বাংলা নিউজ > ময়দান > Dhaka Premier League T20: প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল মঙ্গলবারের ঢাকা প্রিমিয়ার লিগের সবকটি ম্যাচ

Dhaka Premier League T20: প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল মঙ্গলবারের ঢাকা প্রিমিয়ার লিগের সবকটি ম্যাচ

পুকুর না মাঠ বোঝা যাচ্ছে, প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল মঙ্গলবারের DPL এর সবকটি ম্যাচ (ছবি: গুগল)

চারপাশে থৈ থৈ করছে জল, মাঝখানে ছোট্ট দ্বীপের মতো ভেসে আছে কেবল উইকেট। প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল মঙ্গলবারের ঢাকা প্রিমিয়ার লিগের সবকটি ম্যাচ। দুই দিন পিছিয়ে লিগের খেলা আবার ৩ জুন থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম।

ঢাকা ও আশেপাশের এলাকায় সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি মঙ্গলবার সকাল থেকেও হয়ে চলেছে। মুষলধারে বৃষ্টি হয়েছে দফায় দফায়। ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টাতেই ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরফলে চারিদিকে জল আটকে পড়েছে। মাঠেও জল জমেছে। ফলে প্রতিযোগিতার বল গড়ায়নি এদিন।

বৃষ্টির কারণে প্রিমিয়ার ক্রিকেট লিগে মঙ্গলবার সকালের তিনটি ম্যাচের কোনোটিই হতে পারেনি। হবে না বিকেলের ম্যাচগুলোও। দুই দিন পিছিয়ে লিগের খেলা আবার ৩ জুন থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম।

প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল মঙ্গলবারের DPL এর সবকটি ম্যাচ (ছবি: গুগল)
প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল মঙ্গলবারের DPL এর সবকটি ম্যাচ (ছবি: গুগল)

চারপাশে থৈ থৈ করছে জল, মাঝখানে ছোট্ট দ্বীপের মতো ভেসে আছে কেবল উইকেট। বৃষ্টি শেষে বিকেএসপির একটি মাঠের ছবিটা ছিল এমনই। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের জল নিকাশি ব্যবস্থা ভাল বলে অবস্থা এতটা খারাপ হয়নি। তবে খেলা শুরু করা সম্ভব হয়নি সেখানেও। সব মিলিয়ে প্রবল বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় দিনের খেলা। মঙ্গলবারের ছটি ম্যাচই বাতিল করা হয়েছে।

পুকুর না মাঠ বোঝা যাচ্ছে, প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল মঙ্গলবারের DPL এর সবকটি ম্যাচ (ছবি: গুগল)
পুকুর না মাঠ বোঝা যাচ্ছে, প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল মঙ্গলবারের DPL এর সবকটি ম্যাচ (ছবি: গুগল)

আজ সকাল নয়টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর-খেলাঘর, বিকেএসপির ৩ নম্বর মাঠে লেজেন্ডস অব রূপগঞ্জ-ব্রাদার্স ইউনিয়ন ও বিকেএসপির ৪ নম্বর মাঠে আবাহনী-ওল্ড ডিওএইচএসের খেলা কথা ছিল। এ ছাড়া বেলা দেড়টায় মিরপুরে শেখ জামাল ও গাজী গ্রুপ ক্রিকেটারস, বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ও শাইনপুকুর, বিকেএসপির ৩ নম্বর মাঠে মহমেডান-পারটেক্সের ম্যাচ ছিল। ছয় দলই ম্যাচ খেলতে মাঠে গিয়েছিল। নিয়ম অনুযায়ী দল মাঠে গেলে এবং পরে ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি হওয়ার কথা। কিন্তু তা না করে সব খেলাই স্থগিত করে সিসিডিএম।

প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল মঙ্গলবারের DPL এর সবকটি ম্যাচ (ছবি: গুগল)
প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল মঙ্গলবারের DPL এর সবকটি ম্যাচ (ছবি: গুগল)

এ ব্যাপারে আলি হোসেনের বক্তব্য, ‘আমরা দলগুলো মাঠে যাওয়ার আগেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছি। বৃষ্টি তো রাত তিনটা থেকেই হচ্ছে। ভোরবেলায় দেখছি, মাঠে রীতিমতো হাঁটুজল। এখানে যতই চেষ্টা করা হোক, সারা দিনেও খেলা হওয়ার সম্ভাবনা ছিল না। এই জন্য আগেই জানিয়ে দিয়েছি। যেহেতু ১২টা দলই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাউকেও যেহেতু বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই, এই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বৃষ্টিতে ভেস্তে গেল মঙ্গলবারের DPL এর সবকটি ম্যাচ (ছবি: গুগল)
বৃষ্টিতে ভেস্তে গেল মঙ্গলবারের DPL এর সবকটি ম্যাচ (ছবি: গুগল)

তবে এ দিনের খেলা ভেসে গেলেও ভেস্তে যাচ্ছে না। ‘বডিলি শিফট’ হয়ে যাচ্ছে সব রাউন্ডের খেলা। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সদস্য সচিব আলি হোসেন জানান, দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচগুলি হবে বৃহস্পতিবার, যেদিন হওয়ার কথা ছিল তৃতীয় রাউন্ড। একইভাবে তৃতীয় রাউন্ডের খেলা হবে শুক্রবার। পরের রাউন্ডগুলোও পিছিয়ে যাবে এভাবে।

বন্ধ করুন