ফের একবার দিব্যেন্দু বড়ুয়ার বিরুদ্ধে সুর চড়াল বাংলার চেস অ্যাসোসিয়েশন। এমনিতেই কয়েকমাস ধরেই চলছে বাংলার দাবা সংস্থার সঙ্গে সরাসরি সংঘাত চলছে দিব্যেন্দু বড়ুয়ার। এক নয়, একাধিকবারই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বাংলার দাবা সংস্থার কর্তারা। যদিও তাঁর পাল্টা যুক্তিও দিয়েছেন দিব্যেন্দু বড়ুয়া। এবার ফের একবার ডানা বাঁধল বিতর্ক, সামনে এল নয়া অভিযোগ।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
সম্প্রতি হাঙ্গেরিতে গিয়ে চেল অলিম্পিয়াডে অনবদ্য পারফরমেন্সই করেছিল ভারতীয় দাবাড়ুরা। সেখানে গিয়ে পুরুষ এবং মহিলা, দুই বিভাগেই শীর্ষস্থানে শেষ করে টিম ইন্ডিয়া। এটাই ছিল চেস অলিম্পিয়াডে ভারতের প্রথম সোনা। অনলাইনে এর আগে সাফল্য এলেও মুখোমুখি টক্করে এই শিরোপা জয় ছিল নজিরবিহীন। আর সেই ভারতীয় দলেরই প্রধান হিসেবে হাঙ্গেরিতে গেছিলেন দিব্যেন্দু বড়ুয়া।
বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের থেকে দাবি করা হয়েছে ভারতীয় দাবা সংস্থার সহ সভাপতি হওয়ায়, নিজেই নাকি নিজেকে প্রধান হিসেবে নিযুক্ত করে হাঙ্গেরিতে গেছেন দিব্যেন্দু। এছাড়াও চ্যাম্পিয়ন দল যে আর্থিক পুরস্কার পেয়েছে, সেই তালিকায় নাকি নিজেই নিজের নাম ঢুকিয়ে দিয়েছেন দিব্যেন্দু। এছাড়াও আরও গুরুতর অভিযোগ করেছেন বাংলার দাবা সংস্থা। তাঁদের দাবি, দলের সঙ্গে বুডাপেস্টে গেলেও ফেরার সময় তিনি দলের সঙ্গে ফেরেননি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দাবাড়ুদের সাক্ষাৎের দিনেও দিব্যেন্দু অনুপস্থিত ছিলেন।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
পাল্টা দিব্যেন্দু বড়ুয়াও জবাব দিয়েছেন। তাঁর কথায়, ‘আমি নিজের নাম প্রস্তাবই করিনি বুডাপেস্টে যাওয়ার জন্য। অন্য কেউ গেলেও আমার কোনও আপত্তি থাকত না। আর আমার নাম প্রস্তাবের পর কার্যকরি কমিটির শিলমোহর পেয়েই আমায় সেখানে দলের প্রধান হিসেবে পাঠানো হয়েছে। এক্ষেত্রে আমি নিজেই নিজেকে নিযুক্ত করে সেদেশে পাঠিয়েছি, এই কথাটা মোটেই ঠিক নয় ’।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
দিব্যেন্দু আরও বলছেন, ‘ আমায় ১০ লক্ষ টাকা দেওয়া নিয়ে যেকথা বলা হচ্ছে, তা একদমই সঠিক নয়। এই টাকাটা স্পন্সরের থেকে এসেছে পুরস্কার বাবদ। সেখান থেকে সবাইকে এই টাকা দেওয়া হয়েছে। আর এই টাকা দেওয়ারও সিদ্ধান্ত আমার নয়, এটাও ভারতীয় দাবা সংস্থার শীর্ষ আধিকারিকরা মিলে সিদ্ধান্ত নিয়েছে। আর যে বেঙ্গল চেস আমায় নিয়ে অভিযোগ করছে, সেটাই তো আখেরে একটা ক্লাবের মতো। কোনও অস্তিত্ব নেই। সাসপেন্ডও করা হয়েছিল অতীতে’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।