বাংলা নিউজ > ময়দান > ফের চতুর্থ, অল্পের জন্য এফআইজি অ্যাপারাটাস ওয়ার্ল্ডকাপে পদক হাতছাড়া দীপার

ফের চতুর্থ, অল্পের জন্য এফআইজি অ্যাপারাটাস ওয়ার্ল্ডকাপে পদক হাতছাড়া দীপার

কোচের সঙ্গে অনুশীলনে ব্যস্ত দীপা কর্মকার

ফের চতুর্থ, অল্পের জন্য এফআইজি অ্যাপারাটাস ওয়ার্ল্ডকাপে পদক হাতছাড়া দীপার। প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের স্বপ্ন ধাক্কা খেলেও তার এই পারফরমেন্স যথেষ্টই ইতিবাচক মনে করছেন তাঁর কোচ।  কারণ প্রত্যাবর্তনে এমন ছন্দে দীপাকে পাওয়া যাবে, সেটা তিনিও হয়ত আশা করেনি।

জিমনাস্টিক্সের ওয়ার্ল্ড ইভেন্টে ছন্দে দীপা কর্মকার। ত্রিপুরার কন্যা দীপা শেষ করলেন চতুর্থ স্থানে। দোহায় এফআইজি অ্যাপারাটাস ওয়ার্ল্ডকাপের আসর বসেছে। সেখানে ফাইনালে আগেই পৌঁছেছিলেন দীপা কর্মকার। তিনি পৌঁছালেও আরেক ভারতীয় জিমন্যাস্ট প্রণতী নায়েক ফাইনালে পৌঁছাননি। সকলের আশা ছিল পদক পাবেন দীপা, কঠিন প্রতিযোগিতায় পদক না পেলেও বেশ ভালোই পারফরমেন্স করলেন দীপা। পায়ে গত কয়েক বছরে পরপর দুবার চোট পেয়েছেন। অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট যেখানে প্রচুর খেলোয়াড়ের জীবন শেষ করে দেয়, সেখানে অনবদ্য ঢংয়েই প্রত্যাবর্তন হয়েছে দীপার। ফাইনাল রাউন্ডে চতুর্থ স্থানে শেষ করলেন ভারতের এই ভল্টার। তাঁর পয়েন্ট ১৩.৩৩৩। প্রথম স্থান পেয়েছেন পানামার নাভাস কার্লা। দ্বিতীয় স্থানে শেষ করেছেন কোরিয়ার চাং। তৃতীয় হয়েছেন বুলগেরিয়ার ভ্যালেন্টিনা।

আরও পড়ুন-আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার

এর আগে বাকুতেও এফআইজি অ্যাপারাটাস ওয়ার্ল্ডকাপে চতুর্থ হয়েছিলেন দীপা। এক বছরেরও বেশি সময় তিনি প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি ডোপিং কাণ্ডে নাম জড়ানোয়। এর জেরে তাঁকে নির্বাসিত হতে হয়েছিল। এরপর আসে পরপর চোট। তাঁরই মধ্যে খেলা না ছেড়েও বরং প্রত্যাবর্তনের জন্য বাড়তি পরিশ্রম করা শুরু করেন দীপা। আর তাতেই এল সাফল্য। প্যারিস অলিম্পিক্সের স্বপ্ন তাঁর কাছে এই মূহূর্তে অনেক দুরে হলেও ভালোয় ভালোয় খেলায় ফেরা গেছে, এই বিষয়টিকেই বাড়তি প্রাধান্য দিচ্ছেন দীপার কোচ বিশ্বেশর দত্ত। 

আরও পড়ুন-IPL 2024-ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল

অতীতে অলিম্পিক্সেও দীপা চতুর্থ স্থানেই শেষ করেছিল। যার ফলে তাঁর পদক জেতা হয়নি। এফআইজি ওয়ার্ল্ডকাপ থেকে পয়েন্টের নিরিখে জিমনাস্টরা প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারত। কিন্তু দীপার থেকে বুলগারিয়ার ভ্যালেন্টিনা এবং কোরিয়ার চাং-এর পয়েন্ট বেশি থাকায় তাঁরাই প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন নিশ্চিত করে ফেলেছিল ফাইনাল রাউন্ডে নামার আগেই। বাকুতে গত ওয়ার্ল্ড ইভেন্টে চাং-কে পিছনে ফেলে সোনা জিতেছিল ভ্যালেন্টিনা। 

আরও পড়ুন-অসুস্থতা নিয়েই হোটেল রুমে ওড়িশা বধের নীল নকশা তৈরি করলেন হাবাস

মে মাসের ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত উজবেকিস্তানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেখান থেকে মাত্র একজন জিমনাস্ট অলিম্পিক্সের টিকিট পাবে, ফলে কাজটা যে কঠিন তা স্বীকার করে নিচ্ছেন আরেক জিমনাস্ট কোচ অশোক কুমার মিশ্র। দীপার কোচ অবশ্য প্রতিযোগিতা শুরুর আগেই সাইকে ধন্যবাদ দিয়ে বলেছিলেন যে দীপাকে ওয়ার্ল্ড ইভেন্টে খেলার সুযোগ দেওয়ার জন্য তাঁদের ধন্যবাদ। তবে এখনই প্যারিস অলিম্পিক্সের যোগ্য়তা অর্জন নিয়ে তিনি বা দীপা কেউই ভাবছেন না, কারণ সবেমাত্র চোট কাটিয়ে ফিরেছেন। এছাড়াও গত বছর পর্যন্ত নির্বাসন থাকায় মানসিক চাপও ছিল। 

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আলিয়ার কেরিয়ারে সবচেয়ে খারাপ বক্স অফিস ওপেনিং ‘জিগরা’-র, কী কারণ হতে পারে? ভিডিয়ো: এ কেমন শট! সঞ্জু স্যামসনের এই ছক্কা দেখে অবাক হয়ে গেলেন রবি শাস্ত্রী এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, মাথা ফাটল রোগীর আত্মীয়ের অধিনায়কত্ব চলে গিয়েছে, তবুও ম্যাচের সেরা হয়ে ক্যাপ্টেন সূর্যের প্রশংসা হার্দিকের ফালতু না বকে প্রমাণ দিন, খলিস্তানি নিজ্জরের খুন নিয়ে কানাডাকে কড়া বার্তা ভারতের হরিয়ানায় ইভিএমে অসঙ্গতি, নির্বাচন কমিশনের অভিযোগ ২০ জন কংগ্রেস প্রার্থীর বাদ পড়তে পারেন বাবর আজম! কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তানের নির্বাচক কমিটি পুজো দেখে বাড়ি ফেরা হল না, পিছন থেকে সজোরে ধাক্কা বাসের, মৃত্যু মা-বাবা-মেয়ের এবার ‘গণইস্তফা’ দিলেন কল্যাণী জেএনএমের ৭৭ ডাক্তার, রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট ‘মা দুর্গা পাততাড়ি গুটিয়ে, জলদি পালাচ্ছেন…’, আরজি কর আবহে পুজো নিয়ে শ্রীলেখা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.