চেতন সাকারিয়ার পরিবর্তে দলীপ ট্রফির জন্য পশ্চিম অঞ্চলের দলে জায়গা পেলেন চেন্নাই সুপার কিংসের পেসার তুষার দেশপান্ডে। ৫ জুলাই বেঙ্গালুরুর আলুর ক্রিকেট স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে ওয়েস্ট জোন। চোটের কারণে বাদ পড়েছেন বাঁহাতি ফাস্ট বোলার চেতন সাকারিয়া। মুম্বইয়ের পেসার তুষার দেশপান্ডে IPL 2023-এ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন।
তুষার দেশপান্ডে ২১টি উইকেট নিয়ে ফ্র্যাঞ্চাইজিকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন। ডানহাতি ফাস্ট বোলারও আইপিএলে ব্যবহৃত প্রথম ইমপ্যাক্ট সাব ছিলেন। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের জন্য ধারাবাহিক পারফর্ম করেছিলেন তুষার দেশপান্ডে। গুজরাট টাইটানসের (জিটি) বিরুদ্ধে প্রথম ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি। তিনি একটি নো-বল এবং একটি ওয়াইড করেন এবং তাঁর প্রথম দুই ওভারে ২৯ রান দিয়েছিলেন।
যাইহোক, টুর্নামেন্ট যত এগিয়েছে, তিনি নিজেকে সম্পূর্ণভাবে ভিন্ন বোলার হিসাবে তুলে ধরেছেন। তিনি তাঁর সাফল্যের কৃতিত্ব দিয়েছেন CSK অধিনায়ক এমএস ধোনিকে। আইপিএল চলাকালীন ধোনি নাকি তাঁকে বলেছিলেন চিন্তা করবেন না। বেশি ভাববেন না এবং নিজের খেলায় ফোকাস করুন। একবার ধোনি বলেছিলেন যে নতুন ইম্প্যাক্ট খেলোয়াড়ের নিয়মের কারণে ২০০+ স্কোর করাটা খুবই স্বাভাবিক। তুষার দেশপান্ডের মতে খেলোয়াড়দের মধ্যে নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তোলেন ধোনি। প্রতিটি তরুণ খেলোয়াড় যেটা চান বা দলের ও ক্যাপ্টেনের থেকে যেটা আশা করেন সেটা দিতেন ধোনি।
তুষার দেশপান্ডে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘একবার যখন আমি ভালো বল করতে পারিনি, তখন ধোনি বলেছিলেন চিন্তা করবেন না। বেশি ভাববেন না এবং নিজের খেলায় ফোকাস করুন। একবার একটি উপস্থাপনার সময় মাহি ভাই বলেছিলেন যে নতুন ইম্প্যাক্ট খেলোয়াড়ের নিয়মের কারণে ২০০+ স্কোর হওয়াটা খুবই স্বাভাবিক। তিনি খেলোয়াড়দের মধ্যে নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তোলেন, প্রতিটি তরুণ খেলোয়াড় তো এটাই আশা করেন।’
২৮ বছর বয়সি তুষার দেশপান্ডে ২৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৮০টি উইকেট নিয়েছেন। ধোনি সম্পর্কে কথা বলতে গিয়ে তুষার দেশপান্ডে বলেছেন, ‘তাঁর (এমএস ধোনি) পরিকল্পনা খুব স্পষ্ট যে তাঁকে এটি করতে হবে এবং তারপর তিনি সেটিকে কার্যকর করেন। সেটা করার জন্য মাহি ভাই আমাদের স্বাধীনতা দেন এবং প্রয়োজনে আমাদের পরামর্শও দেন। তিনি আমাকে বলেছিলেন যে শীর্ষ স্তরে খেলার জন্য আমার মধ্যে সবকিছু রয়েছে, শুধু আমাকে শান্ত থাকতে বলেছিলেন। তিনি আমায় গভীর শ্বাস নিতে বলেন এবং মনকে শান্ত রাখতে বলেন। তাঁর মতে এটাই নাকি সাফল্যের মূল চাবিকাঠি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।