মোহালিতে খেলা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করলেন জম্মু ও কাশ্মীরের বোলার উমরান মালিক। তাঁর প্রাণঘাতী বোলিং-এর সামনে বেসামাল হয়ে গেল মহারাষ্ট্রের ব্যাটিং। উমরান মালিক নিজের চার ওভারের স্পেলে ৪ উইকেট নিয়েছিলেন। তার ঝোড়ো বোলিং মুম্বইয়ের ব্যাটসম্যানদের স্তব্ধ করে দিয়েছিল। তবে এই ম্যাচে জিততে পারেনি জম্মু-কাশ্মীর। শেষ পর্যন্ত এই ম্যাচে মুম্বই জিতেছে তিন উইকেটে।
মহারাষ্ট্রের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে, জম্মু ও কাশ্মীরের বোলার উমরান মালিক তার বল দিয়ে ঝড় তুলেছিলেন। নিজের চার ওভারে ২৭ রান দিয়ে চারটি উইকেট নিয়েছিলেন উমরান। পবন শাহকে ব্যাক্তিগত ৫১ রানে বোল্ড করে সাজঘরে ফিরিয়ে ছিলেন উমরান। রুতুরাজ গায়কওয়াড়কে ফিরিয়েছিলেন ব্যাক্তিগত ১২ রানের মাথায়। উমরানের বলে রসুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছিলেন রুতুরাজ। এছাড়াও দিভয়াঙ্গকে বোল্ড করেন উমরান মালিক। ১৭ রান করে উমরানের বলে আউট হন তিনি। এরপরে শামশুজামা কাজিকে শূন্য রানে ফিরিয়ে দেন উমরান মালিক।
এদিনের ম্যাচে চার শীর্ষস্থানীয় ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন উমরান মালিক। একই সময়ে, ম্যাচের ১৯তম ওভারে বোলিং করতে আসা উমরান মালিক দুর্দান্ত বোলিং করেছিলেন এবং ২ উইকেট নিয়ে মাত্র চার রান খরচ করেছিলেন। তখন মুম্বইয়ের জিততে দরকার ছিল ১২ বলে ৮ রান। উমরানের সেই ওভারের পরে মুম্বই-এর ম্যাচ জয়ের জন্য দরকার ছিল আরও চার রান। একটা সময়ে মনে হচ্ছিল জম্মু-কাশ্মীর হয়তো এই ম্যাচ জিতে যেতে পারে। তবে তা আর হয়ে ওঠেনি এবং শেষ ওভারে তিন উইকেটে ম্যাচ জিতে যায় মুম্বই।
ভারতীয় বিশ্বকাপ দল থেকে উমরান মালিককে বাদ দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম সহ ব্রেট লি। ওয়াসিম বলেছিলেন যে তিনি যদি টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক হতেন তবে তিনি সবসময় উমরান মালিককে দলে রাখতেন। তিনি আরও বলেছেন যে উমরান মালিক যত বেশি সময় পেতেন,ততই ভালো হতেন।
আরও পড়ুন… ভিডিয়ো: হ্যারিস রউফের হুঙ্কার! দ্রুতগতির বলে ভেঙে দিলেন গ্লেন ফিলিপসের ব্যাট!
ওয়াসিম ছাড়াও উমরানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ব্রেট লি। ব্রেট লি বলেছিলেন যে উমরান মালিক ধারাবাহিকভাবে ১৫০ কিমি / ঘন্টা গতিতে বল করেন। আমি বলতে চাই যখন আপনার কাছে বিশ্বের সেরা গাড়ি আছে এবং আপনি সেটিকে গ্যারেজে রেখে গেছেন, তখন সেই গাড়িটি থাকার অর্থ কী?
এদিকে বিসিসিআই উমরান মালিককে অস্ট্রেলিয়াতে নিয়ে যেতে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত ভিসা সমস্যার কারণে তাঁর আর অস্ট্রেলিয়াতে যাওয়া হয়নি। কথা ছিল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে অনুশীলনের বিশেষ বোলার হিসাবে দলে থাকবেন উমরান। তবে তা আর হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় না গিয়ে স্থানীয় লিগে নিজের সেরাটা তুলে ধরছেন উমরান মালিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।