বার্ষিক কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বিসিসিআই। পুরুষ ক্রিকেটার ছাড়াও মহিলা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকাও প্রকাশ করা হয়েছে। এই তালিকায় লাভবান হয়েছেন দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড়। এই দুই খেলোয়াড়ের পদোন্নতি হয়েছে। এখন গ্রুপ ‘এ’ তে জায়গা পেয়েছেন দীপ্তি ও রাজেশ্বরী। হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানা এবং পুনম যাদব ইতিমধ্যেই এই তালিকায় রয়েছেন৷
একই সঙ্গে ভারতীয় দলের ওডিআই অধিনায়ক মিতালি রাজ এবং ঝুলন গোস্বামী গ্রুপ ‘বি’-তে নিজেদের জায়গা ধরে রেখেছেন। তবে চাপে পড়লেন জেমিমা রদ্রিগেজ। তাকে গ্রুপ ‘বি’ থেকে গ্রুপ ‘সি’-তে নামানো হয়েছে। ঠিক একই ভাবে পুরুষদের তালিকায় অবনমন হয়েছে চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা ও হার্দিক পান্ডিয়া।
বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী লিস্ট ‘এ’ তে অন্তর্ভুক্ত মহিলা খেলোয়াড়রা বার্ষিক মাত্র ৫০ লক্ষ টাকা পাবেন৷ ফলে দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড়রা এখন ৫০ লক্ষ টাকা পাবেন৷ মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীরা গ্রুপ ‘বি’-তে থাকার কারণে বছরে ৩০ লাখ টাকা পাবেন। তবে জেমিমা আগে যা পেতেন তার থেকে অনেকটা টাকাই কম পাবেন। গ্রুপ ‘সি’-তে থাকার করাণে এখন বছরে মাত্র ১০ লাখ টাকা পাবেন জেমিমা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।