বাংলা নিউজ > ময়দান > Duleep Trophy Final: অবাধ্য যশস্বী জয়সওয়ালকে মাঠ থেকে বের করে দিলেন ক্যাপ্টেন রাহানে- ভিডিয়ো

Duleep Trophy Final: অবাধ্য যশস্বী জয়সওয়ালকে মাঠ থেকে বের করে দিলেন ক্যাপ্টেন রাহানে- ভিডিয়ো

যশস্বী জয়সওয়ালকে মাঠ থেকে বের করে দিলেন অজিঙ্কা রাহানে।

যশস্বী জয়সওয়াল বারবার মাঠে শৃঙ্খলাভঙ্গ করায় আম্পায়ররা রীতিমতো বিরক্ত হন এবং রাহানেকে ডাকেন। এর পরে রাহানে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা জয়সওয়ালকে মাঠ ছেড়ে বের হয়ে যেতে বলেন। বদলি ফিল্ডার হিসেবে আনা হয়েছিল সত্যজিৎ বাচ্চাকে।

পশ্চিমাঞ্চলের খেলোয়াড় যশস্বী জয়সওয়ালকে দলীপ ট্রফির ফাইনালের পঞ্চম দিনেই কড়া শাস্তি পেতে হল। শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাঁকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

দক্ষিণ জোনের ব্যাটার রবি তেজার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর যশস্বী জয়সওয়ালকে প্রথমে আম্পায়ার সতর্ক করেন। পশ্চিমাঞ্চলের অধিনায়ক অজিঙ্কা রাহানেকেও বিষয়টি সামলাতে এগিয়ে আসতে হয়। এবং যশস্বী জয়সওয়ালকে তিনি শান্ত হতে এবং তার শৃঙ্খলা বজায় রাখতে বলেছিলেন।

আরও পড়ুন: দলীপ ফাইনালে ২০০ করে ৬০ বছর আগের রেকর্ড ভাঙলেন যশস্বী, বড় রান নাইট অধিনায়কেরও

রাহানে এমন কী রবি তেজার সঙ্গে কথা বলে বিষয়টি সামলানোর চেষ্টা করেছিলেন। এবং সাময়িক ভাবে মনে হয়েছিল, বিষয়টির সমাধান হয়ে গিয়েছে।

যাইহোক ৫৭তম ওভারে ফের যশস্বী জয়সওয়ালের অপরাধের পুনরাবৃত্তি করতে দেখা যায়। এবং আম্পায়ররা রীতিমতো বিরক্ত হন এবং রাহানেকে ডাকেন। এর পরে রাহানে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা জয়সওয়ালকে মাঠ ছেড়ে বের হয়ে যেতে বলেন। বদলি ফিল্ডার হিসেবে আনা হয়েছিল সত্যজিৎ বাচ্চাকে।

ম্যাচের পরে রাহানে বলেছিলেন, ‘যাই হোক না কেন আপনাকে প্রতিপক্ষ প্লেয়ার, আম্পায়ার এবং ম্যাচের কর্মকর্তাদের সম্মান করতে হবে। এ ভাবেই ক্রিকেট খেলতে হয়। কিছু পরিস্থিতিতে একটি নির্দিষ্ট ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন। সেই পরিস্থিতিকে সেই পদ্ধতিতে মোকাবেলা করতে হয়েছিল, আমি মনে করি এটি সঠিক কল ছিল।’ জয়সওয়ালকে অবশ্য ৬৫তম ওভারে মাঠে ফিরিয়ে আনা হয়েছিল। প্রায় ৮ ওভারের পর।

আরও পড়ুন: দলীপের ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি KKR তারকার, জাতীয় দলে খেলা সময়ের অপেক্ষা

ঘটনাটি সম্পর্কে পোস্ট ম্যাচ উপস্থাপনায় কথা বলতে গিয়ে যশস্বী জয়সওয়াল বলেছেন, ‘আজ্জু ভাই যাই বলুক না কেন, আমি তা গুরুত্ব সহকারে সেটা মেনে নিই এবং সেটি অনুসরণ করার চেষ্টা করি।’ ম্যাচের আগে, জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে ২৬৫ রান করেছিলেন এবং যৌথ ভাবে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ভারতীয় হিসেবে দ্রুততম হাজার রান পূরণ করেন।

বন্ধ করুন