বাংলা নিউজ > ময়দান > প্রথমবার MI পোলার্ডকে নেওয়ার নেপথ্যে হাত ছিল ব্র্যাভোর, ফাঁস হল অজানা কাহিনি

প্রথমবার MI পোলার্ডকে নেওয়ার নেপথ্যে হাত ছিল ব্র্যাভোর, ফাঁস হল অজানা কাহিনি

পোলার্ড ও ব্র্যাভো (Getty)

২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছিলেন কায়রন পোলার্ড। পোলার্ডকে মুম্বই দলে আনার পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডোয়েন ব্রাভোর। পোলার্ডের কৃতিত্বে যে কতটা গর্বিত তা জানিয়েছেন ব্রাভো।

শুভব্রত মুখার্জি: দীর্ঘ এক দশকের উপর সময় আইপিএলে খেলেছেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড। সবেমাত্র আইপিএল থেকে অবসর নিয়েছেন তিনি। অবসরের পরে মুম্বই ইন্ডিয়ান্স দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে কায়রনকে। আর তারপরেই জাতীয় দলে তাঁর দীর্ঘদিনের সতীর্থ ডোয়েন ব্রাভো তাঁর উদ্দেশ্য জানিয়েছেন এক আবেগঘন শ্রদ্ধার্ঘ্য। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছিলেন কায়রন পোলার্ড। পোলার্ডকে মুম্বই দলে আনার পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডোয়েন ব্রাভোর। পোলার্ডের কৃতিত্বে যে কতটা গর্বিত তা জানিয়েছেন ব্রাভো। পাশাপাশি মুম্বই দলের ব্যাটিং কোচ হিসেবে পোলার্ডের সাফল্য কামনা করেছেন তিনি।

ডোয়েন ব্রাভো লিখেছেন 'আমার প্রিয় বন্ধু,আমার সতীর্থ, আমার বিপক্ষ। ১৩ বছর আগে আইপিএলের অন্যতম সফলতম ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স, দলের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়ে আমার ছোট অবদান ছিল। ম্যালনিতে তোমাকে ছোট বয়স থেকে আমি বড় হতে দেখেছি। তারপর তুমি ভারতে চলে আস। সেখানে বিশ্বের অন্যতম কঠিন লিগে তুমি সাফল্য পেয়েছ। বিশ্বে সকলের কাছে তুমি পরিচিত একজন নাম হয়ে উঠেছিলে।'

তিনি আরও যোগ করেন 'লর্ড তোমার অসাধারণ কেরিয়ারের জন্য আমি তোমাকে স্যালুট জানাই। তোমার কেরিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য আমার শুভেচ্ছা রইল। আজকের দিনটা তোমার এবং তোমার সমর্থকদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। তোমার বন্ধু হিসেবে আমি গর্বিত। এই বার্তাটা তোমার জন্য লিখতে পেরে আমি গর্বিত।'

প্রসঙ্গত ২০০৮, ২০০৯ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলেছেন ডোয়েন ব্রাভো। তারপরেই তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন দীর্ঘদিন। এরপর ব্রাভোর বদলে মুম্বই দলে আসেন পোলার্ড। মুম্বইয়ের হয়ে তিনি পাঁচটি আইপিএল ট্রফিও জিতেছেন। আইপিএলে পোলার্ড এবং বিরাট কোহলি একমাত্র ক্রিকেটার যারা একটি নির্দিষ্ট ফ্রাঞ্চাইজির হয়ে টানা ১০০টির বেশি ম্যাচ খেলেছেন। গতবছর ৬ কোটি টাকায় পোলার্ডকে রিটেন করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে গতবছর তাঁর পারফরম্যান্স খুব খারাপ ছিল। মাত্র ১৪৪ রান করেছিলেন তিনি। তারপরেই এই বছর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কায়রন পোলার্ড।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন