শুভব্রত মুখার্জি
∆ ইস্টবেঙ্গল: ৩
∆ রিয়েল কাশ্মীর: ০
আসন্ন আইএসএলের মরশুমের প্রস্তুতি সারতে শুক্রবার অনুশীলন ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল ক্লাব। প্রতিপক্ষ ছিল আই লিগ ক্লাব রিয়েল কাশ্মীর। এআইএফএফের উৎকর্ষতা কেন্দ্র অর্থাৎ 'সেন্টার ফর এক্সেলেসের' মাঠে এদিন মুখোমুখি হয়েছিল লাল হলুদ ব্রিগেড এবং রিয়েল কাশ্মীর। সেখানে কাশ্মীরকে কার্যত উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। ৩-০ ব্যবধানে তারা হারাল কাশ্মীরকে।
ম্যাচের প্রথমার্ধে দুই দল প্রতি আক্রমণ ভিত্তিক খেলা খেলে। ফলে সেইভাবে গোলের সুযোগও তৈরি হয়নি। বিরতিতে যাওয়ার সময় স্কোর ছিল ০-০। বিরতির পরেই সম্পূর্ণ ভিন্ন ইস্টবেঙ্গল দলকে খেলতে দেখা যায়। একের পর এক আক্রমণে কাশ্মীরের ডিফেন্ডারদের তখন নাভিশ্বাস তুলে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেইটন সিলভা। স্টিফেন কনস্ট্যান্টাইনের ছেলেরা তখন অপ্রতিরোধ্য। ৬১ মিনিটে দলের হয়ে স্কোরিং ওপেন করেন ক্লেইটন সিলভা। তার গোলেই লিড নেয় তারা। এর ঠিক মিনিট ১৫ বাদে গোল করে ব্যবধান বাড়ান সুমিত পাসি। ২য় গোল খাওয়ার ২ মিনিটের মধ্যে সৌভিক চক্রবর্তী গোল করে ইস্টবেঙ্গলের জয় সুনিশ্চিত করে ফেলেন। ৩-০ গোলের ব্যবধানে জিতে আইএসএলের প্রস্তুতি ভালভাবেই সারল লাল হলুদ বাহিনী।
প্রসঙ্গত পরের সপ্তাহেই ইস্টবেঙ্গল এই মরশুমের আইএসএলের প্রথম ম্যাচ খেলবে। আইএসএলের এই মরশুমের প্রথম ডার্বি তারা খেলবে ২৯ অক্টোবর। উল্লেখ্য এই ম্যাচের আগেই গতকাল দক্ষিণ কলকাতার রাজডাঙা ক্লাব প্রাঙ্গণে উন্মোচন হয়েছে আইএসএলের ইস্টবেঙ্গলের এই মরশুমের জার্সি।
এবার ক্লাবের তরফে তিনটি জার্সি প্রকাশ করা হয়েছে। প্রথমটি চিরাচরিত লাল হলুদ রঙের। প্যান্টের রং রাখা হয়েছে সাদা। দ্বিতীয়টি সম্পূর্ণ সাদা রঙের। যেখানে জার্সি এবং প্যান্ট দুইয়ের রং রাখা হয়েছে সাদা। তৃতীয় জার্সিটি হাল্কা নীল বা বলা ভাল আকাশি রঙের। সেখানে রয়েছে সাদা রঙের প্যান্ট। এদিন জার্সি প্রকাশ অনুষ্ঠানে ক্লাব কর্তারা তো উপস্থিত ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাবের একাধিক প্রাক্তন ফুটবলার। মঞ্চের পিছনে ছিল স্পন্সর ইমামির বড় ডিসপ্লে বোর্ড। যার উপরে লেখা #জয়ইস্টবেঙ্গল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমামীর ডিরেক্টর সঞ্জয় আগরওয়াল। ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জাভেদ খান, স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষ। পাশাপাশি ক্লাবের তরফে ছিলেন কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সরকার, ড: শান্তি রঞ্জন দাশগুপ্ত। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ছিলেন অলিম্পিয়ন আর্চার দোলা বন্দ্যোপাধ্যায় ও স্যাডলার পৌলমী ঘটক। ঘরের ম্যাচের লাল-হলুদ জার্সি পরে মঞ্চে ছিলেন বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী।
অ্যাওয়ে ম্যাচের ইস্টবেঙ্গলের সাদা জার্সি পরে আসেন ব্রাজিলের ফুটবলার ক্লেইটন সিলভা। অনুশীলনের জার্সি পরেছিলেন ভিপি সুহের। যে জার্সিটি করা হয়েছে হাল্কা নীল রঙের। যার প্যান্টটি আবার সাদা রঙের।মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, প্রশান্ত বন্দ্যোপাধ্যায় এবং বিকাশ পাঁজি। মঞ্চে দেবব্রত সরকার ও পরমব্রত চট্টোপাধ্যায়কে সংবর্ধিত করা হয়। সংবর্ধিত করা হয় কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকেও।