বাংলা নিউজ > ময়দান > সৌরভের মতো সমর্থন ধোনি-কোহলির কাছ থেকে পাননি, অকপট যুবরাজ

সৌরভের মতো সমর্থন ধোনি-কোহলির কাছ থেকে পাননি, অকপট যুবরাজ

প্রদর্শনী ম্যাচের আগে অনুশীলনে যুবরাজ সিং। ছবি- টুইটার।

নিজের পছন্দের অধিনায়কদের তালিকায় বর্তমান বিসিসিআই সভাপতিকে সবার আগে রাখলেন যুবি।

সৌরভের নেতৃত্বে আন্তর্জাতিক অভিষেক হয় যুবরাজ সিংয়ের। খেলেছেন রাহুল দ্রাবিড়ের ক্যাপ্টেন্সিতেও। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে দু'টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। কেরিয়ারের শেষ পর্বে জাতীয় দলে যুবির ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি।

অর্থাৎ, সাম্প্রতিককালের চার নিয়মিত ভারত অধিনায়কের নেতৃত্বেই মাঠে নেমেছেন যুবরাজ। তবে খেলা ছাড়ার পর কেরিয়ারের মূল্যায়ন করতে বসে যুবি কৃতজ্ঞতা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। নিজের পছন্দের অধিনায়কদের তালিকায় বর্তমান বিসিসিআই সভাপতিকে সবার আগে রাখলেন তিনি।

প্রাক্তন অল-রাউন্ডারের অকপট স্বীকারোক্তি, ক্যাপ্টেন সৌরভের কাছ থেকে যে সমর্থন পেয়েছেন, তা মেলেনি ধোনি বা কোহলির কাছ থেকে। স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেন, 'আমি সৌরভের নেতৃত্বে যতদিন মাঠে নেমেছি, পূর্ণ সমর্থন পেয়েছি ক্যাপ্টেনের কাছ থেকে। পরে ধোনির হাতে নেতৃত্ব যায়। সৌরভ ও ধোনির মধ্যে এমনিতে কোনও একজনকে বাছা কঠিন। তবে সৌরভের সময়ে আমার কেরিয়ারের অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। কারণ ওর কাছ থেকে আমি সব রকমের সাহায্য পেয়েছি। মাহি বা কোহলির কাছ থেকে সেই সমর্থন কখনও পাইনি।'

যুবরাজ বর্ণোজ্জ্বল কেরিয়ারে ৩০৪টি ওয়ান ডে খেলেছেন। যার মধ্যে ১১০টি ছিল সৌরভের নেতৃত্বে। ধোনির ক্যাপ্টেন্সিতে ১০৪টি ওয়ান ডে খেলেছেন যুবি। যদিও ধোনির নেতৃত্বেই যুবরাজ কেরিয়ারের সেরা ছন্দে ছিলেন। ধোনির সময়ে তাঁর ব্যাটিং গড় ছিল প্রায় ৩৭। সৌরভের ক্যাপ্টেন্সিতে যুবরাজের ব্যাটিং গড় ছিল ৩০-এর আশেপাশে। তবে এটা ঠিক যে যুবারজকে ঘষে মেজে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দিয়েছিলেন সৌরভই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.