গ্রুপ লিগের খেলা শেষ। দেখে নেওয়া যাক চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে বেশি রান করেছেন কারা? সেরা পাঁচের তালিকায় চোখ রাখুন।
1/5ডেওয়াল্ড ব্রেভিস: দক্ষিণ আফ্রিকার ব্রেভিস, যিনি ইতিমধ্যেই বেবি এবি-র তকমা পেয়ে গিয়েছেন, চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ লিগে সব থেকে বেশি রান সংগ্রহ করেছেন। ৩ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরি-সহ ৮৮.৩৩ গড়ে ২৬৫ রান সংগ্রহ করেছেন ব্রেভিস। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১০৪ রানের।
2/5টম প্রেস্ট: ইংল্যান্ডের টম প্রেস্ট ৩ ম্যাচে ১২৫.৫০ গড়ে ২৫১ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ১টি। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৫৪ রানের। তিনি সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
3/5অংকৃষ রঘুবংশী: ভারতের অংকৃষ ৩ ম্যাচে ৭৬.০০ গড়ে ২২৮ রান সংগ্রহ করেছেন। তিনি রয়েছেন তালিকার তিন নম্বরে। অংকৃষ ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৪৪ রানের।
4/5রাজ বাওয়া: ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান রাজ বাওয়া ৩ ম্যাচে ১০৮.৫০ গড়ে ২১৭ রান সংগ্রহ করেছেন। তিনি রয়েছেন সার্বিক তালিকার চতুর্থ স্থানে। রাজ ১টি সেঞ্চুরি করেছেন। কোনও হাফ-সেঞ্চুরি করেননি। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৬২ রানের।
5/5টেগ উইলি: অস্ট্রেলিয়ার উইলি ৩ ম্যাচে ১৯৩.০০ গড়ে ১৯৩ রান সংগ্রহ করেছেন। তিনি ২টি ম্যাচে অপরাজিত থাকেন। উইলি ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১০১ রানের। তিনি সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন।