২০২১ টি-২০ বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ইচ্ছা পূরণ হয়নি দীনেশ কার্তিকের। তবে এবছর সংক্ষিপ্ত ফর্ম্যাটের বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে চাপানোর সম্ভাবনা প্রবল তাঁর। টিম ইন্ডিয়ার অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ফের দেশের হয়ে বিশ্বকাপ খেলতে মরিয়া।
একবছর আগেও যাঁকে ভারতের ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দিতে দেখা গিয়েছিল, ফিনিক্সের মতো ছাই থেকে মাথা তুলে দাঁড়িয়ে ফের জাতীয় দলে তিনি। আইপিএলের দুর্দান্ত পারফর্ম্যান্স দিয়ে টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছেন কার্তিক। পরে জাতীয় দলের হয়ে নজরকাড়া পারফর্ম্যান্স উপহার দিয়ে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার দাবিদার হয়ে উঠেছেন।
টি-২০ বিশ্বকাপের দলে কার্তিক সুযোগ পান কিনা, সেটা জানতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ইতিমধ্যেই ঘরের মাঠে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে কার্তিক কী ভাবছেন, তা জানার জন্য আগ্রহ বাড়ছে ক্রিকেটপ্রেমীদের।
সম্প্রতি প্রাক্তন ভারতীয় পেসার পঙ্কজ সিংয়ের অ্যাকাডেমিতে গিয়েছিলেন দীনেশ। সেখানেই তাঁকে ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। কার্তিক অবশ্য নিজের মনের কথা জানাতে পারেননি বিসিসিআইয়ের নিষেধাজ্ঞার জন্যই। আসলে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-২০ স্কোয়াডে নির্বাচিত হওয়ায় ভারতীয় ক্রিকেট সম্পর্কিত কোনও বিষয়ে মুখ খুলতে পারবেন না তিনি।
আরও পড়ুন:- ১১৮ বছরে যা কেউ করতে পারেননি, সাসেক্সের হয়ে কাউন্টিতে তেমনই নজির পূজারার
তাই এমন প্রশ্নের জবাবে কার্তিক বলেন, ‘ক্ষমা করবেন, আমাকে বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে, ওয়েস্ট ইন্ডিজে পৌঁছনোর আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেট নিয়ে কথা বলতে পারব না। তাই আপাতত এই নিয়ে কিছু বলা সম্ভব নয় আমার পক্ষে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।