শুভব্রত মুখার্জি: দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দল। ৭ জুন থেকে শুরু হবে এই ফাইনাল। ইংল্যান্ডের ওভালে মুখোমুখি হবে রোহিত শর্মা এবং প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দুই দল। প্রথম ডব্লুটিসি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর দ্বিতীয়বারে ট্রফি জিততে মুখিয়ে রয়েছে রোহিত বাহিনী। ভারতের এই ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন দলের উইকেটরক্ষক। ইংল্যান্ডের পরিবেশ পরিস্থিতিতে পেসারদের বল সাধারণত সুইং করে। সেই সুইংয়ে ব্যাটারদের ব্যাটের কানায় লেগে উইকেটের পিছনে একাধিক ক্যাচ যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিপারদের ভূমিকা। যেখানে উইকেট কিপিং স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্যাচ সঠিকভাবে ধরার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে ডব্লুটিসি ফাইনালে ভারতের হয়ে প্রথম একাদশে কিপার হিসেবে খেলবেন কেএস ভরত। আর তাঁর আগেই ভারতের অন্যতম সেরা কিপার তথা ‘ক্যাপ্টেন কুল’ এম এস ধোনির থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়ার কথা জানালেন কেএস ভরত।
আরও পড়ুন… জাদেজা-ধোনির ‘সম্পর্কে ভাঙন’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়, রটনাকারীদের একহাত নিলেন আক্রম
ভরত জানিয়েছেন ধোনির কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ পরামর্শ তাঁকে ইংল্যান্ডের পরিবেশে ভীষণভাবে সাহায্য করতে চলেছে। তাঁর বিশ্বাস এই পরামর্শে ভর করেই টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জনের মধ্যে দিয়ে ফাইনালে প্রথম একাদশে জায়গা করে নেবেন তিনি। সদ্য শেষ হওয়া আইপিএল চলাকালীন ধোনির থেকে এই গুরুত্বপূর্ণ পরামর্শ তিনি পেয়েছেন বলে জানিয়েছেন ভরত। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ভরত। তাঁর মতে, ‘সম্প্রতি আইপিএল চলাকালীন আমার মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। ধোনি ভাইয়ের থেকে আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি ইংল্যান্ডের আবহাওয়াতে কিপিংয়ের বিষয়ে।’
আরও পড়ুন… বল ব্যাটের কাছে পিচ করলে দেখে খেলবেন! গিলের ফ্রন্টফুট সমস্যা নিয়ে মঞ্জরেকরের সতর্কবার্তা
২৯ বছর বয়সি গুজরাট টাইটানসের এই কিপার ব্যাটার আরও যোগ করে বলেন, ‘ধোনি ভাই আমাকে ইংল্যান্ডে তাঁর কিপিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ফুটওয়ার্ক থেকে গ্লাভসওয়ার্কের বিষয়ে উনি আমাকে খুঁটিনাটি বিষয় নিয়ে ওনার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ইংল্যান্ডে একজন কিপারের জন্য কী করা উচিত বা কী করা উচিত নয় সেটা জানিয়েছেন তিনি। অনবদ্য একটা কথোপকথন হয়েছে। অনেক বিষয়ে আমি বিস্তারিতভাবে জানতে পেরেছি। ধোনি ভাইয়ের পরিবেশ, পরিস্থিতি বিচার করে নেওয়া সিদ্ধান্ত অনবদ্য। ওর সঙ্গে খাপ খাওয়ানো সত্যি খুব মুশকিল। কিপিংয়ের সময়ে ওর দক্ষতা, ক্ষিপ্রতা এককথায় অতুলনীয়।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।