সেমিফাইনালের মতো ফাইনালেও ব্যাট হাতে লড়াকু ইনিংস খেলেন দীনেশ কার্তিক। তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি তিনি। শেষ চারের লড়াইয়ে চিরাগ জানিরা পরিস্থিতি সামাল দেন। তবে ফাইনালে তীরে এসে তরী ডোবে কার্তিকদের। রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ১ রানে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় কার্তিকদের। গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ও ফাইনালে ফিনিশারের ভূমিকা পালন করতে পারেননি দীনেশ।
ডিওয়াই পাতিল গ্রুপ-এ বনাম রিলায়েন্স-১ (সেমিফাইনাল):-
ডিওয়াই পাতিল টি-২০ কাপের প্রথম সেমিফাইনালে ডিওয়াই পাতিল গ্রুপ-এ দল মাঠে নামে রিলায়েন্স ওয়ানের বিরুদ্ধে। ৩ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট অর্জন করে রিলায়েন্স। শুরুতে ব্যাট করে ডিওয়াই পাতিল গ্রুপ-এ ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬২ রান তোলে। আমন হাকিম ৪২, রাহুল তেওয়াটিয়া ২৯ ও আব্দুল সামাদ ১১ রান করেন। পীযূষ চাওলা ১টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে রিলায়েন্স ১৯.১ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলে ম্যাচ জিতে যায়। তিলক বর্মা ৩০, হৃত্বিক শোকিন ৪৬, বিষ্ণু বিনোদ ৩৯ ও আর্শাদ খান ২২ রান করেন। রাহুল তেওয়াটিয়া ২টি উইকেট নেন।
আরও পড়ুন:- GPL 2023: ইচ্ছে মতো ছক্কা হাঁকিয়ে ৪৪ বলে সেঞ্চুরি, একাই ম্যাচ জেতালেন রিয়ান পরাগ
ডিওয়াই পাতিল গ্রুপ-বি বনাম টাটা স্পোর্টস ক্লাব (সেমিফাইনাল):-
অপর সেমিফাইনালে টাটা স্পোর্টস ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ডিওয়াই পাতিল গ্রুপ-বি। শুরুতে ব্যাট করে টাটা স্পোর্টস ক্লাব ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭০ রান তোলে। সামর্থ ব্যাস ৫৬ ও দর্শন নালকান্ডে ২৬ রান করেন। ৩৩ রানে ৪টি উইকেট নেন বিনীত সিনহা।
পালটা ব্যাট করতে নেমে ডিওয়াই পাতিল গ্রুপ-বি ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭১ রান সংগ্রহ করে নেয়। চিন্ময় সুতার ৫৫, দীনেশ কার্তিক ৩৪, যশ ধুল ২১ ও চিরাগ জানি অপরাজিত ১০ রান করেন। ৩টি উইকেট নেন সিদ্ধার্থ রউত।
ডিওয়াই পাতিল গ্রুপ-বি বনাম রিলায়েন্স-১ (ফাইনাল):-
ফাইনালে ডিওয়াই পাতিল গ্রুপ-বি'কে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিলায়েন্স ওয়ান। শুরুতে ব্যাট করে রিলায়েন্স ১৯.৫ ওভারে ১৫৩ রানে অল-আউট হয়ে যায়। হৃত্বিক শোকিন ৫৩, রোহিত রায়াড়ু ৪৩ ও বিষ্ণু বিনোদ ১৬ রান করেন। বলতেজ সিং ৪টি, বিনীত সিনহা ৩টি ও চিরাগ জানি ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ডিওয়াই পাতিল গ্রুপ-বি ২০ ওভারে ১৫২ রানে অল-আউট হয়। হার্দিক তামোরে ৪৩, দীনেশ কার্তিক ২৭, চিন্ময় সুতার ২৩, শশাঙ্ক সিং ১৭ ও যশ ধুল ৭ রান করেন। ২৪ রানে ৩টি উইকেট নেন আকাশ মাধওয়াল। ২টি উইকেট দখল করেন কুমার কার্তিকেয়া।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।