Durand Cup Final Live Updates-ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড দল। গোলের তলায় দুরন্ত পারফরমেন্স নর্থইস্ট গোলরক্ষক গুরমিতের। এগিয়ে গিয়েও যুবভারতীতে হতাশাজনক হার বাগানের।
ফুলটাইম- নর্থইস্ট ইউনাইটেড ২(৪)- মোহনবাগান সুপার জায়ান্টস ২(৩)
নর্থইস্ট ইউনাইটেড টাইব্রেকারে মোহনবাগান সুপার জায়ান্টসকে হারিয়ে নিজেদের ক্লাবের প্রথম ট্রফি জিতল, গোলের তলায় দুরন্ত পারফরমেন্স গুরমিতের…লাইভ সম্প্রচার এখানেই শেষ…
ডুরান্ড কাপের ফাইনাল টাইব্রেকার- মোহনবাগান ৩, নর্থইস্ট ৪
পঞ্চম শটে এসে টাইব্রেকারে গোল করতে পারলেন না শুভাশিস বোস, হেরে গেল মোহনবাগান। চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড
ডুরান্ড কাপের ফাইনাল টাইব্রেকার- মোহনবাগান ৩, নর্থইস্ট ৪
নর্থইস্টের আজারাই গোল করলেন টাইব্রেকারে, অ্যাডভান্টেজ হাইল্যান্ডারদের…
ডুরান্ড কাপের ফাইনাল টাইব্রেকার- মোহনবাগান ৩, নর্থইস্ট ৩
মোহনবাগানের হয়ে গোল করলেন পেত্রাতোস, এখন বিশালের দিকে সব মোহনবাগান সমর্থকদের নজর
ডুরান্ড কাপের ফাইনাল টাইব্রেকার- মোহনবাগান ২, নর্থইস্ট ৩
নর্থইস্টের হয়ে তৃতীয় শটে গোল করলেন পার্থীভ গগৌ
ডুরান্ড কাপের ফাইনাল টাইব্রেকার- মোহনবাগান ২, নর্থইস্ট ২
মোহনবাগানের লিস্টন কোলাসোর শট সেভ, গোল পেল না বাগান
ডুরান্ড কাপের ফাইনাল টাইব্রেকার- মোহনবাগান ২, নর্থইস্ট ২
নর্থইস্টের হয়ে দ্বিতীয় শটে গোল করলেন জাবাকো, বিশাল কাইথকে অন্যদিকে পাঠিয়ে গোল জাবাকোর
ডুরান্ড কাপের ফাইনাল টাইব্রেকার- মোহনবাগান ২, নর্থইস্ট ১
মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোল করলেন পেনাল্টি শ্যুটআউটে মনবীর সিং, গোলরক্ষককে অন্যদিকে পাঠিয়ে বল জালে জড়ালেন
ডুরান্ড কাপের ফাইনাল টাইব্রেকার- মোহনবাগান ১, নর্থইস্ট ১
নর্থইস্ট ইউনাইটেডের হয়ে প্রথম পেনাল্টি শ্যুটআউটে গোল করলেন গুলেরমো
ডুরান্ড কাপের ফাইনাল টাইব্রেকার- মোহনবাগান ১, নর্থইস্ট ০
প্রথম পেনাল্টি শ্যুটআউটে গোল জ্যাসন কামিন্সের
পেনাল্টি শ্যুটআউট
প্রথম পেনাল্টি শ্যুটআউটে জ্যাসন কামিন্স মিস করলেও সেই শট বৈধ ধরা হয়নি, আবার সুযোগ পেলেন কামিন্স
ডুরান্ড কাপ ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ অমিমাংসিত
স্কোরলাইন মোহনবাগান ২, নর্থইস্ট ইউনাইটেড ২, ম্যাচ গড়াল টাইব্রেকারে…
ডুরান্ড কাপ ফাইনাল ৯০ মিনিট শেষ, স্কোরলাইন মোহনবাগান ২, নর্থইস্ট ইউনাইটেড ২
অতিরিক্ত চার মিনিট সময় দেওয়া হল, গোলের তলায় ভুল করে ফেলেছিলেন বিশাল কাইথ
ডুরান্ড কাপ ফাইনাল ৮৫ মিনিট- ফ্রি কি নর্থইস্ট ইউনাইটেডের
নেস্টরের ফ্রি কিক সরাসরি বিশাল কাইথের হাতে। দ্বিতীয়ার্ধে এলোমেলো ফুটবল মোহনবাগানের, স্কোরলাইন মোহনবাগান ২, নর্থইস্ট ইউনাইটেড ২
ডুরান্ড কাপ ফাইনাল ৮২ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ২, নর্থইস্ট ইউনাইটেড ২
ভুল করে ফেলেছিলেন বিশাল কাইথ, সুযোগ চলে এসেছিল নেস্টরের কাছে। সুযোগ কাজে লাগাতে পারলেন না নেস্টর
ডুরান্ড কাপ ফাইনাল ৭৯ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ২, নর্থইস্ট ইউনাইটেড ২
মোহনবাগানের আক্রমণ, কিন্তু কামিন্সের বাড়ানো বল বক্সের ভিতর কন্ট্রোলে রাখতে পারলেন না লিস্টন কোলাসো
ডুরান্ড কাপ ফাইনাল ৭৬ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ২, নর্থইস্ট ইউনাইটেড ২
জাবাকোর হেডার বাইরে, মোহনবাগান রক্ষণে বিপদ
ডুরান্ড কাপ ফাইনাল ৭৫ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ২, নর্থইস্ট ইউনাইটেড ২
গুলেরমোর শট ধরে নিলেন বিশাল কাইথ… আপাতত ওয়াটার ব্রেক
ডুরান্ড কাপ ফাইনাল ৭১ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ২, নর্থইস্ট ইউনাইটেড ২
একক দক্ষতায় বক্সে ঢুকে শটের চেষ্টার পেত্রাতোসের, সেভ গোলরক্ষকের। কামিন্সের শটও আটকে গেল ডিফেন্ডারদের গায়ে লেগে…
ডুরান্ড কাপ ফাইনাল ৬৮ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ২, নর্থইস্ট ইউনাইটেড ২
মোহনবাগান রক্ষণে একের পর এক আক্রমণ নর্থইস্টের। জীতীনের দুরন্ত শট সেভ করলেন বিশাল কাইথ
ডুরান্ড কাপ ফাইনাল ৬১ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ২, নর্থইস্ট ইউনাইটেড ২
মোহনবাগান দলের পরিবর্তন, কোচ তুলে নিলেন গ্রেগ স্টুয়ার্টকে, মাঠে এলেন অভিষেক সূর্যবংশী। দুরন্ত সেভ বিশাল কাইথের
ডুরান্ড কাপ ফাইনাল ৫৮ মিনিট- ফের গোল নর্থইস্ট ইউনাইটেডের, স্কোরলাইন ২-২
আবারও গোল করল নর্থইস্ট ইউনাইটেড। মোহনবাগান ডিফেন্সের ভুল। গোল করে নর্থইস্টকে সমতায় ফেরালেন গুলেরমো। স্কোরলাইন- মোহনবাগান সুপার জায়ান্টস ২, নর্থইস্ট ইউনাইটেড ২
ডুরান্ড কাপ ফাইনাল ৫৫ মিনিট- গোল করল নর্থইস্ট ইউনাইটেড…
একটি গোলের ব্যবধান কমালেন নর্থইস্টের বিদেশি ফুটবলার আজারাইস
ডুরান্ড কাপ ফাইনাল ৫০ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ২, নর্থইস্ট ইউনাইটেড ০
দিমিত্রি পেত্রাতোসের দুরন্ত শট নর্থইস্টের গোল লক্ষ্য করে। তবে বল আগেই থ্রো হয়ে গেছে…
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
মোহনবাগান দলে পরিবর্তন… মাঠের বাইরে সাহাল আবদুল সামাদ, এলেন দিমিত্রি পেত্রাতোস
ডুরান্ড কাপের ফাইনালে প্রথমার্ধের শেষ
ডুরান্ড কাপের ফাইনালে প্রথমার্ধের শেষে ২-০ গোলে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস
ডুরান্ড কাপ ফাইনাল ৪৫ মিনিট-গোল করল মোহনবাগান
দ্বিতীয় গোলের দেখা পেল মোহনবাগান সুপার জায়ান্টস! লিস্টন কোলাসোর দুরন্ত পাস থেকে গোল করলেন সাহাল আবদুল সামাদ।
ডুরান্ড কাপ ফাইনাল ৪৫ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ১, নর্থইস্ট ইউনাইটেড ০
৫ মিনিট সংযুক্তি সময় প্রথমার্ধে…
ডুরান্ড কাপ ফাইনাল ৪২ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ১, নর্থইস্ট ইউনাইটেড ০
মোহনবাগানের রক্ষণে চাপ বাড়ল। কর্নার পেল নর্থইস্ট, বল বিশাল কাইথের দখলে…
ডুরান্ড কাপ ফাইনাল ৪০ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ১, নর্থইস্ট ইউনাইটেড ০
গোলের সামনে ভালো সুযোগ তৈরি করলেন কামিন্স, কিন্তু বল ধরতে পারলেন না মনবীর সিং। ফের আক্রমণের সুযোগ পেলেন মনবীর, কিন্তু তাঁর শট সেভ করে দিলেন নর্থইস্টের গোলরক্ষক
ডুরান্ড কাপ ফাইনাল ৩৭ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ১, নর্থইস্ট ইউনাইটেড ০
মোহনবাগান দলের পরিবর্তন… মাঠ ছাড়লেন আলবার্তো রদ্রিগেজ, মাঠে এলেন আশিস রাই… ডানপ্রান্তে আক্রমণ বাড়াতে স্ট্র্যাটেজি নিলেন মোলিনা
ডুরান্ড কাপ ফাইনাল ৩৫ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ১, নর্থইস্ট ইউনাইটেড ০
নর্থইস্টের রক্ষণে চাপ রেখেছে মোহনবাগান, টানা আক্রমণ করছে কামিনস, স্টুয়ার্টরা
ডুরান্ড কাপ ফাইনাল ২৯ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ১, নর্থইস্ট ইউনাইটেড ০
বক্সের ভিতর এক ফুটবলারকে কাটিয়ে নিয়ে গোল লক্ষ্য করে শট মনবীর সিংয়ের, বল নর্থইস্ট গোলরক্ষকের দখলে…
ডুরান্ড কাপ ফাইনাল ২৬ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ১, নর্থইস্ট ইউনাইটেড ০
মোহনবাগানের গোলের সামনে বিপদ…জীতীন অসাধারণ পাস বাড়ালেও নর্থইস্টের ফুটবলার অফসাইডের আওতায়…
ডুরান্ড কাপ ফাইনাল ২৪ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ১, নর্থইস্ট ইউনাইটেড ০
অফসাইড সাহাল। কামিন্সের ডিফ্লেকট হওয়া শটে ব্যাক ভলির চেষ্টা সাহালের…
ডুরান্ড কাপ ফাইনাল ২২ মিনিট- নর্থইস্টের সুযোগ, সেভ বিশালের
বক্সের ভিতর বল পেয়ে গেলেন জীতীন, হেডারে গোলের চেষ্টা। দুরন্ত সেভ বিশাল কাইথের…
ডুরান্ড কাপ ফাইনাল ১৯ মিনিট- মিস….
অল্পের জন্য সুযোগ হাতছাড়া মোহনবাগানের। বক্সের ভিতর দুজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলের সামনে পৌঁছে গেলেও, বল গোলে রাখতে পারলেন না গ্রেগ স্টুয়ার্ট। এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া বাগানের
ডুরান্ড কাপ ফাইনাল ১৮ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ১, নর্থইস্ট ইউনাইটেড ০
কামিন্সের সঙ্গে ওয়াল পাস খেলে ঢোকার চেষ্টা মনবীরের, কিন্তু প্রচেষ্টা ব্যর্থ। বল বাইরে
ডুরান্ড কাপ ফাইনাল ১৭ মিনিট- স্কোরলাইন মোহনবাগান ১, নর্থইস্ট ইউনাইটেড ০
মোহনবাগানের গোল লক্ষ্য করে শট জীতীনের, শট লক্ষ্যভ্রষ্ট
ডুরান্ড কাপ ফাইনাল- ১৪ মিনিট
দলের খেলা দেখতে মাঠে হাজির নর্থইস্ট ইউনাইটেডের কর্ণধার জন আব্রাহাম
ডুরান্ড কাপ ফাইনাল- ১২ মিনিট- গোল মোহনবাগানের
পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দিলেন জ্যাসন কামিনস, ১-০ গোলে এগিয়ে গেল সবুজ মেরুন শিবির…গোলরক্ষককে ভুল দিকে ফেলে গোল করলেন কামিনস…
ডুরান্ড কাপ ফাইনাল- ৯ মিনিট - পেনাল্টি মোহনবাগানের
পেনাল্টি পেল মোহনবাগান, সাহাল আবদুল সামাদকে বক্সের ভিতর ফাউল। জামা ধরে টেনে ফেলে দেওয়া হয়, আশির আখতার ফাউল করেন
ডুরান্ড কাপ ফাইনাল- ৫ মিনিট
মোহনবাগানের রক্ষণের আক্রমনের চেষ্টা নর্থইস্টের, ভালো ডিফেন্স আলবার্তো রদ্রিগেজের। নর্থইস্টের গোল লক্ষ্য করে শট লিস্টন কোলসোর…
ডুরান্ড কাপ ফাইনাল- ম্যাচ শুরু…
শুরু ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ…
মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা…
মোহনবাগান সুপার জায়ান্টস এবং নর্থইস্ট ইউনাইটেডের ফুটবলাররা মাঠে নামলেন ফাইনাল ম্যাচে খেলতে…
১৮তম শিরোপা জয়ের সামনে মোহনবাগান সুপার জায়ান্টস
ডুরান্ড কাপে ১৮তম শিরোপা জয়ের লক্ষ্যে সবুজ মেরুন শিবির, আর ১০ মিনিটও বাকি নেই ম্যাচ শুরুর…
নর্থইস্ট ইউনাইটেডের সেমির ফল-
সেমিফাইনালে শিলং লাজংকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে নর্থইস্ট ইউনাইটেড
মোহনবাগানের সেমির ফল-
বেঙ্গালুরু এফসির সঙ্গে নির্ধারিত সময় খেলার ফল ৩-৩ থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে ফাইনালে ওঠে সবুজ মেরুন শিবির
ডুরান্ড ফাইনালের প্রথম একাদশ ও রিজার্ভ বেঞ্চ-
বাগানের প্রথম একাদশে নেই পেত্রাতোস
মোহনবাগানের প্রথম একাদশ- রিজার্ভ বেঞ্চে পেত্রাতোস
মোগনবাগান সুপার জায়ান্টস দলের প্রথম একাদশ- অধিনায়ক শুভাশিস বোস, বিশাল কাইথ, টম আলদ্রেড, অনিরুদ্ধ থাপা, গ্রেগ স্টুয়ার্ট, মনবীর সিং, লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ, আলবার্তো রদ্রিগেজ, জ্যাসন কামিন্স, আপুইয়া
ডুরান্ড কাপ ফাইনাল- মোহনবাগান সুপার জায়ান্টস বনাম নর্থইস্ট ইউনাইটেড
গতবারও ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস। ব্যাক টু ব্যাক ফাইনাল খেলছে তাঁরা। গতবার ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়েছিল মোহনবাগান। গোল করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। যুবভারতী ক্রীড়াঙ্গনে মরশুমের প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে সবুজ মেরুন শিবির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।