেলেছে আমাদের ম্যাচে। শিশির এবং এই পিচ অনেকটাই তফাৎ গড়ে দিয়েছে।'

পাশাপাশি শিভম দুবের প্রশংসাও করেছেন ক্যাপ্টেন কুল। ম্যাচ শেষে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, 'শিভম খুব ভালো পারফরম্যান্স করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ও এতে একেবারেই সন্তুষ্ট নয়। ও প্রতিদিন উন্নতি করার চেষ্টা করছে। পাশাপাশি চাহারও বল কিছুটা সহলেও সুইং করছে। কোন পিচে কেমন ভাবে বল করতে হবে সেই অনুযায়ী বল করার চেষ্টা করছে।' তবে কেকেআরের বিরুদ্ধে হারলেও এই ম্য়াচ নিয়ে খুব একটা চিন্তিত নয় চেন্নাই শিবির তা বলার অপেক্ষা রাখে না।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

বন্ধ করুন