শুভব্রত মুখার্জি: ২০২২ সালের শুরুটা সানিয়া মির্জার জন্য ভালই হয়েছিল তবে অস্ট্রেলিয়ান ওপেন এবং তার পরবর্তী সময়টা যেন একেবারেই ভাল যাচ্ছে না সানিয়া মির্জার। দুবাই ডিউটি ফ্রি ওপেনের সেমিফাইনালে পৌঁছলেও সেখানে সানিয়া মির্জা এবং হার্ডেকা জুটিকে হারের সম্মুখীন হতে হল। ইউক্রেনের লুডমিলা কিচেনক এবং লাটভিয়ার জেলেনা অস্টাপেঙ্কো জুটির কাছে হারের মুখ দেখতে হল তাদের।
প্রথম সেটে আধিপত্য নিয়ে জিতেও ম্যাচে জয়ের মুখ দেখতে পেলেন না সানিয়া মির্জারা। খেলার ফল সানিয়াদের বিপক্ষে ৬-২,২-৬,৭-১০। উল্লেখ্য টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ঢুকেছিলেন ইন্দো-চেক জুটি। প্রথম সেটে তিনটি ব্রেক পয়েন্টের মধ্যে দুটিকেই কাজে লাগিয়ে অনায়াসে ম্যাচে এগিয়ে যায় মির্জারা। ১-০ সেটে এগিয়ে গিয়েও অবশ্য মোমেন্টাম ধরে রাখতে সক্ষম হয়নি সানিয়ারা।
প্রসঙ্গত ৩৫ বছর বয়সি সানিয়া মির্জা এবার শিরোপা জিতলে এটি তার দ্বিতীয় দুবাই ওপেন জয় হত। উল্লেখ্য ২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বেথানি ম্যাটেক স্যান্ডকে সঙ্গী করে শিরোপা জিতেছিলেন সানিয়া। ২০২২ সাল তার ক্যারিয়ারের শেষ বছর হতে চলেছে আগেই জানিয়েছিলেন সানিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে সেমিফাইনালে পৌঁছনোর পরে তাকে ঘিরে তার সমর্থকরা আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। যদি ও আপাতত তাদের অপেক্ষা দীর্ঘায়িত হল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।