অবশেষে স্বপ্নপূরণ, টাইগারকে হারিয়ে প্রথমবার অগস্টা মাস্টার্স জয় এক নম্বর গলফারের
1 মিনিটে পড়ুন . Updated: 18 Nov 2020, 05:32 PM IST- তৈরি হল নয়া রেকর্ড।
শুভব্রত মুখার্জি
হেরে গেলেন কিংবদন্তী টাইগার উডস। তাঁকে হারিয়ে অগস্টা মাস্টার্স জিতলেন ডাস্টিন জনসন। প্রসঙ্গত গত বছর উডস পঞ্চম বার মাস্টার্স জিতেছিলেন। সেই সময় রানার্স হয়েছিলেন ডাস্টিন। আর এবার ঠিক উলটো ফল হল। গতবারের বিষাদ এবার আনন্দে পরিণত হল জনসনের কাছে। আর উডসের আনন্দ পরিণত হল বিষাদে।
বিশ্বের এক নম্বর হলেও এত দিন অগস্টা মাস্টার্সের খেতাব অধরা ছিল ডাস্টিনের। আর প্রথমবার খেতাব জেতার জন্য যে কতটা মরিয়া ছিলেন, তা বোঝা যায় ডাস্টিনের পারফরম্যান্স। এবার ডাস্টিন রেকর্ড গড়ে মাস্টার্স জেতেন। টুর্নামেন্টের ইতিহাসে সেরা স্কোর ২৬৮ করে নতুন রেকর্ড করেন তিনি। ফলে এই বছরের ঐতিহ্যবাহী সবুজ ব্লেজার চাপল তাঁর গায়ে।
প্রসঙ্গত, ১৪ বছর পর গত বছর অগস্টা মাস্টার্সে জিতেছিলেন টাইগার উডস। ট্রফি জয়ের পরে ডাস্টিন বলেন, 'আমি সারাজীবন ঘরে এই ব্লেজার পরার স্বপ্ন দেখেছি। মাস্টার্স জেতা, টাইগারের হাত থেকে ব্লেজার পরা যেন স্বপ্ন।অসাধারণ লাগছে, দারুণ উত্তেজিত আমি।'