শুভব্রত মুখার্জি: ভারতের ঘরোয়া টি-২০ ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফি। সেই টুর্নামেন্ট শুরুর আগেই তামিলনাড়ু শিবিরে লাগল জোর ধাক্কা। তাদের নিয়মিত অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের সদস্য দীনেশ কার্তিক চোটের কারণে প্রতিযোগিতা শুরুর আগেই ছিটকে গিয়েছেন দল থেকে। ফলে আসন্ন মুস্তাক আলি ট্রফিতে তামিলনাড়ুকে নেতৃত্ব দেবেন ২০১৯ সালে বিশ্বকাপে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা অলরাউন্ডার বিজয় শঙ্কর।
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে সোমবারই। কার্তিকের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে আদিত্য গনেশকে। উইকেট রক্ষক ব্যাটসম্যান এন জগদিশানকে দলের সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। টিএনসিএ-র তরফে জানানো হয়েছে কার্তিক হাঁটুর চোটে ভুগছেন। ফলে এই প্রতিযোগিতায় তাঁর খেলা হবে না। তামিলনাড়ুর নির্বাচন কমিটির প্রধান এস বাসুদেবান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।
প্রসঙ্গত ভারতীয় জাতীয় দলের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকেও পাবে না তামিলনাড়ু। কারণ ইংল্যান্ডের সফরে তিনি যে আঙুলে চোট পেয়েছিলেন, তার থেকে এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। তবে কোভিড থেকে সেরে ওঠার পরে দলে প্রত্যাবর্তন ঘটেছে বাঁহাতি পেসার টি নটরাজনের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।