আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন দীনেশ কার্তিক। বরং বলা ভালো যে, আইপিএলের আগে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করে ফ্র্যাঞ্চাইজি দল তথা সমর্থকদের আশ্বস্ত করলেন তিনি। বুঝিয়ে দিলেন, বেশ কিছুদিন মাঠের বাইরে থাকলেও মরচে পড়েনি ব্যাটিং স্কিলে।
ডিওয়াই পাতিল টি-২০ কাপে ব্যাট করতে নেমে দীনেশ প্রমাণ করলেন, ছন্দে রয়েছেন তিনি। টুর্নামেন্টে ডিওয়াই পাতিল গ্রুপ-বি'এর হয়ে মাঠে নামেন দীনেশ। তাঁদের ম্যাচ ছিল আরবিআই-এর সঙ্গে। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কার্তিকদের দল। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৬ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
কার্তিক ৩৮ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অপরাজিত ইনিংসে তিনি ৫টি চার ও ৬টি ছক্কা মারেন। এছাড়া যশ ধুল করেন ২৯ রান। ১৭ বলের ইনিংসে তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ২৮ বলে ২৮ রান করেন হার্দিক তামোরে। তিনি ৩টি চার মারেন। শশাঙ্ক সিং ১৯ বলে ২৩ রানের যোগদান রাখেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। আরবিআই-এর আলি মুর্তাজা, শাহবাজ নদিম, অঙ্কিত রাজপুত ও সায়ন মণ্ডল ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে আরবিআই ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬১ রানে আটকে যায়। ২৫ রানের ব্যবধানে ম্যাচ জেতে ডিওয়াই পাতিল গ্রুপ-বি। সুমিত ৩৪ বলে দলের হয়ে সব থেকে বেশি ৪৯ রান করেন। মারেন ৫টি চার ও ২টি ছক্কা। সায়ন ৪, রাজেশ বিষ্ণোই ৩৩ ও কুলদীপ হুডা ১৬ রান করেন। ৩৩ রানে ৩ উইকেট নেন বলতেজ সিং। ৩৪ রানে ৩টি উইকেট দখল করেন বিনীত সিনহা।
টুর্নামেন্টের অপর ম্যাচে ব্যাঙ্ক অফ বরোদার বিরুদ্ধে ২৬ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ডিওয়াই পাতিল গ্রপ-এ'কে ম্যাচ জেতান আব্দুল সামাদ। তিনি ৪টি চার ও ৫টি ছক্কা মারেন। ডিওয়াই পাতিল গ্রপ-এ ৪ উইকেটে হারিয়ে দেয় ব্যাঙ্ক অফ বরোদাকে।
আরও পড়ুন:- IND vs AUS: ‘জাদেজাই বিশ্বসেরা’, যদিও টক্কর দিতে পারেন একজন, কার দিকে ইঙ্গিত হরভজনের?
শুরুতে ব্যাট করে ব্যাঙ্ক অফ বরোদা ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ডিওয়াই পাতিল গ্রপ-এ ১৪.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলে ম্যাচ জিতে যায়। কেসি কারিয়াপ্পা ৩৭ রানে ৩ উইকেট নিয়েও দলকে ম্যাচ জেতাতে পারেননি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup