প্রথম বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে অংশ নিয়েছেন ফ্যাফ ডু'প্লেসি। সেই কারণে তিনি এখন বাংলাদেশেই রয়েছেন। আর সেখানে তিনি জমিয়ে খাচ্ছেন কাচ্চি বিরিয়ানি। বাংলাদেশের এই স্পেশ্যাল কাচ্চি বিরিয়ানির স্বাদে মজেছেন ডু'প্লেসি।
দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার পৃথিবীর নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলে বেড়ান। তবে এই প্রথম বার বিপিএলে খেলছেন ডু'প্লেসি। এ বার ড্রাফটের বাইরে তিন বিদেশি খেলোয়াড়ের মধ্যে একজন হিসেবে তাঁকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯ টেস্ট, ১৪৩ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলা ডু'প্লেসি শুক্রবার বলেন, 'আমি শুধু কিছু স্থানীয় খাবার খেয়েছি। বিরিয়ানিও খেয়েছি, ভালো লেগেছে। এ ছাড়া অন্যদের লঙ্কা, নুন ও পেয়ারা দিয়ে তৈরি একটা কিছু খেতে দেখেছিলাম। সেটাও খেয়েছি। ভালো লেগেছে।'
আগে বিপিএল খেলতে না আসার প্রসঙ্গে ডু'প্লেসি বলেন, ‘আমি গত কয়েক বছর ধরে এখানে আসার চেষ্টা করেছি। শেষ বার যখন আমি চেষ্টা করেছিলাম, তখন দক্ষিণ আফ্রিকার হয়ে একটি সিরিজ খেলতে হয়েছিল এবং দুর্ভাগ্যবশত আমি ছাড়পত্র পাইনি। তার পর গত দুই বছর ছিল করোনাভাইরাসের প্রাদুর্ভাব। তাই এ বার এখানে এসে খুব খুশি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।