অ্যাডিলেড টেস্টে বিধ্বস্ত হওয়ার পর বিরাট কোহলির দেশে ফেরাকে সমর্থন করলেন না টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার দিলীপ দোশি। তাঁর দাবি, কোহলির জায়গায় তিনি থাকলে জাতীয় দল ছেড়ে কোনও অবস্থাতেই দেশে ফিরতেন না। জাতীয় কর্তব্যের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না বলে তাঁর মত।
দোশি এও জানান যে, এই মুহূর্ত ভারতীয় দলকে ডুবন্ত জাহাজ মনে হচ্ছে। তাই এই অবস্থায় ক্যাপ্টেনকে সবথেকে বেশি দরকার দলের।
Sportskeeda-কে দেওয়া সাক্ষাত্কারে প্রাক্তন তারকা বলেন, ‘আমি জানি যে, সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকতে চাওয়াটা আধুনিক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। তবে যখন তুমি জাতীয় কর্তব্য পালন করছ, আমি হলে কখনই দল ছেড়ে যেতাম না। আমার কাছে জাতীয় কর্তব্য সবকিছুর আগে।'
দোশি আরও বলেন, ‘এটা সম্পূর্ণ ব্যক্তিগত মানসিকতা। নিয়ম করে এটাকে আটকানো যায় না। ক্রিকেট বোর্ড কখনই বলতে পারে না যে, এমন সময়ে স্ত্রী'র পাশে থাকা যাবে না।'
শেষে প্রাক্তন তারকা বলেন, ‘আমার কাছে ভারতকে নেতৃত্ব দেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া এটা এখন ডুবন্ত জাহাজ। এমন সময়ে ক্যাপ্টেনকে সবথেকে বেশি দরকার। এই সময় দল ছাড়া মানে ডেপুটির সামনে একঝাঁক প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়ে চলে যাওয়া। আমি একমাত্র আশা করতে পারি এবং প্রর্থনা করতে পারি যে, ভারতীয় দল এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মতো দৃঢ়তা দেখাতে পারবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।