শুভব্রত মুখার্জি: শনিবার থেকেই শুরু হয়েছে ডেভিস কাপের প্রথম রাউন্ডের টাইগুলি। তার মধ্যে একটিতে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা এবং বেলারুশ। সেই টাইতেই ডেভিস কাপ তার ইতিহাসে সেরা অঘটনটির সাক্ষী থাকল। মাত্র ১৮ বছর বয়সী বেলারুশের এক জুনিয়র টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধে হারতে হল সিনিয়র বিভাগে বিশ্ব ক্রমতালিকায় ১৫ নম্বরে থাকা দিয়েগো সোয়ার্টজম্যানকে। জুনিয়র বিশ্ব ক্রমতালিকায় ৬৩ নম্বরে থাকা ড্যানিল ওস্টাপেনকভ হারিয়ে দিলেন দিয়েগোকে।
মাত্র ১ ঘন্টা ৩৬ মিনিটের লড়াইতে স্ট্রেট সেটে আর্জেন্তিনার তারকাকে কার্যত উড়িয়ে দিলেন ওস্টাপেনকভ। খেলার ফল ড্যানিলের পক্ষে ৬-৪,৬-৩। বুয়েন্স এয়ার্সে ঘরোয়া সমর্থকরা সাক্ষী থাকলেন সবথেকে বড় অঘটনের। উল্লেখ্য এই ম্যাচটির আগে তার গোটা ক্যারিয়ারে ড্যানিল একটি মাত্র প্রো-ম্যাচ খেলেছিলেন। ২০২০ সালে জার্মানির ডমিনিক কোয়েফারের বিরুদ্ধে সেই ম্যাচটি খেলেছিলেন তিনি। সেই ম্যাচটিও ছিল ডেভিস কাপের ম্যাচ, যা তিনি স্ট্রেট সেটে হেরেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে ড্যানিল যে এতবড় অঘটনটি ঘটাতে পারবেন তা হয়তো তার অতিবড় ভক্তও আশা করেননি।
ম্যাচে পাওয়া ৮ টি ব্রেক পয়েন্টের ৬ টিতেই জেতেন ড্যানিল। অর্থাৎ তার সাফল্যের হার ৭৫%। অন্যদিকে তার বিরুদ্ধে দিয়েগোর সাফল্য মাত্র ৩৬% । সদ্য শেষ হওয়া ইউএস ওপেনে এম্মা রাডুকানো, লেইলা ফার্নান্দেজ, কার্লোস আলকারেজদের মতন তরুণ তারকাদের উত্থানের পরবর্তীতে ড্যানিলের এই পারফরম্যান্স নিঃসন্দেহে উল্লেখযোগ্য। মাত্র কয়েকদিন আগেই ২০২১ সালে নিজের চতুর্থ এটিপি খেতাব আর্জেন্তিনা ওপেনে জিতেছিলেন দিয়েগো। তার বিরুদ্ধে তাই ড্যানিলের এই জয় আরও বেশি তাৎপর্যপূর্ণ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।