বাংলা নিউজ > ময়দান > IPL 2023: সত্যি হল জল্পনা, আর আইপিএল খেলবেন না ব্র্যাভো, দেখা যাবে নতুন ভূমিকায়

IPL 2023: সত্যি হল জল্পনা, আর আইপিএল খেলবেন না ব্র্যাভো, দেখা যাবে নতুন ভূমিকায়

ডোয়েন ব্র্যাভো। ছবি- ফেসবুক।

IPL 2023 Auction: সিএসকের স্কোয়াড থেকে বাদ পড়ার পরে আইপিএল নিলামে নাম দেননি ডোয়েন ব্র্যাভো। দেওয়াল লিখন পড়া যাচ্ছিল সেই থেকেই।

শেষমেশ জল্পনাটাই সত্যি হল। দীর্ঘদিনের বন্ধু কায়রন পোলার্ডের পথেই হাঁটলেন ডোয়েন ব্র্যাভো। আইপিএল থেকে অবসর নিলেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। জানিয়ে দিলেন, আর কখনও ব্যাট-বল হাতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ মাতাতে দেখা যাবে না তাঁকে।

ক'দিন আগে পোলার্ড জানিয়ে দেন যে, তিনি আইপিএল থেকে অবসর নিচ্ছেন, তবে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে তাঁকে। পোলার্ডের ঘোষণার কিছুক্ষণ পরেই মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়।

তবে ব্র্যাভোর ক্ষেত্রে বিষয়টি একটু অন্যরকম। তাঁকে আগে ছেড়ে দেয় চেন্নাই সুপার কিংস। পরে তিনি ঘোষণা করলেন অবসরের কথা। এবছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মিনি নিলামে ব্র্যাভো নাম দেননি। ইঙ্গিতটা মিলেছিল তখনই। পরে চেন্নাই সুপার কিংসের তরফে সোশ্যাল মিডিয়ার ভিডিয়ো বার্তায় আইপিএল খেলা ছেড়ে দেওয়ার কথা জানান ডিজে ব্র্যাভো।

আরও পড়ুন:- Vijay Hazare Trophy: রুতুরাজের ছায়ায় ঢাকা পড়তে রাজি নন, ফাইনালে দুরন্ত হ্যাটট্রিকে চোখ টানলেন চিরাগ, ভিডিয়ো

যদিও পোলার্ডের মতোই আইপিএলের আঙিনা ছাড়াছেন না ব্র্যাভো। ছাড়ছেন না চেন্নাই সুপার কিংসও। চেন্নাইয়ে নতুন ভূমিকায় দেখা যাবে ব্র্যাভোকে। ক্যারিবিয়ান তারকাকে দলের বোলিং কোচ নিযুক্ত করছে সিএসকে। ব্র্যাভো নিজেই জানিয়ে দিলেন সেকথা।

আরও পড়ুন:- ৬,৪,৪,৪,৬,৩: ছয় বলে ৬টি চার মেরেও মন ভরেনি, এবার টেস্টের এক ওভারে ২৭ তুললেন হ্যারি ব্রুক

ডোয়েন ব্র্যাভো আইপিএলের ১৬১টি ম্যাচের ১৫৮টি ইনিংসে বল করে টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে বেশি ১৮৩টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি ৮.৩৮ রান খরচ করেছেন তিনি। ম্যাচে চার উইকেট নিয়েছেন ২ বার। ১১৩টি ইনিংসে ব্যাট করতে নেমে ২২.৬১ গড়ে ১৫৬০ রান সংগ্রহ করেছেন ব্র্যাভো। হাফ-সেঞ্চুরি করেছেন ৫টি। স্ট্রাইক-রেট ১২৯.৫৭। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ডোয়েন ব্র্যাভোর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৭০ রানের।

বন্ধ করুন