বাংলা নিউজ > ময়দান > Drink and Drive Case: প্যারালিম্পিয়ান প্রমোদ ভগতের গাড়ি জব্দ করল পুলিশ! বিপদে তারকা অ্যাথলিট

Drink and Drive Case: প্যারালিম্পিয়ান প্রমোদ ভগতের গাড়ি জব্দ করল পুলিশ! বিপদে তারকা অ্যাথলিট

প্যারালিম্পিয়ান প্রমোদ ভগতের গাড়ি জব্দ করল পুলিশ (ছবি-এক্স @soubhagyajourno)

প্যারালিম্পিয়ান প্রমোদ ভগতের গাড়ি সেফ সিটি ড্রাইভের সময় ধরা পড়ে। অভিযোগ করা হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রমোদ ভগত। তাঁর নামে আইনি ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক পুলিশ। ভুবনেশ্বরের ওমফেড স্ট্রিটে গাড়ি চেক করার সময় পুলিশ প্রমোদের গাড়িটি ধরেন। প্রমোদ জানান তিনি সেই সময়ে গাড়িতে ছিলেন না।

Pramod Bhagat's car seized: প্যারালিম্পিয়ান প্রমোদ ভগতের গাড়ি সেফ সিটি ড্রাইভের সময় ধরা পড়ে। অভিযোগ করা হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রমোদ ভগত। তাঁর নামে আইনি ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক পুলিশ। ভুবনেশ্বরের ওমফেড স্ট্রিটে গাড়ি চেক করার সময় পুলিশ প্রমোদ ভগতের গাড়িটি ধরেন। অন্যদিকে প্রমোদ জানান নাকি সেই সময়ে গাড়িতে ছিলেন না।

কি ছিল পুরো ঘটনা?

কমিশনারেট পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাতে সেফ সিটি ড্রাইভ অভিযানের সময় পুলিশ ভুবনেশ্বরে রাতের বেলা চেকিং করছিল। এ সময় প্রমোদ ভগতের গাড়িটি পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ জানতে পেরেছে, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। অ্যালকোহল পরীক্ষা করার সময়, লোকটির ৪৭ শতাংশ অ্যালকোহল পাওয়া গেছে। এরপর ট্রাফিক স্টেশন ২-এর ট্রাফিক পুলিশ গাড়ির মালিক প্রমোদের নামে গাড়িটি থামায়। নালকো স্ট্রিট থেকে OD 02AB8383 নম্বরের একটি কালো রঙের নেক্সন গাড়িটি পুলিশ আটক করে তামান্দোতে নিয়ে যায়।

আরও পড়ুন… এক ওভারে পরপর পাঁচটা চার হজম করে রাতে ঘুমতেই পারলেন না- বাবরের প্রশংসা করে প্রশ্নের মুখে দাহানি

যে গাড়িটি পুলিশ ধরেছে (ছবি:এক্স @soubhagyajourno)
যে গাড়িটি পুলিশ ধরেছে (ছবি:এক্স @soubhagyajourno)

আদালতে জরিমানা পরিশোধের পর তিনি লেন নিতে পারেন। পুলিশ রিপোর্টে গাড়ির চালকের ছবিসহ মোবাইল নম্বর ও ড্রাইভিং লাইসেন্সও উল্লেখ করা হয়েছে।

ট্রাফিক পুলিশের প্রতিক্রিয়া:

এনওয়াই ট্রাফিক পুলিশের এসিপি জয়ন্ত ডোরা বলেছেন, ‘ওমফেড স্ট্রিটে চেক করার সময় প্রমোদ মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছিলেন। তিনি গাড়িতে ছিলেন। প্রমোদের গাড়ি জব্দ করা হয়েছে।’

পুলিশ রিপোর্টে গাড়ির চালকের ছবিসহ মোবাইল নম্বর ও ড্রাইভিং লাইসেন্সও উল্লেখ করা হয়েছে (ছবি:এক্স @soubhagyajourno)
পুলিশ রিপোর্টে গাড়ির চালকের ছবিসহ মোবাইল নম্বর ও ড্রাইভিং লাইসেন্সও উল্লেখ করা হয়েছে (ছবি:এক্স @soubhagyajourno)

আরও পড়ুন… ICU-তে ভর্তি সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার! অ্যাপার্টমেন্টে থেকে পড়ে আহত ফাহাদ আল-মুয়াল্লাদ

প্রমোদের দাবিত্যাগ:

এরপরে প্রমোদ বলেন, ‘আমি এখন ভুবনেশ্বরে নেই।’ প্রমোদ এরপরে বলে, ‘গাড়িটি আমার নামে, গাড়িটি আমার নামে নিবন্ধিত হতে পারে। আমার ভাই হয়তো গাড়ি চালাচ্ছিল। মাতাল অবস্থায় গাড়িটি যে ধরা পড়েছিল তা জানতাম না। আমি আমার ভাইকে এই বিষয়ে জিজ্ঞাসা করব। তারপর ঘটনাটা বলব। কিন্তু আমি গাড়ি চালাচ্ছিলাম না।’

আরও পড়ুন… অসমাপ্ত ব্যবসা: ইশান কিষানের বার্তা ঘিরে জল্পনা! শতরান করে কি BCCI-কে কিছু বলতে চাইলেন?

প্রমোদ ভগত কে?

প্রমোদ ভগত একজন প্যারালিম্পিয়ান এবং বিশ্বখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। প্রমোদ ২০২০ টোকিও প্যারা অলিম্পিক্সে ব্যাডমিন্টনে স্বর্ণপদক জিতেছিলেন। এবার ডোপ টেস্টে ধরা পড়ায় প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪ খেলতে পারেননি তিনি। প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রমোদ ভগতকে ১৮ মাসের জন্য সাসপেন্ড করেছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন। ডোপিং বিরোধী নিয়ম লঙ্ঘনের জন্য একটি স্থগিতাদেশ জারি করা হয়েছে। ১ মার্চ, CS-এর অ্যান্টি-ডোপিং বিভাগ (কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্ট) একটি ডোপিং পরীক্ষা করে এবং দেখতে পায় যে ব্যাডমিন্টন খেলোয়াড় ডোপিং বিরোধী আইন লঙ্ঘন করেছেন। প্রমোদ ভগত প্যারা এশিয়ান স্পোর্টস ব্যাডমিন্টন সিঙ্গলে স্বর্ণপদক জিতেছেন। প্রমোদ ঘর বারগড় জেলা আতাবিরা। তিনি ভুবনেশ্বর ভিআইপি কলোনিতে থাকেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.