বাংলা নিউজ > ময়দান > ছক্কা মারার চেষ্টা করলেই ব্যাট দিয়ে পেটাবেন, মুলতানে ৩০০ করার সময় সেহওয়াগকে শাসিয়েছিলেন সচিন, কারণ জানালেন বীরু নিজেই

ছক্কা মারার চেষ্টা করলেই ব্যাট দিয়ে পেটাবেন, মুলতানে ৩০০ করার সময় সেহওয়াগকে শাসিয়েছিলেন সচিন, কারণ জানালেন বীরু নিজেই

বীরেন্দ্র সেহওয়াগ ও সচিন তেন্ডুলকর। ছবি- গেটি।

মুলতান টেস্টে শোয়েব আখতারকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন সেহওয়াগ। পরে সাকলিনকে ছক্কা হাঁকিয়ে প্রথম ভারতীয় হিসেবে টেস্টে ত্রিশতরানের গণ্ডি টপকে যান বীরু।

ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মাকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করতে দেখার পর নিজের প্রথম ট্রিপল সেঞ্চুরি নিয়ে মজাদার এক গল্প শোনালেন বীরেন্দ্র সেহওয়াগ। ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা বীরু জানান, ২০০৪ সালের মুলতান টেস্টে ব্যাট করার সময় সচিন তেন্ডুলকর তাঁকে শাসিয়েছিলেন এই বলে যে, ছক্কা মারলেই ব্যাট দিয়ে পেটাবেন।

মুলতানের সেই টেস্টে ব্যক্তিগত ৯৫ রানের মাথায় দাঁড়িয়ে থাকা সেহওয়াগ শোয়েব আখতারকে পরপর দু'টি বলে চার ও ছক্কা মেরে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। সেই সময় নন-স্ট্রাইকার প্রান্তে ছিলেন আকাশ চোপড়া। আকাশ আউট হওয়ার পর ক্রিজে আসেন দ্রাবিড়। রাহুল তাড়াতাড়ি সাজঘরে ফিরলে ব্যাট করতে নামেন সচিন।

তেন্ডুলকর যখন ব্যাট করতে নামেন, সেহওয়াগের ব্যক্তিগত সংগ্রহ তখন ১১৭ রান। ক্রিজে এসেই সচিন দেখেন সেহওয়াগ ১২২ রানের মাথায় দাঁড়িয়ে ছক্কা হাঁকান সাকলিন মুস্তাককে। তেন্ডুলকর সঙ্গে সঙ্গে বীরুকে সতর্ক করেন এই বলে য, ‘ছক্কা মারা যাবে না। যদি ছক্কা মেরেছ, তবে আমি ব্যাট দিয়ে পেটাব তোমাকে।’

সচিনের কথা মতোই তুলে মারা বন্ধ করেন সেহওয়াগ। বীরু যখন ব্যক্তিগত ট্রিপল সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে, তখন আরও একবার সেহওয়াগকে ছক্কা মারার চেষ্টা করেত নিষেধ করেন সচিন। সেহওয়াগকে তিনি বলেছিলেন যে, ‘ছক্কা মারতে গিয়ে আউট হলে প্রথম ভারতীয় হিসেবে ট্রিপল সেঞ্চুরি করার সুযোগ নষ্ট হবে।’

সেহওয়াগ তখন সচিনকে বলেন, 'আমি এখনই প্রথম ভারতীয় হিসেবে ২৯৫ রান করে ফেলেছি। নতুন কী আর হবে।' সচিনের কথা অমান্য করেই সেহওয়াগ সাকলিনকে ছক্কা হাঁকিয়ে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন মুলতানে।

ওভাল টেস্টে ধারাভাষ্য দেওয়ার সময় বীরু জানান, আসলে মুলতান টেস্টের কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে ১৯৫ রানের মাথায় ছক্কা মারতে গিয়ে আউট হয়েছিলেন তিনি। তাই সচিন তাঁকে বারবার সতর্ক করেন। বীরু এও জানন যে, সচিনের কথা মতোই মুলতান টেস্টে দীর্ঘ সময় ধৈর্য্য ধরেছিলেন তিনি। তবে ত্রিশতরানের আগে আর ছক্কা মারার লোভ সামলাতে পারেননি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

IND vs BAN: বাংলাদেশের হারের কারণ কী? কাদের উপর দায় চাপালেন দলের অধিনায়ক শান্ত? আবির্ভাবেই আগরকরের ১৮ বছর আগের নজির ছুঁলেন মায়াঙ্ক, উপাধি মিলল অশ্বিনের থেকে এটা সত্যি মাথাব্যথার একটা বড় কারণ- জিতেও কি কোন চাপে রয়েছেন সূর্যকুমার যাদব? রান-আপে পরিবর্তন করেছিলাম: ম্যাচের সেরা হয়ে সাফল্যের রহস্য ফাঁস করলেন আর্শদীপ জেতার আগে চোখে জলে মাঠ ছাড়লেন হরমন! ক্যাপ্টেনের চোট নিয়ে আপডেট দিলেন স্মৃতি ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সোমে কিছুটা বেশি বৃষ্টি ৪ জেলায়, চতুর্থী থেকেই ‘খেলা’ ঘুরছে, তারপরে ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.