বাংলা নিউজ > ময়দান > SA20 League Highlights: ৪০ বলে ৮২ নট-আউট, ম্যাচের মোড় ঘোরানো উইকেট - সুপার কিংসকে জেতালেন RR-র খেলোয়াড়
ডোনাভোন ফেরেইরা। (ছবি সৌজন্যে ক্রিকেট সাউথ আফ্রিকা)

SA20 League Highlights: ৪০ বলে ৮২ নট-আউট, ম্যাচের মোড় ঘোরানো উইকেট - সুপার কিংসকে জেতালেন RR-র খেলোয়াড়

Durban Super Giants vs Joburg Super Kings Highlights: ডারবান সুপার জায়েন্টস বনাম জোবার্গ সুপার কিংস ম্যাচের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।

Durban Super Giants vs Joburg Super Kings Highlights: জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের অভিযান শুরু করল জোবার্গ সুপার কিংস। ডারবান সুপার জায়ান্টসকে ১৬ রানে হারালেন ফ্যাফ ডু'প্লেসিসরা। অথচ একটা সময় ছ'ওভারে সুপার কিংসের স্কোর ছিল চার উইকেটে ২৭ রান। সেখান থেকে ডোনাভোন ফেরেইরা খেলার মোড় ঘুরিয়ে দেন। ১৯১ রানে লক্ষ্যমাত্রা দেয়। বল হাতেও সুপার কিংসকে ম্যাচে ফেরান ডোনাভোন ফেরেইরা। কুইন্টন ডি'কককে যে আউট করেন, সেটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। সেই ডারবান সুপার জায়েন্টস বনাম জোবার্গ সুপার কিংস ম্যাচের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।

12 Jan 2023, 12:51:44 AM IST

ডোনাভোন ফেরেইরা

৪০ বলে অপরাজিত ৮২ রান করেন ডোনাভোন ফেরেইরা। বল হাতে চার ওভারে ২৮ রান দিয়ে এক উইকেট নেন। যিনি আইপিএলে রাজস্থান রয়্যালসে খেলবেন।

12 Jan 2023, 12:37:41 AM IST

সুপার কিংসকে হারাতে পারলেন CSK-র তারকা, জয় দিয়ে শুরু ফ্যাফদের

জোবার্গ সুপার কিংসের মুখের গ্রাস কাড়তে পারলেন না চেন্নাই সুপার কিংসের ডোয়েন প্রিটোরিয়াস। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের প্রথম ম্যাচে ডারবান সুপার জায়েন্টসকে ১৬ রানে হারিয়ে দিল জোবার্গ সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৭৪ রানের বেশি তুলতে পারল না ডারবান।

12 Jan 2023, 12:29:03 AM IST

সুপার কিংসের মুখের গ্রাস কেড়ে নেবেন CSK-র তারকা?

জোবার্গ সুপার কিংসের মুখের গ্রাস কেড়ে নেবেন চেন্নাই সুপার কিংসের ডোয়েন প্রিটোরিয়াস? ১৯ তম ওভারে জোড়া ছক্কা মারেন। ১৯ ওভার শেষে ডারবানের স্কোর চার উইকেটে ১৭০ রান। প্রিটোরিয়াস চার বলে ১৩ রানে খেলছেন। জেসন হোল্ডার ব্যাটে-বলে করতে পারছেন না। যিনি শেষ ওভারের প্রথম বলে স্টাইকে থাকবেন। এক ওভারে ডারবানের চাই ২১ রান।

12 Jan 2023, 12:20:26 AM IST

১২ বলে ৩৮ রান চাই জায়ান্টসের, বাজিমাত করতে পারবে কিংস?

তৃতীয় উইকেট পড়ল ডারবানের। ১৮ ওভারে স্কোর তিন উইকেটে ১৫৩ রান। আউট হলেন হেনরিখ ক্লাসেন (২১ বলে ২০ রান)। ১২ বলে ৩৮ রান চাই ডারবানের। বাজিমাত করতে পারবে জোবার্গ সুপার কিংস?

12 Jan 2023, 12:16:13 AM IST

১৮ বলে ৪৬ রান চাই ডারবানের

১৭ ওভারে ডারবানের স্কোর দুই উইকেটে ১৪৫ রান। ১৮ বলে ৪৬ রান চাই।

12 Jan 2023, 12:05:54 AM IST

জয়ের জন্য ৫ ওভারে চাই ৬০ রান

জয়ের জন্য শেষ পাঁচ ওভারে ৬০ রান চাই ডারবানের। ১৫ তম ওভারে ডারবান পাঁচ রান করতে পেরেছে। 

12 Jan 2023, 12:04:28 AM IST

৫২ বলে ৭৮ রান করে আউট ডি'কক, কিংসের তারকা সেই ফেরেইরা

৫২ বলে ৭৮ রান করে আউট কুইন্টন ডি'কক। কিংসের তারকা সেই ডোনাভোন ফেরেইরা। ব্যাট হাতে কামালের পর নিজের স্পেলের শেষ বলে উইকেট পেলেন। চার ওভারে ২৮ রান দিয়ে এক উইকেট নিয়েছেন।

12 Jan 2023, 12:01:55 AM IST

আউট ডি'কক

১৪ ওভারে ডারবানের স্কোর দুই উইকেটে ১২৬ রান। ছক্কা মেরে ৫০ পূরণ করার পর ফের ছন্দে ফিরেছিলেন কুইন্টন ডি'কক। কিন্তু ১৪ তম ওভারের শেষ বলে আউট হলেন। ৫২ বলে ৭৮ রান করেন ডি'কক। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হবে না তো? আপাতত আছেন হেনরিখ ক্লাসেন। ৩৬ বলে ৬৫ রান চাই ডারবানের।

11 Jan 2023, 11:50:46 PM IST

অবশেষে উইকেট পড়ল ডারবানের, দুর্দান্ত স্টাম্পিং প্রোটিয়ার

প্রথম উইকেট পড়ল ডারবান সুপার জায়ান্টসের। অ্যারন ফাঙ্গিসোর বলে বড় শট মারার চেষ্টা কাইল মায়ার্সের। ব্যাটে-বলে সংযোগ হয়নি। উইকেটের পিছনে বল ধরেন জোবার্গ সুপার কিংসের কাইল ভেরেইনে। দুর্দান্তভাবে স্টাম্পিং করেন। আউট! ২৯ বলে ৩৯ রান করেন মায়ার্স। ১১ ওভারে ডারবানের স্কোর এক উইকেটে ৯৮ রান।

11 Jan 2023, 11:48:06 PM IST

রেজা, ফেরেইরার স্পিনে গতি কমল জায়ান্টসের, ৫০ রান ডি'ককের

ছক্কা মেরে অর্ধশতরান পূরণ করলেন কুইন্টন ডি'কক। ৩৬ বলে অর্ধশতরান পূরণ করেন। ১০.১ ওভারে ডারবানের স্কোর ৯৫ রান। তবে পাওয়ার প্লে'তে যেমন শুরু করেছিল, সেই ছন্দ ধরে রাখতে পারেনি ডারবান। রেজা হেনড্রিক্স এবং ডোনাভোন ফেরেইরার স্পিন বোলিংয়ে কমেছে রানের গতি।

11 Jan 2023, 11:44:44 PM IST

১০ ওভারে ১০২ চাই ডারবানের

১০ ওভারে বিনা উইকেটে ৮৯ রান ডারবানের। ৬০ বলে ১০২ রান চাই ডারবানের। রিকোয়ার্ড রানরেট ১০.২।

11 Jan 2023, 11:42:57 PM IST

দারুণ বোলিং রেজা হেনড্রিক্সের

দারুণ বোলিং রেজা হেনড্রিক্সের। প্রথম ৯ ওভারে যেখানে ৮২ রান তুলেছে ডারবান, সেখানে চার ওভারে ১৪ রান দিয়েছেন জোবার্গ সুপার কিংসের খেলোয়াড়। 

11 Jan 2023, 11:42:07 PM IST

৯ ওভারে ডারবানের স্কোর ৮২/০

ন'ওভারে ডারবানের স্কোর বিনা উইকেটে ৮২ রান। কুইন্টন ডি'কক (৩০ বলে ৪২ রান) এবং কাইল মায়ার্স (২৬ বলে ৩৭ রান) খেলছেন।

11 Jan 2023, 11:37:36 PM IST

বিতর্কিত DRS সিদ্ধান্ত

বিতর্কিত ডিআরএস। ৭.৪ ওভারে কাইল মায়ার্সকে এলবিডব্লুউ আউট দেন অনফিল্ড আম্পায়ার। ডিআরএস নেন ডারবানের ব্যাটার। ডিআরএসের আল্ট্রা-এজে প্রাথমিকভাবে কিছু ধরা পড়েনি। কিন্তু ব্যাটের পিছনের কাছে যখন বল ছিল, তখন আল্ট্রা-এজে সামান্য নড়ে ওঠে গ্রাফ। কিছুক্ষণ দেখার পর ‘স্পাইক’ থাকায় নট-আউট জানান তৃতীয় আম্পায়ার। তাৎপর্যপূর্ভাবে প্রাথমিক রিপ্লে দেখে ড্রেসিংরুমের পথে হাঁটা দেন মায়ার্স।

11 Jan 2023, 11:27:02 PM IST

৬ ওভারে ৬৫/০, বিধ্বংসী শুরু জায়ান্টসের, চাপে সুপার কিংস

দুর্দান্ত পাওয়ার প্লে ডারবানের। তাও পঞ্চম ওভারে মাত্র তিন রান হয়েছিল। ছয় ওভার শেষে ডারবানের স্কোর বিনা উইকেটে ৬৫ রান। কুইন্টন ডি'কক অপরাজিত ৩৫ রানে (২০ বল)। কাইস মায়ার্স অপরাজিত আছেন ২৭ রানে (১৮ বল)। চাপে পড়ে গিয়েছে জোবার্গ সুপার কিংস।

11 Jan 2023, 11:18:36 PM IST

ডিআরএসে রক্ষা ডি'ককের

আউট কুইন্টন ডি'কক। একেবারে সোজাসুজি ডিআরএস নিলেন ডারবানের অধিনায়ক। বল কি ব্যাটে লেগেছে? দেখে তো মনে হচ্ছে না। পারফেক্ট রিভিউ কুইন্টনের। লেগস্টাম্পের বাইরে গেল বল। আউটের সিদ্ধান্ত প্রত্যাহার অনফিল্ড আম্পায়ারের। নট-আউট কুইন্টন। কোন অস্ত্র প্রয়োগ করবেন অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি?

11 Jan 2023, 11:12:09 PM IST

আক্রমণাত্মক শুরু জায়ান্টসের, উইকেট চাই সুপার কিংসের

চার ওভারে ডারবানের স্কোর বিনা উইকেটে ৪০ রান। কুইন্টন ডি'কক অপরাজিত ২৫ রানে (১২ বল)। কাইল মায়ার্স খেলছেন ১৩ রানে (১৩ বল)। এই পরিস্থিতিতে উইকেট চাই জোবার্গ সুপার কিংসের। তবে এতটাই রান যে ভালো শুরু করলেও রিকোয়ার্ড রানরেটের থেকে সামান্যই বেশি এগিয়ে আছে ডারবান।

11 Jan 2023, 11:00:16 PM IST

বেঁচে গেল ডারবান

পেস, বাউন্স - আলজেরি জোসেফের বলে আউট কাইল মায়ার্স। ও না!! হায়! নো বল। প্রায় অর্ধেক মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন মায়ার্স। ফিরে এলেন। ১.১ ওভারে ডারবানের স্কোর বিনা উইকেটে ১৪ রান। ফ্রি-হিট বল।

11 Jan 2023, 10:57:05 PM IST

প্রথম ওভারে উঠল ১২ রান

প্রথম ওভারে উঠল ১২ রান। ডারবানের স্কোর বিনা উইকেটে ১২ রান। পাঁচ বলে ১১ রান করেছেন কাইল মায়ার্স। কুইন্টন ডি'কক এক বলে এক রানে অপরাজিত।

11 Jan 2023, 10:53:30 PM IST

রান তাড়া করতে পারবে ডারবান

মাঠে নামলেন ডারবানের কুইন্টন ডি'কক এবং কাইল মায়ার্স। বল হাতে জর্জ গার্টন। রান তাড়া করতে পারবে ডারবান?

11 Jan 2023, 10:46:32 PM IST

শেষ ৫ ওভারে ৭৪ রান কিংসের!

শেষ পাঁচ ওভারে ৭৪ রান তুলেছে জোবার্গ সুপার কিংস। পড়েছে। এক উইকেট।

11 Jan 2023, 10:34:58 PM IST

২৭/৪ থেকে ২০ ওভারে ১৯০/৬, RR-র প্লেয়ার কিংসের হয়ে করলেন কামাল

ছয় ওভারে ২৭ রানে চার উইকেট থেকে ২০ ওভারে ছয় উইকটে ১৯০ রান জোবার্গ সুপার কিংস। জোবার্গের সেই প্রত্যাবর্তনের মূল কারিগর হলেন ডোনাভোন ফেরেইরা। যিনি ৪০ বলে ৮২ রানে অপরাজিত থাকলেন। ভালো খেলেছেন রোমারিও শেফার্ড। ২০ বলে ৪০ রান করেছেন।

11 Jan 2023, 10:29:16 PM IST

১৯ তম ওভারে উঠল ১৭ রান

১৯ তম ওভারে উঠল ১৭ রান। ১৯ ওভারে জোবার্গ সুপার কিংসের স্কোর পাঁচ উইকেটে ১৭৮ রান। ডোনাভোন ফেরেইরা ৩৯ বলে ৮১ রানে অপরাজিত। রোমারিও শেফার্ড খেলছেন ৩৩ রানে (১৬ বল)।

11 Jan 2023, 10:27:27 PM IST

IPL-এ কোন দলে খেলবেন ডোনাভোন?

এবারের আইপিএলে ডোনাভোন ফেরেইরাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ৫০ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকানকে নিয়েছেন সঞ্জু স্যামসনরা। আজ জোবার্গ সুপার কিংসের ম্যাচ দেখে খুশি হবে রাজস্থান।

11 Jan 2023, 10:24:48 PM IST

ডোনাভোনের বিধ্বংসী ইনিংসে দুর্দান্ত কামব্যাক সুপার কিংসের

১৮ ওভারে জোবার্গ সুপার কিংসের স্কোর পাঁচ উইকেটে ১৬০ রান। ৩৬ বলে ৭৫ রানে অপরাজিত আছেন ডোনাভোন ফেরেইরা। সঙ্গে আছেন রোমারিও শেফার্ড (১৩ বলে ২২ রান)।

11 Jan 2023, 10:06:36 PM IST

নয়া তারকা কিংসের, প্রবল চাপ সামলে ২৮ বলে করলেন ৫০!

প্রবল চাপের মধ্যে দুর্দান্ত অর্ধশতরান ডোনাভোন ফেরেইরার। ২৮ বলে ৫০ রান করলেন জোবার্গ সুপার কিংসের ব্যাটার। ১৪.৫ ওভারে জোবার্গের স্কোর যেখানে পাঁচ উইকেটে ১১০ রান, সেখানে ফেরেইরা ২৮ বলে ৫০ রান করেছেন। 

11 Jan 2023, 10:00:27 PM IST

আউট ফ্যাফ ডু'প্লেসি

আউট ফ্যাফ ডু'প্লেসি। ১৪ তম ওভারের শেষ বলে আউট হলেন জোবার্গ সুপার কিংসের অধিনায়ক (৩৩ বলে ৩৯ রান)। ১৪ ওভারে কিংসের স্কোর পাঁচ উইকেটে। তবে কিংসের জন্য ভালো বিষয় যে ডোনাভোন ফেরেইরা আছেন। যিনি ২৪ বলে ৪১ রানে খেলছেন।

11 Jan 2023, 09:56:02 PM IST

'সিংহ' ফেরেইরা, বিধ্বংসী ইনিংসে খেলায় ফেরাচ্ছেন কিংসকে

১৩ ওভারে জোবার্গ সুপার কিংসের স্কোর চার উইকেটে ৮৯ রান। জোবার্গকে খেলায় ফেরালেন ডোনাভোন ফেরেইরা। ২৩ বলে ৪০ রানে অপরাজিত তিনি। ফ্যাফ ডু'প্লেসি ৩৮ বলে ৩০ রানে অপরাজিত।

11 Jan 2023, 09:46:00 PM IST

৪ উইকেট হারিয়ে ধুঁকছে কিংস, ভরসা ফ্যাফ

১০ ওভারে জোবার্গ সুপার কিংসের স্কোর চার উইকেটে ৫৮ রান। দশম ওভারে ১৬ রান হল। একটি চার এবং একটি চার মারেন ডোনাভোন ফেরেইরা। ১১ বলে ১৮ রান। ২২ বলে ২২ রানে খেলছেন ফ্যাফ ডু'প্লেসি।

11 Jan 2023, 09:36:44 PM IST

সুপার কিংসকে উদ্ধার করতে পারবেন ফ্যাফ?

আট ওভারে জোবার্গ সুপার কিংসের স্কোর চার উইকেটে ৩৯ রান। ক্রিজে আছেন ফ্যাফ ডু'প্লেসি (১৬ বলে ১৫ রান) এবং ডোনাভোন ফেরেইরা (পাঁচ বলে ছয় রান)।

11 Jan 2023, 09:28:19 PM IST

৬ ওভারে ২৭ রানে ৪ উইকেট - প্রবল চাপে সুপার কিংস

পাওয়ার প্লে'তে প্রবল চাপে জোবার্গ সুপার কিংস। ঢিমেগতির পিচে হাসফাঁস করছেন ফ্যাফ ডু'প্লেসিরা। ৬ ওভারে জোবার্গের স্কোর চার উইকেট ২৭ রান। ষষ্ঠ ওভারেই জোড়া উইকেট নিলেন প্রেনেলান সুব্রায়েন। নয় বলে নয় রানে অপরাজিত ফ্যাফ ডু'প্লেসি। তৃতীয় বলে আউট করেন কাইল ভেরেইনেকে আউট করেন (নয় বলে ১০ রান)। শেষ বলে আউট করেন লুইস গ্রেগরিকে (তিন বলে দু'রান)।

11 Jan 2023, 09:18:42 PM IST

কিংসের প্রথম চার মারলেন ফ্যাফ

চার ওভারে জোবার্গ সুপার কিংসের স্কোর দু'উইকেট ১৪ রান। দলের প্রথম চার মারলেন ফ্যাফ ডু'প্লেসি।

11 Jan 2023, 09:13:57 PM IST

তৃতীয় ওভারেই ২ উইকেট সুপার কিংসের, ভালো শুরু জায়েন্টসের

বাজেভাবে আউট! দ্বিতীয় উইকেট পড়ল জোবার্গ সুপার কিংসে। ফুলটস বলে আউট হলেন জানেমন মালান। ২.৫ ওভারে জোবার্গের স্কোর দুই উইকেটে আট রান। অফস্টাম্পের বাইরে ফুলটস ছিল। পৃথিবীর যে কোনও প্রান্তে মারতে পারতেন মালান। মারলেন এক্সট্রা কভারে থাকা ফিল্ডারের হাতে। আর মুখ দেখে উঠেছিলেন ডোয়েন প্রিটোরিয়াস?

11 Jan 2023, 09:10:32 PM IST

চাপে সুপার কিংস

ক্রিজে এসেছেন ফ্যাফ ডু'প্লেসি।  দু'ওভারে জোবার্গ সুপার কিংসের স্কোর ছয় রান। পড়েছে এক উইকেট। ভালোভাবে শুরু ডারবান সুপার জায়েন্টস।

11 Jan 2023, 09:07:41 PM IST

দারুণ শুরু জায়েন্টসের, প্রথম উইকেট পড়ল সুপার কিংসের

আউউউউউউট! নিজের বলেই দারুণ ক্যাচ কেশব মহারাজের। ১.২ ওভারে জোবার্গ সুপার কিংসের স্কোর এক উইকেটে চান রান। তিন বলে এক রানে আউট হয়ে ফিরলেন রেজা হেনড্রিক্স। বলটা আহামরি ছিল না। লেগস্টাম্পে ফুল লেংথে বল। পিচে কিছুটা যেন থমকে গেল। তাতেই খেলা শেষ রেজার। ব্যাটের মাথায় বল লেগে বোলারের দিকে উড়ে গেল। আউট!

11 Jan 2023, 09:05:20 PM IST

ভালো শুরু ডারবানের

প্রথম ওভার শেষ। সুইং পেলেন কাইল মায়ার্স। জোবার্গ সুপার কিংসের স্কোর বিনা উইকেটে তিন রান। ভালো শুরু ডারবান সুপার জায়েন্টসের।

11 Jan 2023, 09:03:56 PM IST

যেন CSK বনাম LSG খেলা হচ্ছে!

দক্ষিণ আফ্রিকায় যেন চেন্নাই সুপার কিংস (CSK) এবং লখনউ সুপার জায়েন্টসের (LSG) খেলা হচ্ছে। কারণ জোবার্গ সুপার কিংসের মালিক হলেন চেন্নাই সুপার কিংসের মালিকরা। ডারবান সুপার জায়েন্টসের মালিক হলেন লখনউয়ের মালিকরা। 

11 Jan 2023, 09:01:50 PM IST

শুরু কিংস বনাম জায়েন্টস লড়াই

জোবার্গ সুপার কিংসের হয়ে ওপেন করতে নামলেন জানেমন মালান এবং রেজা হেনড্রিক্স। তিনে নামবেন ফ্যাফ ডু'প্লেসি। ডারবান সুপার জায়েন্টসের হয়ে নয়া বল হাতে কাইল মায়ার্স। শুরু খেলা।

11 Jan 2023, 08:55:30 PM IST

ডারবানস সুপার জায়েন্টসের দল

কুইন্টন ডি'কক (অধিনায়ক এবং উইকেটকিপার), কাইল মায়ার্স, ম্যাথু ব্রিটৎজকে, হেনরিখ ক্লাসেন, প্রেনেলান সুব্রায়েন, জেসন হোল্ডার, উইয়ান মাল্ডার, ডোয়েন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, আকিলা ধনঞ্জয় এবং কিমো পল।

11 Jan 2023, 08:52:05 PM IST

জোবার্গ সুপার কিংসের দল

ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), জানেমন মালান, রেজা হেনড্রিক্স, কাইল ভেরেইনে (উইকেটকিপার), লুইস গ্রেগরি, ডোনাভোন ফেরেইরা, রোমারিও শেফার্ড, জর্জ গার্টন, আলজারি জোসেফ মালুসি সিবোতো এবং অ্যারন ফাঙ্গিসো।

11 Jan 2023, 08:47:13 PM IST

সুপার জায়েন্টস বনাম সুপার কিংসের লড়াই আজ

আজ দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় দিন। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে জোবার্গ সুপার কিংসের বিরুদ্ধে নেমেছে ডারবান সুপার জায়েন্টস। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত হলুদ বাহিনীর।

11 Jan 2023, 08:46:49 PM IST

টসে জয় সুপার কিংসের, প্রথমে ব্যাট হলুদ বাহিনীর

টসে জিতলেন জোবার্গ সুপার কিংসের অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসিস। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন হলুদ বাহিনীর অধিনায়কের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল DA বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের! তবে এখনই হাতে আসবে না, কবে মিলবে বেশি টাকা? শনিতে ভারী বৃষ্টি চলবে, ১৬টি জেলায় জারি হলুদ সতর্কতা! সপ্তমীতেও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.