এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছেন কারা? সেরা পাঁচের তালিকায় চোখ রাখুন। বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের একজন ক্রিকেটার রয়েছেন তালিকায়।
1/5ডেওয়াল্ড ব্রেভিস: বেবি এবি নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস যুব বিশ্বকাপের ৬ ম্যাচে সব থেকে বেশি ৫০৬ রান সংগ্রহ করেছেন। তিনি ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন।
2/5হাসিবুল্লাহ খান: পাকিস্তানের হাসিবুল্লাহ ৬ ম্যাচে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ ৩৮০ রান সংগ্রহ করেছেন। তিনি ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন।
3/5টম প্রেস্ট: ইংল্যান্ড অধিনায়ক টস প্রেস্ট যুব বিশ্বকাপের ৬ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ২৯২ রান সংগ্রহ করেছেন। ব্রিটিশ তারকা ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন।
4/5অংকৃষ রঘুবংশী: ভারতের অংকৃষ ৬ ম্যাচে ২৭৮ রান সংগ্রহ করেছেন। তিনি রয়েছেন ক্রমতালিকার চার নম্বরে। অংকৃষ ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন।
5/5টেগ উইলি: অস্ট্রেলিয়ার উইলি ৬ ম্যাচে অংকৃষের মতোই ২৭৮ রান সংগ্রহ করেছেন। উইলি ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেছেন। তিনি সব থেকে বেশি রান সংগ্রহকারীদের ক্রমতালিকায় পাঁচ নম্বরে রয়েছেন।