তাঁর অধিনায়কত্বে বাংলাদেশের বিরুদ্ধে ২-০তে টেস্ট সিরিজ জিতেছে ভারত। রোহিত শর্মার অবর্তমানে তিনি ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন। দলকে জেতালেও লোকেশ রাহুলের ফর্ম চিন্তায় রেখেছ। শুধু এই সিরিজ নয়, গত কয়েক সিরিজ থেকেই অফ ফর্ম বজায় রেখেছন রাহুল। অনেক সমালোচনার মুখেও পড়েছেন তিনি। এই বছরটা মোটেই ভালো কাটেনি রাহুলের জন্য।
তাই এই বছরকে তাড়াতাড়ি ভুলে যেতে চাইবেন রাহুল। সদ্য সমাপ্ত বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টে লোকেশ করেছেন মাত্র ৫৭ রান। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন আগামী বছর ভারতে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি বাদ পড়বেন না কেন। সিনিয়র ক্রিকেটার রাহুলের সতীর্থ দীনেশ কার্তিকও তাঁর পারফরম্যান্সের সমালোচনা করলেন। তিনি বলেন, ‘রাহুল ৪০টিরও বেশি টেস্ট খেলেছে। তার গড় মাত্র ৩০ এর মাঝামাঝি। এটা একজন ওপেনারের জন্য গ্রহণযোগ্য নয়। দলে টিকে থাকতে হলে আরও ভালো পারফরম্যান্স করেত হবে ওকে।’
কেএল রাহুল বিগত বছর থেকে রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে ব্যাট করতে নামছেন। গত বছর ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স করলেও এখন পরপর ম্যাচে ব্যর্থ তিনি। যা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পরের বছর ৩ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে ভারত। কার্তিক মনে করছেন সেই ম্যাচগুলিতেও রাহুল ভালো পারফরম্যান্স করতে পারবেন না। তাঁর উচিত নতুন তুর্কি শুভমন গিলকে জায়গা ছেড়ে দেওয়া।
কার্তিক বলেন, ‘রাহুল যদি টেস্ট দলে জায়গা পাকাপাকিভাবে ধরে রাখতে চায় তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে একটি সেঞ্চুরি করতেই হবে। তা না হলে দলে বদল আসবে। শুভমন গিল দারুণ ছন্দে আছে। তাই অজি সিরিজে গিলকে যদি দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ পর্যায়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ সিরিজে মাঠে নামবে ভারত। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে অস্ট্রেলিয়াকে হারানো প্রধান লক্ষ্য থাকবে ভারতের। এই সিরিজে রোহিত শর্মা ফিরে এসে অধিনায়কত্বের ব্যাটন সামলাবেন বলেই মনে করা হচ্ছে।