
IPL 2021 Auction: '১৪টা ম্যাচ খেলতে পারবে কিনা সন্দেহ!' নিলামে KKR তারকার বিকল্প নেওয়ার কথা বললেন গম্ভীর
১ মিনিটে পড়ুন . Updated: 15 Feb 2021, 01:21 PM IST- আইপিএল নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সকে বিশেষ পরামর্শ প্রাক্তন অধিনায়কের।
কলকাতা নাইট রাইডার্স এবার আন্দ্রে রাসেলকে ধরে রেখেছে বটে, তবে আসন্ন আইপিএলে ১৪টা লিগ ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন গৌতম গম্ভীর। প্রাক্তন নাইট অধিনায়কের দাবি, রাসেলের চোট পাওয়ার প্রবণতার কথা মাথায় রেখেই আসন্ন আইপিএল নিলামে ক্যারিবিয়ান অল-রাউন্ডারের একজন বিকল্প খোঁজা উচিত কেকেআরের।
গম্ভীর অবশ্য এটা স্পষ্ট করে দিয়েছেন যে, রাসেলের পরিবর্ত নয়, বরং তাঁর ব্যাকআপ হিসেবে কাউকে স্কোয়াডে নেওয়া উচিত কলকাতার। যদিও গম্ভীর খুশি প্রকাশ করেন কেকেআর স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারকে ধরে রাখায়।
টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা বলেন, ‘একটা ভালো দিক যে, গত মরশুমে ব্যর্থ হলেও কেকেআর খুব বেশি ক্রিকেটারকে ছেড়ে দেয়নি। ওদের খুব বেশি শূন্যস্থান পূরণের প্রয়োজন নেই। তবে ওদের আসলে রাসেলের একজন ব্যাকআপ দরকার। কেননা, রাসেলের সঙ্গে সর্বদা চোটের প্রসঙ্গ লেগেই থাকে। ও ১৪টা ম্যাচে মাঠে নামতে পারবে কিনা, তা নিয়েই আমার সন্দেহ রয়েছে।’
গম্ভীর আরও বলেন, ‘আইপিএলের আগে রাসেলের ফিট হয়ে ওঠা দরকার। এই মুহূর্তে এটাই ওর কাছে প্রাধান্য পাওয়া উচিত। তবে এটা নিশ্চিত যে, নারিনের বোলিং অ্যাকশন নিয়ে যেভাবে প্রশ্ন উঠছে, তাতে রাসেলের বিকল্প খুঁজে না রাখলে মুশকিল।’