বাংলা নিউজ > ময়দান > কারণ জানা নেই, হঠাৎ করেই দীপাকে নির্বাসিত করল আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স সংস্থা

কারণ জানা নেই, হঠাৎ করেই দীপাকে নির্বাসিত করল আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স সংস্থা

দীপা কর্মকার।

দীপার নির্বাসনের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে সূত্রের খবর, ডোপ পরীক্ষা দিতে রাজি না হওয়ায় এই সাসপেনশনের কোপে পড়তে হয়েছে তাঁকে।

ভারতের তারকা জিমন্যাস্ট দীপা কর্মকারকে হঠাৎ করেই নির্বাসিত করল আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স সংস্থা। কিন্তু কেন তাঁকে নির্বাসিত করা হল, সেটা নিজেই বুঝে উঠতে পারছেন না দীপা। আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স সংস্থার সিদ্ধান্তে রীতিমতো হতবাক তিনি। এই মুহূর্তে দীপা আগরতলায় অনুশীলন করছেন। আপাতত জাতীয় শিবিরের সদস্য নন তিনি।

যদি এই নিয়ে দীপা কোনও মন্তব্য করেননি। তবে তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে বলেছেন, ‘জাতীয় শিবিরের অংশ না হওয়ায় আগরতলাতেই আপাতত অনুশীলন করছে দীপা। এই সিদ্ধান্তে ও নিজে অত্যন্ত অবাক হয়ে গিয়েছে। আমরাও হতবাক। বোঝার চেষ্টা করছি, কেন আন্তর্জাতিক সংস্থা এ রকম সিদ্ধান্ত নিল? ভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থা কিন্তু এ ব্যাপারে আমাদের এখনও কিছু জানায়নি। কিছু জানতে পারলে, তবেই আমরা এই বিষয়ে কিছু বলতে পারব।’

দীপার নির্বাসনের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে সূত্রের খবর, ডোপ পরীক্ষা দিতে রাজি না হওয়ায় এই সাসপেনশনের কোপে পড়তে হয়েছে তাঁকে। রিও অলিম্পিক্সে ভল্ট ইভেন্টে অল্পের জন্য চতুর্থ হলেও, তাঁর এই পারফরম্যান্স জিমন্যাস্টিক্সকে এই দেশে আরও জনপ্রিয় করে তুলেছিল। এ বারের টোকিও অলিম্পিকে ভারত থেকে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অংশ নিয়েছিলেন প্রণতি নায়েক। তাঁকেও নানা পরামর্শ দিয়ে উৎসাহিত করেছিলেন দীপা।

কোভিড অতিমারির কারণে দেশ-বিদেশের একাধিক যোগ্যতা অর্জন প্রতিযোগিতা বাতিল হয়ে যাওয়ার কারণেই টোকিয়ো অলিম্পিক্সে অংশ নিতে পারেননি দীপা। ফলে প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়ার জন্যে এই মুহূর্তে গভীর অনুশীলন করছেন তিনি। পাশাপাশি এই বছর এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও অংশ নিতে মরিয়া তিনি। এর মাঝেই তাঁর নির্বাসনের খবর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, স্পষ্ট জানালেন গিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.