'ঘরে' ফিরলেন ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে দু'বছর খেলার পর ত্রিনব্যাগো নাইট রাইডার্সে (টিকেআর) ফিরলেন ক্যারিবিয়ান তারকা। যিনি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের (সিপিএল) সূচনা থেকেই টিকেআরে ছিলেন। ২০২০ সাল পর্যন্ত সেখানেই ছিলেন টিকেআরের প্রাক্তন অধিনায়ক। চারবার জিতেছিলেন সিপিএল (২০১৫ সাল, ২০১৭ সাল, ২০১৮ সাল এবং ২০২০ সাল)। তবে এখন আর আইপিএলে খেলেন না ব্র্যাভো। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বোলিং কোচ হিসেবে আইপিএলে কাজ করছেন।
টিকেআরে ফেরার পর ব্র্যাভো বলেন, 'যাক, দীর্ঘ প্রতীক্ষা শেষ হল। পুরোটা সরকারিভাবে ঘোষণা করা হল। বাড়ি হল বাড়িই। টিকেআরে ফিরতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি। আমি (টিকেআর) ছাড়ার পরও বেঙ্কি (বেঙ্কি মাইসোর) বলেছেন যে নাইট রাইডার্সে ফিরে আসার জন্য সবসময় দরজা খোলা আছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেটের সেরা অনুভূতি পাওয়া যায়। যেখানে সবথেকে আবেগপ্রবণ সমর্থক আছেন। যাঁরা নিজেদের দলের জয় দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন।'
আরও পড়ুন: মাত্র ২৪ বছরেই T20 ক্রিকেটে ৫৫০ উইকেটের মাইলস্টোন রশিদের, সামনে শুধু ব্র্যাভো
ব্র্যাভো বলেন, ‘আমার বেস্টফ্রেন্ড দলের অধিনায়ক (কায়রন পোলার্ড)। তাই আশা করছি যে আমি যতটা পারব, ততটা দলকে সাহায্য করব এবং ট্রফি জয়ের জন্য যা কিছু সম্ভব, সেভাবে সাহায্য করতে তৈরি আছি আমি। আমি শুধু দেখতে চাই যে সিপিএলের আকাশে লাল, কালো ও সাদা পতাকা উড়ছে এবং সিপিএলের উপর ছড়ি ঘোরাচ্ছে।’
ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ব্র্যাভোর ইতিহাস
সিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলেছেন ব্র্যাভো। শুধু তাই নয়, ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকার শীর্ষে আসেন। ৯৭ টি ম্যাচে ১২৪ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ১,১৪৬ রান করেছেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)