চলতি মহিলাদের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল ছয় উইকেটে হারিয়ে ১৫০ রানের সম্মানজনক স্কোর তুলেছিল। ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন জেমিমা রডরিগেজ। এটাই তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংস। তিনি ১৪৩.৪০ স্ট্রাইক রেটে ৫৩ বলে ১১টি চার ও একটি ছক্কা মেরেছিলেন। অধিনায়ক হরমনপ্রীত কউর ৩০ বলে ৩৩ রান করেন। দু’জনের মধ্যে ছিল ৯২ রানের দারুণ জুটি। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন জেমিমা রডরিগেজ। তবে একটা সময়ে মনে হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ২০০ রানের কাছে যেত। কিন্তু হরমনপ্রীত ও জেমিমা আউট হতেই সেই রান অনেকটাই কমে যায়। নির্ধারিত ২০ ওভারে ১৫০ রান তোলে হরমনপ্রীতরা।
এই কারণেই ভারতীয় দলের ক্যাপ্টেন কিছুটা হলেও চোটেছেন। তাঁর কথায় ভারতীয় দল এদিন ১০ থেকে ২০ রান কম করেছিল। ভারতের মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর বলেন, ‘আমি মনে করি আমরা ১০-২০ রান কম ছিলাম। জেমি এবং আমি চালিয়ে গেলে, আমরা ইনিংস ২০০ রানের কাছাকাছি নিয়ে যেতে পারতাম। কিন্তু এটি একটি শেখার প্রক্রিয়া।’
আরও পড়ুন… আমাকে তো ভারতীয়রা গালি দেয়- মানকাডিং নিয়ে হর্ষর 'কালচারের' খোঁটায় ক্ষুব্ধ স্টোকস
জেমিমা ও দীপ্তির প্রশংসায় পঞ্চমুখ ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর। তিনি বলেছেন, ‘আমরা বল নিয়ে শুরুটা ভালো করিনি কিন্তু রান আউট এবং ভালো বোলিং আমাদের এগিয়ে দিয়েছে। দীপ্তি অসাধারণ ছিল। দুই উইকেট হারানোর পর যখন আমি ব্যাট করতে গেলাম, জেমি ভালো খেলেছে এবং আমরা ভালো জুটি গড়েছিলাম। সে এনসিএতে ভালো কাজ করেছে এবং তাঁর ভালো খেলা দেখে খুশি হয়েছি।’
ম্যাচের কথা বললে ভারতীয় মহিলা ক্রিকেট দল ২০২২ এশিয়া কাপের টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের অভিযান জয় দিয়ে সূচনা করেছে। শনিবার সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দলকে ৪১ রানে হারিয়েছে ভারতীয় দল। এদিন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। জবাবে ভারত ৬ উইকেটে ১৫০ রান তোলে এবং তারপর শ্রীলঙ্কাকে ১৮.২ ওভারে ১০৯ রানে গুটিয়ে দেয় ভারত। ভারতের পক্ষে হেমলতা তিনটি এবং পূজা ভাস্ত্রকার ও দীপ্তি শর্মা দুটি করে উইকেট নেন।
আরও পড়ুন… বাংলাদেশে ভালো খেলার জন্য কেন মুম্বইকে ধন্যবাদ দিলেন জেমিমা?
ভারতের কাছ থেকে পাওয়া ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাকে দ্রুত সূচনা এনে দেন হর্ষিতা সামারাবিক্রমা (২৬) ও অধিনায়ক চামারি আতাপাত্তু (৫)। তবে অধিনায়ক আউট হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কা দল ছটফট করতে শুরু করে এবং তারপর ৬১ রানে প্যাভিলিয়নে ফিরে যায় তাদের দলের অর্ধেক ব্যাটার। শ্রীলঙ্কা দলের হয়ে হাসিনি পেরেরা ৩০ রানের অবদান রাখেন। ওশাদি রানাসিংহে ১১ রান করেন। বাকি ব্যাটাররা ডাবল ডিজিটেও পৌঁছাতে পারেনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।