শুভব্রত মুখার্জি: সদ্য টি-২০ বিশ্বকাপের হতাশা কাটিয়ে নিউজিল্যান্ডে স্বমহিমায় ফেরার চেষ্টায় রয়েছে ভারতীয় দল। বর্তমানে নিউজিল্যান্ড সফরে রয়েছে ভারতীয় দল। সেখানে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ইতিমধ্যেই তাঁরা জিতে নিয়েছে টি-২০ সিরিজ।যেখানে তৃতীয় টি-২০ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তবে ডাক ওয়ার্থ-লুইস পদ্ধতিতে দুই দলের স্কোর যা থাকার কথা সেখানেই থাকায় কোন দলকে আলাদা করে জয়ী ঘোষণা করা হয়নি। আর এই ম্যাচেই ভারতের দল নির্বাচন নিয়ে টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডোড্ডা গণেশ। তাঁর মতে সঞ্জু স্যামসনকে না খেলিয়ে শ্রেয়স আইয়ারকে খেলানোটা একেবারে পশ্চাদগামী একটা সিদ্ধান্ত।
নিজের টুইটে ক্ষোভ উগড়ে দিয়েছেন গণেশ। তাঁর মতে এই সিদ্ধান্তের ফলে ভারতীয় টি-২০ ক্রিকেট আরও পেছনের দিকে এগিয়ে যাবে। তিনি টুইট করে লেখেন 'স্যামসনের বদলে আইয়ারকে বেছে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক একটি পশ্চাদমুখী সিদ্ধান্ত নিয়েছে। ওরা ওদের করা ভুল থেকে কোনও শিক্ষা নেবে না। ওরা কখনওই নিজেরা নিজেদেরকে বদলাবে না। ওরা টি-২০ ক্রিকেটের প্রতি নিজেদের মনোভাব কখনও বদলাবে না।'
গণেশের করা সেই টুইটে এক ভক্ত প্রশ্ন তুলেছিলেন কেন তাঁর এই মত। সমর্থকের বক্তব্য ছিল পন্ত (ঋষভ) টি-২০তে ফর্মে নেই। ইশান কিশানের পাওয়ার প্লেতে স্ট্রাইক রেট খারাপ। এর উত্তরে গনেশ জানিয়েছেন 'আমি মনে করি টি-২০ ক্রিকেট যে স্টাইলে খেলা হয় সেখানে সঞ্জু স্যামসন অনেকটাই খাপ খায়। অন্যদিকে ওয়ানডে ফর্ম্যাটে দুরন্ত ব্যাটার শ্রেয়স আইয়ার।' উল্লেখ্য তৃতীয় টি-২০ তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়স আইয়ার খেললেও একেবারেই ভালো পারফরম্যান্স করেননি। প্রথম বলেই আউট হয়ে যান। টিম সাউদির বলে আউট হন তিনি। এছাড়া এদিনের ম্যাচে পন্ত ১১, ইশান কিশান ১০ এবং সূর্যকুমার যাদব ১৩ রান করেন। হার্দিক পান্ডিয়া ৩০ রানে অপরাজিত থাকেন। এরপরেই বৃষ্টিতে খেলা ভেস্তে যায়।