তাঁর সামনে অনেকগুলো রেকর্ড গড়ার হাতছানি। ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেই পুরুষদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের মালিক হবেন তিনি। কিংবদন্তি রড লেভারকে স্পর্শ করবেন। ছুঁয়ে ফেলবেন স্টেফি গ্রাফের নজিরও। এই পরিস্থিতিতে ইউএস ওপেনের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেলেন নোভক জকোভিচ। ডাচ প্লেয়ার ট্যালন গ্রিকসপোরকে স্ট্রেট সেটে উড়িয়ে দেন জোকার।
এই বছরে ইউএস ওপেন জিতলে এক মরশুমে চারটি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড গড়ার হাতছানি রয়েছে তাঁর সামনে। আর সেই লক্ষ্যেই আরও এক ধাপ এগিয়ে গেলেন জকোভিচ। শুরু থেকেই এ দিন দুরন্ত ছন্দে ছিলেন তিনি। ম্যাচের শুরু থেকেই তাঁর সার্ভিস ফেরানো দেখেই বোঝা গিয়েছিল, ম্যাচটি সহজেই জিততে চলেছেন জোকার। ঘটলও তাই। ১ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ের পর খেলার ফল জোকারের পক্ষে ৬-২, ৬-৩, ৬-২। সে ভাবে প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ট্যালন গ্রিকসপোর। তৃতীয় রাউন্ডে জোকারের প্রতিপক্ষ জাপানের কেই নিশিকোরি।
এই বছর অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন হওয়া দিয়ে শুরু করেছিলেন, এর পর ফরাসি ওপেন, উইম্বলডন চ্যাম্পিয়নও হয়েছেন জকোভিচ। এ বার ইউএস ওপেন জিততে পারলে একই বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য রেকর্ড গড়বেন তিনি। এই রেকর্ড রয়েছে কিংবদন্তি রড লেভারের। তিনি ১৯৬২ এবং ১৯৬৯ সালে একই রেকর্ড গড়েছিলেন। ১৯৮৮ সালে শেষ বার এই রেকর্ড গড়েছেন স্টেফি গ্রাফ। সেই তালিকায় নিজের নাম তোলার বড় সুযোগ রয়েছে জকোভিচের সামনে।
পাশাপাশি কেরিয়ারে এখনও পর্যন্ত ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নোভক জকোভিচ। সমপরিমাণ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড রয়েছে কিংবদন্তি রজার ফেডেরার ও রাফায়েল নাদালেরও। এ বার ইউএস ওপেন জিতলে ফেডেক্স এবং রাফাকে টপকে যাবেন জোকার। সে ক্ষেত্রে পুরুষদের টেনিসে একক ভাবে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের মালিকও হবেন জকোভিচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।