টি-টিয়োন্টি ক্রিকেটে এক অনন্য নজির গড়ে ফেললেন দীনেশ কার্তিক। ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ডোয়েন ব্র্যাভো এবং ক্রিস গেইলের রেকর্ড। বিশ্বের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি সময় ধরে জাতীয় দলে থাকার রেকর্ড করে ফেলেছেন ভারতের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার।
কার্তিক ১৫ বছর ২৭০ দিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। ব্র্যাভো এবং গেইল দু'জনেই আবার ১৫ বছর ২৬৩ দিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ওয়েস্ট ইন্ডিজের এই দুই তারকা ২০২১ সালের নভেম্বরে শেষ বার জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে খেলেছিলেন। তবে এ বার সকলকে ছাপিয়ে এই তালিকায় শীর্ষে এখন কার্তিক।
আরও পড়ুন: কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছেন নাসিম, ফুটেজ দেখে উদ্বেল নেটপাড়া- ভিডিয়ো
সম্প্রতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তরুণ ঋষভ পন্তকে টেক্কা দেন ৩৭ বছরের ‘বুড়ো’ দীনেশ কার্তিক। ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে একাদশে জায়গা করে নেন কার্তিক। বাদ পড়েন পন্ত।
উইকেটরক্ষক হিসেবে নিঃসন্দেহে খারাপ নন কার্তিক। বরং কিপার হিসেবে এখনও পন্তের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। তবে তাঁকে মূলত দলে রাখা হয়েছিল ফিনিশার হিসেবে। যদিও পাকিস্তানের বিরুদ্ধে তিনি সে ভাবে খেলার সুযোগই পাননি। ১ বল খেলে ১ রান করেছিলেন। প্রসঙ্গত, পাকিস্তানের ১৪৭ রান তাড়া করতে নেমে শেষ ওভারের থ্রিলারে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
আরও পড়ুন: হার্দিক দলে মানেই ১২জন প্লেয়ার থাকার সমান-কালিসের সঙ্গে তুলনা প্রাক্তন পাক কোচের
রবিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। টসে হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতের বোলাররা এ দিন দুরন্ত ছন্দে ছিলেন। ভুবনেশ্বর কুমার ৪টি উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া নিয়েছেন ৩ উইকেট, আর্শদীপ নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে বিরাট কোহলি (৩৫), রবীন্দ্র জাদেজা (৩৫) এবং হার্দিক পান্ডিয়া (৩৩) রান পেয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান হার্দিকই।