ব্যাট হাতে ব্যর্থ দীনেশ কার্তিক। রান পেলেন না চিরাজ জানি, বলজেত সিংরা। তা সত্ত্বেও চলতি ডিওয়াই পাতিল টি-২০ কাপের সেমিফাইনালে উঠল ডিওয়াই পাতিল গ্রুপ-বি। তারা কোয়ার্টার ফাইনালে ৩০ রানে হারিয়ে দেয় জৈন ইরিগেশনকে।
শুরুতে ব্যাট করে ডিওয়াই পাতিল গ্রুপ-বি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে। অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন যশ ধুল। তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৫১ রান করে আউট হন।
এছাড়া হার্দিক তামোরে ১৬, শামস মুলানি ২০ ও শশাঙ্ক সিং ৪২ রানের কার্যকরী যোগদান রাখেন। দীনেশ কার্তিক মাত্র ২ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি চিরাগ জানি ও সাইরাজ পাতিল। নূতন গোয়েল ৭ , চিন্ময় সুতার ৭, বলতেজ সিং ৫ ও সাগর উদেশি ১ রান করেন।
জৈনের হয়ে ৩১ রানে ৩টি উইকেট নেন রাজবর্ধন হাঙ্গার্গেকর। ২৭ রানে ৩টি উইকেট নেন বিজয় গোহিল। ২৭ রানে ২টি উইকেট নিয়েছেন আরিয়ান। ১৫ রানে ১টি উইকেট নেন কৌশল তাম্বে। উইকেট পাননি সচিন ভোসালে ও প্রশান্ত সোলাঙ্কি।
জবাবে ব্যাট করতে নেমে জৈন ইরিগেশন ১৯.১ ওভারে ১২৯ রানে অল-আউট হয়ে যায়। আজিম কাজি ২৭, শুভম শর্মা ২২, জয় বিস্তা ১৯, কৌশল তাম্বে ১৮, প্রশান্ত সোলাঙ্কি ১৭ ও উর্বেশ প্যাটেল ১২ রান করেন। যশ নাহার ২, সূরজ শিন্দে ১, সচিন ভোসালে ২ ও আরিয়ান ৪ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি রাজবর্ধন হাঙ্গার্গেকর
ডিওয়াই পাতিল গ্রুপ-বি'র বিনীত সিনহা ৩.১ ওভার বল করে মাত্র ১২ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ১৮ রান খরচ করে ২টি উইকেট নেন শামস মুলানি। ৩১ রানের বিনিময়ে ১টি উইকেট নেন বলতেজ সিং। উইকেট পাননি চিরাগ জানি ও সাগর উদেশি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।