বাংলা নিউজ > ময়দান > এগিয়ে থেকেও জিততে পারল না ইস্টবেঙ্গল, ফুটবলারদের উপর চটলেন কোচ কনস্টান্টাইন

এগিয়ে থেকেও জিততে পারল না ইস্টবেঙ্গল, ফুটবলারদের উপর চটলেন কোচ কনস্টান্টাইন

ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টান্টাইন (ছবি-আইএসএল)

বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের উদ্দেশ্য সফল হল না রক্ষণের ভুলের জন্য, যা তাদের চলতি লিগে বরাবরই ভুগিয়ে আসছে। যুবভারতীতে নর্থইস্ট ইউনাইডের বিরুদ্ধে ৩-৩ ড্র করার পরে তিনি বলেন, ‘আমাদের দলে অনেক কিছুরই অভাব রয়েছে, যা না মিটলে আমাদের বারবার এ ভাবে হতাশ হতে হবে।’

এগিয়ে থেকেও নর্থইস্ট ইউনাইটেডের মতো লিগ টেবলের একেবারে নীচে থাকা দলের বিরুদ্ধে জয় না পাওয়ায় বেশ চটেছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টান্টাইন। বুধবার যুবভারতীতে নর্থইস্ট ইউনাইডের বিরুদ্ধে ৩-৩ ড্র করার পরে তিনি বলেন, ‘আমাদের দলে অনেক কিছুরই অভাব রয়েছে, যা না মিটলে আমাদের বারবার এ ভাবে হতাশ হতে হবে।’ বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের উদ্দেশ্য সফল হল না রক্ষণের ভুলের জন্য, যা তাদের চলতি লিগে বরাবরই ভুগিয়ে আসছে। আক্রমণ ভাল হলেও রক্ষণের দোষে যে বরাবরই তারা পিছিয়ে যাচ্ছে, তা আরও একবার প্রমাণিত হল এ দিন। প্রথমে গোল দিয়েও তারা পিছিয়ে যায় এবং ফের এগিয়ে গিয়েও ব্যবধান বজায় রাখতে পারল না ইস্টবেঙ্গল।

আরও পড়ুন… চার সপ্তাহের মধ্যে আসবে কুস্তিতে যৌন হয়রানির অভিযোগের তদন্ত রিপোর্ট-অনুরাগ ঠাকুর

এই ব্যর্থতার ব্যাখ্যা দিয়ে কনস্টান্টাইন ম্যাচের পরে বলেন, ‘শুধু মনসংযোগের অভাব নয়, সচেতনতার অভাব সবই আছে আমাদের। এদিনের ম্যাচের জন্য একটা পরিকল্পনা ছিল আমাদের। সেই অনুযায়ী একটা গোলও দিই আমরা। এই গোলটা দেওয়ার পরে জানি না কেন, আমাদের ছেলেদের মধ্যে একটা আত্মতুষ্টি ঢুকে পড়ল। ওদের (নর্থইস্ট) তিনটি গোলই আমাদের দোষে হয়েছে। এমন কিছু আহামরি গোল ওরা করেছে, তা বলা যাবে না। আমরা নিজেদের কাজ ঠিকমতো করতে পারিনি বলেই ওরা গোলগুলো করেছে। সারা মরশুমেই একই জিনিস বারবার ঘুরেফিরে এসেছে। এখন আমাদের শেষ তিনটি ম্যাচে যাতে এর চেয়ে ভালো খেলতে পারি, সে দিকে দেখতে হবে।’

আরও পড়ুন… IND vs AUS: টেস্টে দ্বিতীয় দ্রুততম ৪৫০ উইকেট শিকার অশ্বিনের, ভাঙলেন কুম্বলের রেকর্ড

ইস্টবেঙ্গল দলের তরুণরা সুযোগের সদ্ব্যবহারও করতে পারছেন না বলে মনে করেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টান্টাইন। তিনি বলেন, ‘১২-১৪ দিনে আমাদের পাঁচটা ম্যাচ খেলতে হচ্ছে। এটা খুবই কঠিন। সে জন্য একটা ভালো, শক্তিশালী দল দরকার। রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দেরও এ জন্য দক্ষ হওয়ার দরকার। যদিও অনেক দিন পরে মাঠে নেমে শৌভিক (চক্রবর্তী) আজ ভালো খেলেছে। কিন্তু (হীমাংশু) জাঙরা ভালো খেলতে পারেনি। যারা সুযোগের অপেক্ষায় থাকে, তাদের সুযোগ পেলে তা কাজে লাগাতে হয়। যেমন গত সপ্তাহে রকিপ করেছিল বলে এই ম্যাচে ও শুরু থেকে খেলেছে। আমাদের দলে আরও ভালো খেলোয়াড় দরকার।’

দলের চোট পাওয়া খেলোয়াড়দের তালিকায় ডিফেন্ডার সার্থক গলুইও যোগ দিয়েছেন বলে জানিয়ে দিলেন কনস্টান্টাইন। তিনি জানান, ‘অনুশীলনে সার্থকের হ্যামস্ট্রিং সমস্যা দেখা দেয়। দু’দিন আগে ও জোরে দৌড়তে পারছিল না। তাই ওকে নামিয়ে আর ঝুঁকি নিইনি। কেউ ঠিকমতো অনুশীলন করতে না পারলে ম্যাচেই বা কী ভাবে খেলবে।’

যে নবাগত ফুটবলারকে নিয়ে আপাতত সবচেয়ে বেশি চর্চা চলছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে, সেই জেক জার্ভিসের পারফরম্যান্সে এখনও পুরোপুরি সন্তুষ্ট নন তাঁরই দেশের কোচ। জার্ভিসের অনবদ্য বাইসাইকেল কিকে গোলের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘জেক ভালো করবে বলেই তো ওকে আনা হয়েছে। ও এ দিন ঠিকঠাকই খেলেছে। তবে ওকে আরও ভালো করতে হবে। আসলে ও গত তিন মাস কোনও ম্যাচ খেলেনি। ৯০ মিনিট পুরো খেলাটাই ওর পক্ষে কঠিন। আশা করি, বাকি তিনটে ম্যাচে ও আরও ভাল খেলবে এবং মরশুমের শেষে ওকে ম্যাচফিট বলতে পারব। তবে পরের টুর্নামেন্টের (সুপার কাপ) জন্য আমাদের ৪০ দিন অপেক্ষা করতে হবে। এটাই যা সমস্যা।’ ইস্টবেঙ্গল এফসি-র পরবর্তী ম্যাচ আগামী রবিবার, চেন্নাইন এফসি-র বিরুদ্ধে।

(আইএসএল-এর রিপোর্ট অনুযায়ী)

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রবিবার করে মেট্রো চলবে না গ্রিন লাইনে, পুরো ট্রাফিক ব্লক, কারণটা কী! বারবার আগুনের স্বপ্ন দেখা কিসের ইঙ্গিত দেয়! দেখে নিন কী বলছে স্বপ্নশাস্ত্র ডেঙ্গির মশা কামড়ালে ত্বকে কেমন দাগ হয়? সজাগ থেকে জেনে রাখুন এই ১০ তথ্য LSG SWOT Analysis: পেসাররা ফিট নয়, ব্যাটিং দিয়েই কি বাজিমাত করবেন ঋষভ পন্ত? জমির বদলে চাকরি দুর্নীতি মামলা, লালুকে জেরা ইডি-র স্টার কিড হওয়ার ঝক্কি হাজার! করিনার সঙ্গে নিজের তুলনা টেনে কী বললেন কঙ্কনা? ‘বসতি এলাকায় বোমা ছুঁড়ছে’ যুদ্ধবিরতি কার্যত খারিজ পুতিনের! বিধ্বস্ত ইউক্রেন রাজস্থানের কোটি টাকার তারকা IPLএ সুযোগই পাবেন না! বিক্রমের মন্তব্যে বড় জল্পনা জেলায় শিল্পস্থাপনে উৎসাহ দিতে বাম সরকারের আইন বাতিল করতে বিল আনলেন মমতা দার্জিলিংয়ে টয়ট্রেনের সঙ্গে ফের ধাক্কা গাড়ির

IPL 2025 News in Bangla

LSG SWOT Analysis: পেসাররা ফিট নয়, ব্যাটিং দিয়েই কি বাজিমাত করবেন ঋষভ পন্ত? IPL 2025-এ ৩০০ রান উঠবে! এবিডি-র ভবিষ্যদ্বাণী, পতিদারকে দিলেন নেতৃত্বের পরামর্শ সলিড ব্যাটিং,স্পিনের কেমিস্ট্রি,ধোনির উপস্থিতি CSK-এর শক্তি, আর দুর্বলতাগুলো কী? অধিনায়ক বদল, গৌতির না থাকা, অনভিজ্ঞ পেস-অ্যাটাক- KKR-এর চিন্তা, প্লাস-পয়েন্ট কী? IPL 2025 শুরুর আগে দেখুন কামিন্সের নেতৃত্বাধীন SRH-এর সম্পূর্ণ স্কোয়াড ও সূচি ইশান কি তিন নম্বরে নামবেন? কোন একাদশ নিয়ে বাইশ গজে ঝড় তুলবে সানরাইজার্স ‘স্টার্ক, কামিন্স নই! তবে ম্যাচ আমিও জেতাতে পারি,’ বলছেন PBKSর 5.5 কোটির তারকা IPL 2025: ওয়াংখাড়েতে MI বাদে অন্য কোনও রঙ দেখতে চাই না… হার্দিকের বিশেষবার্তা IPL 2025-এর সবচেয়ে শক্তিশালী দল কি SRH? দেখে নিন কামিন্সদের শক্তি ও দুর্বলতা রোহিতদের জন্যই MI দলনায়ক হিসেবে নিজেকে ভাগ্যবান মনে করছেন হার্দিক, ব্যাপারটা কী?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.