শুভব্রত মুখার্জি:- বিশ্ব অ্যাথলেটিক্সের জগতে বিশেষ করে জ্যাভলিনে শেষ কয়েক বছরে ভারতের নাম যিনি উজ্জ্বল করেছেন তিনি নিঃসন্দেহে নীরজ চোপড়া। অলিম্পিক গেমসে ভারতীয় দল তাঁর হাত ধরেই গড়েছে নয়া নজির। ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমসে ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে প্রথম সোনা ভারত পেয়েছিল নীরজ চোপড়ার হাত ধরেই।
প্যারিস অলিম্পিক্সেও জ্যাভলিনে ভারতের হয়ে রুপো জিতেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা তিনি বজায় রাখলেন অলিম্পিক্স শেষেও। ব্রাসেলসে ডায়মন্ড লিগে দ্বিতীয় হলেন তিনি। অল্পের জন্য হারাতে পারলেন না অ্যান্ডারসন পিটার্সকে। ০.০১ মিটার দূরত্বে ব্যবধানে হেরে গেলেন নীরজ।
আরও পড়ুন… একি অবস্থা! পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের দৈনিক ভাতাও দিতে পারছে না পিসিবি
এদিন প্রথম হয়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। দ্বিতীয় হয়েছেন নীরজ চোপড়া। নীরজের এদিনের সেরা থ্রো ৮৭.৮৬ মিটার। যা পিটার্সের থেকে মাত্র ০.০১ মিটার কম। ঘটনাচক্রে এই নিয়ে পরপর দুবার এই ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ চোপড়া।
কিং বাউদুইন স্টেডিয়ামে এদিন প্রথম থেকেই বেশ ভালো ফর্মে ছিলেন নীরজ চোপড়া। তাঁর হাতের কনুইতে একটি পুরনো চোট রয়েছে। সেই চোট নিয়েই যেভাবে এদিন পারফরম্যান্স করলেন নীরজ চোপড়া তা এককথায় অনবদ্য। এদিন তৃতীয় স্থানে শেষ করেছেন জার্মানির জুলিয়েন ওয়েব্বার।
আরও পড়ুন… Champions Cup 2024: বাবর আজমকে সেঞ্চুরি করতে দিলেন না শাহিন আফ্রিদি! ৭৯ বলে ৭৬ রান করে ফিরলেন সাজঘরে
তবে এই টুর্নামেন্টে এই বছর খেলেননি সদ্য অলিম্পিক গেমসে নজির গড়ে সোনাজয়ী আর্শাদ নাদিম। খেলেননি গতবারের চ্যাম্পিয়ন জেকব ভালদেজও। এদিন ব্রাসেলসে বেশ ঠান্ডা ছিল। তাপমাত্রা ফাইনাল চলাকালীন ১০-১৩'র মধ্যে ঘোরাফেরা করেছিল। প্রসঙ্গত এই ব্রাসেলস ডায়মন্ড লিগে গতবার অর্থাৎ ২০২৩ সালেও দ্বিতীয় হয়েছিলেন নীরজ চোপড়া।
গতবার ফাইনালে তিনি চেক প্রজাতন্ত্রের জেকব ভালদেসের কাছে হেরে গিয়েছিলেন নীরজ। সেই বারে নীরজ চোপড়া ছুঁড়েছিলেন ৮৩.৮০ মিটার। আল ভালদেস থ্রো করেন ৮৪.২৪ মিটার। এদিনও শুরুতে নীরজ ছোঁড়েন ৮৬.৮২ মিটার। সেখানে অ্যান্ডারসন পিটার্স প্রথমেই ৮৭.৮৭ মিটার। নীরজ চোপড়া তাঁর দ্বিতীয় থ্রোতে ৮৭.৮৬ মিটার ছুঁড়তে পারলেও অল্পের জন্য প্রথম স্থান হাতছাড়া হয় তাঁর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।