নৌকার ছবি পোস্ট করে ভারতীয় ভক্তদের নিশানায় এসেছিলেন অ্যালিসা হিলি। এরপরেই অস্ট্রেলিয়ার তারকা মহিলা ক্রিকেটার সেই ছবি পোস্টের ব্যাখ্যা দিয়েছেন। আসলে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যালিসা হিলি নিজের পোস্টে স্পষ্ট করেছেন যে তিনি ভারতীয় ভক্তদের লক্ষ্যে রয়েছেন। যে কারণে তিনি বর্তমানে ভারতীয় ভক্তদের উদ্দেশ্য করে আরও একটি বার্তা লিখেছেন। ডানহাতি ওপেনার হিলি অস্ট্রেলিয়ান পুরুষ দলের পেসার মিচেল স্টার্কের স্ত্রী।
অ্যালিসা হিলি ভক্তদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন যে তারা এটা থেকে অন্য কিছু মানে বের করার চেষ্টা করবেন না বা এতে অন্য কিছু পড়ার চেষ্টা করবেন না। আসলে,হিলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। এই পোস্টে তিনি নৌকার একটি ছবি পোস্ট করেছেন,যার উপরে লেখা ছিল‘সল্ট’অর্থাৎ নোনতা। হিলি নিজের সেই ছবিতে কোনও ক্যাপশন দেননি।
কিন্তু বহু ক্রিকেট ভক্ত তালিয়া ম্যাকগ্রা সম্পর্কে তাদের অভিযোগের সঙ্গে ‘লবণ’ শব্দটিকে যুক্ত করতে শুরু করেছিলেন। বহু ক্রিকেট ভক্ত প্রশ্ন তুলেছিলেন যে করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও,তালিয়া ২০২২ কমনওয়েলথ গেমস -এর ফাইনালে ভারতের বিরুদ্ধে কী করে খেলেছিলেন। হিলি তারপরেই নিজের টুইটারে‘সল্টি’অর্থাৎ নোনতা বা লবণ নামে নৌকার ছবি পোস্টা করেছিলেন। তারপরেই শুরু হয়েছিল বিতর্ক।
অ্যালিসা হিলি এরপরে নিজের টুইটারে লিখেছেন,‘শান্ত হও। এটি জলেতে থাকা একটি নৌকার ছবি যেখানে লবণাক্ত শব্দটি লেখা রয়েছে। আমি ভেবেছিলাম এটি চালাক। এতে অন্য কিছু পড়ার চেষ্টা করবেন না।’ হিলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় এই প্রথম নয়। হিলি এর আগেও ভারতীয় ভক্তদের দ্বারা ট্রোলড হয়েছিলেন। যখন ভারতীয় দল ২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে বারবার কোয়ারেন্টাইন নিয়ম সম্পর্কে অভিযোগ করেছিল এবং তারপরে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সমালোচনা করেছিলেন অ্যালিসা হিলি। যার জন্য তাঁকে সেই সময়ে ট্রোলড হতে হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।