করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে থমক গিয়েছিল ক্যারাটে। স্থগিত হয়ে গিয়েছিল বিভিন্ন প্রতিযোগিতা। তারইমধ্যে অনলাইনে আমন্ত্রণমূলক ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করল সর্বভারতীয় সেশিংকাই শিতো রিউ ক্যারাটে দো ফেডারেশন।
সেই ই-কাটা প্রতিযোগিতায় ভারত-সহ ইরান, কাতার, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশ থেকে ১,৫০০ জন অংশ্রহণ করেছিলেন। অনলাইনে নিজেদের পছন্দের খেলোয়াড়কে ভোট দিয়েছেন দর্শকরা। তার ভিত্তিতে ১০ জন বিজয়ীকে বেছে নেওয়া হয়েছে। চ্যাম্পিয়নশিপে দেওয়া হয়েছে ৬০,০০০ টাকা নগদ পুরস্কার।
শিতো রিউ ক্যারাটে দো ফেডারেশনের চেয়ারম্যান প্রেমজিৎ সেন জানান, করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখে ইতিমধ্যে অনলাইন ক্য়ারাটে ক্লাসও শুরু করেছেন। তার ফলে শিক্ষার্থীরা যেমন মানসিকভাবে ভালো জায়গায় থাকছে, তেমনই তাঁদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তারইমধ্যে একটি আন্তর্জাতিক মঞ্চ প্রতিযোগিতার মঞ্চ পাওয়ায় শিক্ষার্থীদের আরও উন্নতি হবে। অন্য দেশের প্রতিযোগীদের সঙ্গে নিজেদের পার্থক্য বুঝতে পারবেন। যে খামতি আছে, তা শুধরে নিতে পারবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।