মহেন্দ্র সিং ধোনি যদি আগামী বছরের টি-২০ বিশ্বকাপ খেলতে চান, সেই দাবিকে গুরুত্বের সঙ্গে বিচার করতে হবে বলে জানিয়েছেন রবি শাস্ত্রী।
ইন্ডিয়া টুডে চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে শাস্ত্রী বলেন যে ধোনি একজন কিংবদন্তী। তবে নিজের ইচ্ছা কোনও দিন তিনি দলের ওপর চাপিয়ে দেন নি। এখন বিরতি নিলেও ধোনি আইপিএল খেলবেন বলে জানিয়েছেন শাস্ত্রী।
ধোনির প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেননি ভারতীয় কোচ। তিনি বলেন যে আইপিএলের পর ধোনি যদি টি-২০ বিশ্বকাপ খেলার কথা ভাবেন, তাঁর সেই ইচ্ছাকে হেলাফেলা করা যাবে না। ধোনি যে পরিমাণ ক্রিকেটে খেলেছেন তাতে তিনি খেলতে চাইলে নির্বাচকরা সহজে তাঁকে উপেক্ষা করতে পারবেন না, কার্যত সেটাই বুঝিয়ে দিলেন শাস্ত্রী।
এর আগে ধোনি বলেছিলেন যে জানুয়ারি মাসে তিনি তাঁর পরবর্তী পরিকল্পনার কথা জানাবেন। ধোনির অনুপস্থিতিতে ঋষভ পন্থ এখন ভারতের কিপিং করছেন। কিন্তু এখনও তেমন ভাবে দাগ কাটতে পারেননি তিনি। ব্যাটিংয়ে ব্যর্থ, প্রচুর সুযোগ ছাড়েন, ডিআরএস সঠিক ভাবে ব্যবহার করতে পারেন না। এখন মাঠে সুযোগ ছাড়লেই দর্শকরা ধোনি ধোনি করে কলরব করেন।
গত মাসে ঝাড়খণ্ডের জুনিয়র দলের সঙ্গে ট্রেনিং করেছেন ধোনি। সেই থেকেই সমর্থকদের মনে আশা, আবার যদি ভারতীয় জার্সিতে দেখা যায় ক্যাপ্টেন কুলকে। সেটি যে হওয়া সম্ভব, তার বড়সড় ইঙ্গিত দিয়ে রাখলেন রবি শাস্ত্রী।