শুভব্রত মুখার্জি: করাচি টেস্টের শেষ দিনে একবারে মাটি কামড়ে পরে থেকে অজিদের বিরুদ্ধে পাকিস্তান দলকে এনে দিয়েছিলেন এক অবিশ্বাস্য ড্র। বাবর আজমের ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংসে ভর করে পাকিস্তান করাচি টেস্ট ড্র করতে সক্ষম হলেও এখনই তাকে 'ফ্যাব ফোরের' অংশ মানতে নারাজ প্রাক্তন বিসিসিআই নির্বাচক সাবা করিম। উল্লেখ্য 'ফ্যাব ফোর' বলতে বিশ্ব ক্রিকেটে উঠে আসে কেন উইলিয়ামসন,জো রুট,স্টিভ স্মিথ এবং বিরাট কোহলির নাম। সাবা করিম মনে করেন এখনও এই তালিকায় বাবরকে রাখার সময় হয়নি। কারণ 'সেনা' (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলোতে বাবরের ব্যাটিং রেকর্ড একেবারেই আহামরি নয়।
সাবা করিম মনে করেন শুধুমাত্র একটা ১৯৬ রানের ইনিংসে ভর করেই বাবরকে ওই এলিট তালিকাভুক্ত করা যাবে না। তার জন্য দরকার আর কয়েকটা ইনিংসের। ইন্ডিয়া নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবা করিম জানিয়েছেন, ‘আমি মনে করি যখন খুব বেশি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাবর খেলে। বিশেষ করে 'সেনা' দেশে ওর টেস্ট রেকর্ড একেবারেই আহামরি নয় যদি আমরা সেই রেকর্ডকে উপমহাদেশের রেকর্ডের সঙ্গে তুলনা করি। আমি আরও কিছু সময় অপেক্ষা করব। কয়েকটা ইনিংস আরও দেখার পরে ওকে আমি এই 'ফ্যাব ফোর' তালিকাভুক্ত করব।’
প্রসঙ্গত 'সেনা' দেশগুলোতে বাবর এখন পর্যন্ত ১৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। তার রান সংখ্যা ৮০৯। গড় ৩৯.৩০। ইংল্যান্ডে অবশ্য বাবরের রেকর্ড খুব ভালো। শেষ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশেই বাবর ২৬৩ রান করেছিলেন, তার গড় ছিল ৬৫.৭৫। সাবা করিম আরও যোগ করে বলেন, ‘টেকনিক্যালি যদি দেখেন তাহলে বাবর খুব সাউন্ড। অসাধারণ ক্রিকেটার। একজন সত্যিকারের ম্যাচ উইনার। ও যদি আরও কয়েকটা ইনিংস বেশ দায়িত্ব সহকারে খেলে তাহলে আমি মনে করি ও ফ্যাব ফোরের অংশ হতে পারে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।