দীপক চাহার চান চেন্নাই সুপার কিংস পঞ্চমবার আইপিএল শিরোপা জিতুক। তারা এই রবিবার দশমবারের জন্য আইপিএল ফাইনালে উঠেছে এবং তারা এর জন্য প্রস্তুতি নিচ্ছে। এরই মাঝে দীপক চাহার নিজের দলের সতীর্থদের অনুপ্রাণিত করার জন্য নতুন এক পন্থা ব্যবহার করছেন। CSK-এর এই বোলার চলতি আইপিএল মরশুমের পুরস্কারের অর্থকে একটি ফ্যাক্টর হিসাবে ব্যবহার করছেন।
আরও পড়ুন… শুরুতে ধাক্কা তারপরে নাটকীয় ভাবে প্লে অফের টিকিট পায় MI, রাহুলকে হারিয়েও পথ হারায়নি LSG
দীপক চাহার বলেন, ‘আমি পাথিরানাকে বলেছি, আমরা জিতলে শ্রীলঙ্কার মুদ্রায় ৯ কোটি টাকা পাব। কনওয়ের কাছে, আমি এটিকে নিউজিল্যান্ড ডলারে (৩.৮ মিলিয়ন) রূপান্তর করেছি।’ দীপক চাহার মঙ্গলবার চেন্নাইয়ে কোয়ালিফায়ার 1-এ গুজরাট টাইটানসের বিরুদ্ধে চেন্নাইয়ের ১৫ রানের জয়ের পরে JioCinemaকে এই কথা বলেছিলেন। এই কথা বলার সময়ে দীপক চাহারের সঙ্গে আড্ডায় অংশ নিয়েছিলেন সুরেশ রায়না। পার্থিব প্যাটেলও এই কথোপকথনের সময়ে মাঠে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন… IPL 2023 Qualifier 1 CSK vs GT: ডট বলের বদলে এটা কিসের ইমোজি? ম্যাচের পরে BCCI কেন ৪২০০০ গাছ লাগাবে?
ম্যাচের দীপক চাহারের পারফরমেন্সের কথা বললে, প্রথমে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ১৭২ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। CSK-এর দেওয়া ১৭৩ রানের রক্ষণকে ডিফেন্ড করতে গিয়ে দীপক চাহার বল হাতে দারুণ পারফর্ম করেন। নির্ধারিত চার ওভার বল করে দুটি উইকেট শিকার করেন তিনি। এই সময়ে ২৯ রান খরচ করেছিলেন দীপক চাহার। এই ম্যাচে শুভমন গিল ও ঋদ্ধিমান সাহাকে সাজঘরে ফেরালেন দীপক চাহার। এছাড়াও মহম্মদ শামির ক্যাচ ধরেন তিনি।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
যাইহোক, ৩০ বছর বয়সি ক্রিকেটার এই মরশুমের শুরুতে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন। তিনি আবার হ্যামি টেনেছেন। চাহার তাঁর প্রত্যাবর্তনের পর থেকেই বল হাতে মারাত্মক ফর্মে রয়েছেন এবং ফ্র্যাঞ্চাইজির হয়ে তাঁর শেষ তিনটি ম্যাচে আট উইকেট নিয়েছিলেন। দীপক চাহার আরও বলেন, ‘আমি চাই মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে খেলুক। তাদের সঙ্গে আমাদের একটি ইতিহাস আছে।’ তিনি ম্যাচের পরে একটি চ্যাটে বলেছিলেন। তাঁর প্রাক্তন চেন্নাই সতীর্থ ধারাভাষ্যকার হয়েছিলেন, সুরেশ রায়না উল্লেখ করে বলেন, ‘সিএসকে মুম্বই-এর থেকে অনেক ফাইনাল হেরেছে।’ যার জবাবে চাহার হেসে উত্তর দিয়েছিলেন, ‘ওয়াহি তো বদলনা হ্যায়।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।