ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন ভারতীয় ওপেনার শুভমন গিল। নিজের ব্যাটিং পারফরমেন্স দিয়ে নিজের প্রতিভার পরিচয় দিলেন গিল। কুইনস পার্ক ওভাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত।এদিন গিল তার ওডিআই ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ৫৩ বলে ৬৪ রান করেন তিনি। এদিনের ইনিংসে তিনি ছয়টি চার ও দুটি ছক্কা মেরেছিলেন। এই ইনিংসটি আরও বড় হতে পারত, কিন্তু গিল ১৮তম ওভারে রান আউট হয়ে যান।
১৮তম ওভারের চতুর্থ বলে ভারতের এই ওপেনার মিডউইকেটের দিকে শট খেলেন এবং সিঙ্গেলের জন্য কিছুটা অসতর্কভাবে দৌড়ে যান। নিকোলাস পুরান দ্রুত বল তুলে সোজা স্টাম্পে আঘাত করেন। গিল প্রথমে ভেবেছিলেন তিনি ক্রিজে পৌঁছে যাবেন, কিন্তু তিনি যতক্ষণে ক্রিজ এসে পৌঁছালেন, ততক্ষণে বলটি উইকেটে আঘাত করে দিয়েছিল।
আরও পড়ুন… এবার থেকে ত্রিপুরার হয়ে বাংলার বিরুদ্ধে খেলতে নামবেন ‘বঙ্গভূষণ’ ঋদ্ধিমান সাহা!
এই রান আউটের পরে তিনি সমালোচনার সম্মুখীন হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। অনেকেই গিলের সিঙ্গেল নেওয়ার সিদ্ধান্তকে ভুল মনে করছেন। ফ্যানকোডের ধারাভাষ্যের সময়, ভারতের প্রাক্তন বোলার অজিত আগরকরও গিলের উইকেট নিয়ে তার হতাশা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন অধিনায়ক শিখর ধাওয়ান ম্যাচের পরে তরুণ ওপেনারের সঙ্গে কথা বলা উচিত।
অজিত আগরকর বলেন, ‘ওকে একটু ক্যাসুয়াল লাগছিল (দৌঁড়ানোর সময়)। রান নেওয়ার সময়ে তাকে আজ কিছুটা সহজ মনে হচ্ছিল। রান আউট এমন একটি বিষয়, যেটা আপনি কখনও হতে চান না। শিখর ধাওয়ান সম্ভবত আজ তাকে শেখাবেন, যে আপনি একবার যখন আপনি শুরু করবেন তখন আপনি ক্যাসুয়াল হবেন না এবং মাঝ পথে ছেড়ে দেবেন না।’
আরও পড়ুন… এবার থেকে ত্রিপুরার হয়ে বাংলার বিরুদ্ধে খেলতে নামবেন ‘বঙ্গভূষণ’ ঋদ্ধিমান সাহা!
অজিত আগরকর বলেন, ‘ওই রানআউট, এটা খুবই ক্যাসুয়াল ছিল। আপনাকে পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে হবে। বুদ্ধিমান হতে হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে এই সব কিছু শিখবে।’