
'পরীদের প্রেমে পড়বে না',বার্তা শুভমনের, 'সারা মারবে তো', সাবধান করলেন নেটিজেনরা
১ মিনিটে পড়ুন . Updated: 02 Nov 2021, 06:21 PM IST- নেটিজেনদের মনে প্রশ্ন, তাহলে কি প্রেমে ‘ধাক্কা’ খেলেন ভারতীয় তারকা?
টি-শার্টের পিছনে লেখা 'পরীদের প্রেমে পড়বে না'। সচিন তেন্ডুলকরের কন্যা সারার সঙ্গে চর্চিত 'প্রেমের' কাহিনীর মধ্যেই শুভমন গিলের সেই ছবি ঘিরে জল্পনা বেড়েছে। নেটিজেনদের মনে প্রশ্ন, তাহলে কি প্রেমে ‘ধাক্কা’ খেলেন ভারতীয় তারকা?
মঙ্গলবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শুভমন। কালো টি-শার্ট পরে দাঁড়িয়ে আছেন তিনি। টি-শার্টের পিছনে লেখা, 'পরীদের প্রেমে পড়বে না।' সঙ্গে ক্যাপশনে লেখা, ‘সিগমা রুল নম্বর ওয়ান (প্রথম নিয়ম)।’
শুভমনের সেই ছবি পোস্টের পরই স্বভাবতই সচিন-কন্যা সারার নাম উঠে এসেছে। ফেসবুকের কমেন্ট বক্সে সারাকে নিয়ে ভরে গিয়েছে কমেন্ট। এক নেটিজেন বলেন, ‘সারা হলেন পরীর মতো।’ অপর এক নেটিজেন লিখেছেন, ‘সারা জামানা, অ্যাঞ্জে প্রিয়া কা দিওয়ানা।’ একজন আবার লিখেছেন, 'বাড়িতে সারা তেন্ডুলকর অপেক্ষা করছেন স্লিপার নিয়ে।' একজন আবার বলেন, 'আপনি সারাকে নিশানা করছেন।'
এমনিতেই শুভমন এবং সারার ‘প্রেমকাহিনী’ নিয়ে দীর্ঘদিন চর্চা চলছে। বিশেষত তাঁদের ‘প্রেম’ নিয়ে মজে নেট দুনিয়া। তবে কেউই সে বিষয়ে মুখ খোলেননি। তাতে অবশ্য জল্পনায় ইতি পড়েনি। বরং যত সময় গিয়েছে, তত সেই জল্পনা বেড়েছে। এমনকী একটা সময় তো একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, গুগলে নাকি দেখাচ্ছে যে শুভমনের ‘স্ত্রী’ হলেন সারা। সেই ঘটনার পর প্রায় বছরখানেক কেটে গিয়েছে। নেট দুনিয়ায় অবশ্য চর্চা থামেনি। তারইমধ্যে এবার নয়া ছবি পোস্ট করে তো জল্পনা আরও বাড়িয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা ওপেনার।