বাংলা নিউজ > ময়দান > East Bengal FC vs Altyn Asyr: যুবভারতীতে ৫ গোলের থ্রিলারে লড়ে হার ইস্টবেঙ্গলের
ইস্টবেঙ্গলের হয়ে শুরুতেই গোল করেন ডেভিড। ছবি- টুইটার।

East Bengal FC vs Altyn Asyr: যুবভারতীতে ৫ গোলের থ্রিলারে লড়ে হার ইস্টবেঙ্গলের

East Bengal vs Altyn Asyr Live Score: তুর্কমেনিস্তানের ক্লাব অলটিন অসিরের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র প্রিলিমিনারি স্টেজের প্লে-অফের লড়াইয়ে হেরে বসে ইস্টবেঙ্গল।

East Bengal vs Altyn Asyr Live Score: সল্টলেকের যুবভারতীয় ক্রীড়াঙ্গনে তুর্কমেনিস্তানের ক্লাব অলটিন অসিরের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র প্রিলিমিনারি স্টেজের প্লে-অফের লড়াইয়ে নামে ইস্টবেঙ্গল। মূলপর্বের টিকিট হাতে পেতে হলে ইস্টবেঙ্গলকে এই ম্যাচ জিততেই হতো। যদিও শেষ পর্যন্ত লড়াই চালিয়েও ম্যাচ হেরে মাঠ ছাড়ে লাল-হলুদ শিবির।

14 Aug 2024, 09:08:13 PM IST

East Bengal vs Altyn Asyr Live: লড়ে হার ইস্টবেঙ্গলের

যুবভারতীতে তুর্কমেনিস্তানের ক্লাব অলটিন অসিরের বিরুদ্ধে  ৫ গোলের থ্রিলারে লড়ে হার ইস্টবেঙ্গলের। ম্যাচের দুই অর্ধে ১টি করে গোল করে ইস্টবেঙ্গল। তবে অলটিন প্রথমার্ধে ২টি এবং দ্বিতীয়ার্ধে ১টি করে করে। অর্থাৎ, সব মিলিয়ে ম্যাচে ৫টি গোল হয়। ইস্টবেঙ্গলের ১টি গোল বাতিল করেন রেফারি। এই ম্যাচ হেরে বসায় মূলপর্বে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় লাল-হলুদ শিবিরের।

14 Aug 2024, 09:03:28 PM IST

East Bengal vs Altyn Asyr Live: ইস্টবেঙ্গলের আক্রমণ প্রতিহত

৯০+৭ মিনিটে গোল করার সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল। তবে সতর্ক ছিলেন অলটিনের গোলকিপার। ফলে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করে লাল-হলুদ শিবির।

14 Aug 2024, 08:56:45 PM IST

East Bengal vs Altyn Asyr Live: ফ্রি-কিক থেকে গোল করতে ব্যর্থ ইস্টবেঙ্গল

৮৯ মিনিটে বক্সের ঠিক মাথায় ফ্রি-কিক পেয়ে যায় ইস্টবেঙ্গল। তবে ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি সিলভা। বল চলে যায় সরাসরি অলটিন গোলকিপারের দস্তানায়। দ্বিতীয়ার্ধে ৭ মিনিট সময় সংযোজিত হয় ইনজুরি টাইম হিসেবে।

14 Aug 2024, 08:54:50 PM IST

East Bengal vs Altyn Asyr Live: পরপর আক্রমণ অলটিনের

এক গোলে এগিয়ে থেকেও শেষবেলায় রক্ষণশীল ফুটবল খেলতে রাজি নয় অলটিন। তারা ৮৫ ও ৮৭ মিনিটে ২টি অনবদ্য আক্রমণ শানায় ইস্টবেঙ্গলের বক্সে। যদিও ফিনিশিং টাচ দিতে পারেনি তুর্কমেনিস্তানের ক্লাবটি।

14 Aug 2024, 08:47:33 PM IST

East Bengal vs Altyn Asyr Live: ইস্টবেঙ্গলের গোল বাতিল

৮১ মিনিটে বাতিল করা হয় ইস্টবেঙ্গলের গোল। ক্লেটন সিলভা অলটিনের জালে বল জড়ালেও রেফারি বাতিল করেন গোল। সিলভা গোলকিপারকে ফাউল করেছেন বলে জানান রেফারি। ৮২ মিনিটে দুর্দান্ত সেভ করে ইস্টবেঙ্গলের পতন রোধ করেন গিল।

14 Aug 2024, 08:42:02 PM IST

East Bengal vs Altyn Asyr Live: আমনকে মাঠে নামাল ইস্টবেঙ্গল

দ্বিতীয়ার্ধে চতুর্থ খেলোয়াড় বদল ইস্টবেঙ্গলের। ৭৬ মিনিটের মাথায় তারা তুলে নেয় সৌভিককে। মাঠে নামায় আমনকে। ৭৯ মিনিটে নন্দর ক্রস বিদপ তৈরি করতে পারত অলটিনের। তবে তারা কোনও রকমে সেই বিপদ এড়িয়ে যায়।

14 Aug 2024, 08:35:49 PM IST

East Bengal vs Altyn Asyr Live: ভাগ্য সঙ্গ দিল অলটিনের

ভাগ্য সুপ্রসন্ন। তাই আপাতত ম্যাচে ৩-৩ সমতায় ফেরা হল না ইস্টবেঙ্গলের। ৬৯ মিনিটে আত্মঘাতী গোল হজম করতে হতো অলটিনকে। তবে বল পোস্টে লেগে মাঠেই ফিরে আসে।

14 Aug 2024, 08:31:48 PM IST

East Bengal vs Altyn Asyr Live: ক্লেটনকে মাঠে নামাল ইস্টবেঙ্গল

ম্যাচের দ্বিতীয়ার্ধে তৃতীয় পরিবর্ত ফুটবলার নামাল ইস্টবেঙ্গল। ৬৫ মিনিটে তারা মাঠে নামায় ক্লেটন সিলভাকে। ইস্টবেঙ্গল তুলে নেয় শুরুতেই গোল করা ডেভিডকে।

14 Aug 2024, 08:25:14 PM IST

East Bengal vs Altyn Asyr Live: ক্রেসপোর গোলে ব্যবধান কমাল ইস্টবেঙ্গল

ক্রেসপোর গোলে ব্যবধান কমাল ইস্টবেঙ্গল। ম্যাচের স্কোর-লাইন লাল-হলুদ শিবিরের প্রতিকূলে ২-৩। ম্যাচের ৫৯ মিনিটের মাথায় অলটিন অসিরের জালে বল জড়ান ক্রেসপো। ৬০ মিনিটের মাথায় বক্সের ঠিক মাথা থেকে ফ্রি-কিক পেয়েও গোল করতে পারেনি তুর্কমেনিস্তানের ক্লাবটি

14 Aug 2024, 08:18:52 PM IST

East Bengal vs Altyn Asyr Live: ১-৩ গোলে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল হজম করল ইস্টবেঙ্গল। ১-৩ গোলে পিছিয়ে পড়ল লাল-হলুদ শিবির। ৫২ মিনিটের মাথায় অলটিন অসিরের হয়ে গোল করে ব্যবধান বাড়ান মিহায়িল। সেকেন্ড পোস্ট দিয়ে অনবদ্য গোল করেন তিনি।

14 Aug 2024, 08:16:32 PM IST

East Bengal vs Altyn Asyr Live: ইস্টবেঙ্গলের আক্রমণ প্রতিহত

দ্বিতীয়ার্ধের শুরুতেই অলটিনের বক্সে আক্রমণ শানায় ইস্টবেঙ্গল। যদিও কাজের কাজ হয়নি। দিয়ামানতাকসের শট সরাসরি গিয়ে পৌঁছয় অলটিন গোলরক্ষকের দস্তানায়।

14 Aug 2024, 08:10:58 PM IST

East Bengal vs Altyn Asyr Live: দ্বিতীয়ার্ধে জোড়া পরিবর্ত ইস্টবেঙ্গলের

দ্বিতীয়ার্ধের খেলা শুরু। ম্যাচের দ্বিতীয়ার্ধে একজোড়া খেলোয়াড় বদল করে ইস্টবেঙ্গল। তারা মাঠে নামায় দিয়ামানতাকস ও জ্যাকসনকে। রিজার্ভ বেঞ্চে ফেরেন রাকিপ ও মহেশ।

14 Aug 2024, 07:54:38 PM IST

East Bengal vs Altyn Asyr Live: বিরতিতে ১-২ গোলে পিছিয়ে ইস্টবেঙ্গল

একাধিক সুযোগ পেয়েও প্রথমার্ধে ম্যাচে সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল ক্লাব। বিরতিতে লাল-হলুদ শিবির পিছিয়ে ১-২ গোলে। যদিও শেষ মুহূর্তে ঢাল হয়ে ইস্টবেঙ্গলের বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেন অলটিন অসিরের গোলরক্ষক।

14 Aug 2024, 07:46:36 PM IST

East Bengal vs Altyn Asyr Live: ৬ মিনিটের ইনজুরি টাইম

প্রথমার্ধে ইনজুটি টাইম হিসেবে যোগ হয় ৬ মিনিট সময়। ৪৫+৩ মিনিটে কাউন্টার অ্যাটাকে উঠে ফ্রি-কিক আদায় করে নেয় ইস্টবেঙ্গল। যদিও এবারও প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি তারা। ৪৫+৪ মিনিটে দুর্দান্ত সেভ করেন অলটিনের গোলকিপার।

14 Aug 2024, 07:45:53 PM IST

East Bengal vs Altyn Asyr Live: পতন রোধ করলেন সতর্ক গিল

৪৩ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল গোলকিপার গিল বক্স ছেড়ে বেরিয়ে এসে অলটিনের আক্রমণ প্রতিহত করেন। ইস্টবেঙ্গল প্রতিআক্রমণে ওঠে ফিরতি বল ধরে। যদিও গোলের সুযোগ তৈরি করতে পারেনি লাল-হলুদ ব্রিগেড।

14 Aug 2024, 07:39:33 PM IST

East Bengal vs Altyn Asyr Live: ম্যাচে সমতা ফেরানোর চেষ্টায় ইস্টবেঙ্গল

৩৫ মিনিটের খেলা অতিক্রান্ত। ম্যাচে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল। ৩৬ ও ৩৮ মিনিটে ইস্টবেঙ্গল দুর্দান্ত ২টি আক্রমণ শানায় অলটিনের বক্সে। তবে ডিফেন্ডার বাড়িয়ে বিপদ এড়ায় তুর্কমেনিস্তানের ক্লাবটি।

14 Aug 2024, 07:30:34 PM IST

East Bengal vs Altyn Asyr Live: ১-২ গোলে পিছিয়ে পড়ল ইসেটবেঙ্গল

শুরুতে গোল করে এগিয়ে গেলেও ম্যাচের প্রথমার্ধেই ২টি গোল খেয়ে বসে ইস্টবেঙ্গল। ফলে ১-২ গোলে পিছিয়ে পড়ে লাল-হলুদ শিবির। ২৮ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেন সেলিম। গোলকিপার গিল নড়বার সুযোগ পাননি।

14 Aug 2024, 07:27:29 PM IST

East Bengal vs Altyn Asyr Live: গতি কমেছে ম্যাচের

২৫ মিনিটের খেলা অতিক্রান্ত হয়েছে। উভয় দল একটি করে গোল করার পরে ম্যাচের গতি কিছুটা হলেও কমেছে। বেশিরভাগ সময়ে মাঝমাঠেই সীমাবদ্ধ থেকেছে লড়াই। মাঝে মধ্যে লং বলে আক্রমণে ওঠার চেষ্টা করেছে সফরকারী দল। ২৭ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন সৌভিক। ফ্রি-কিক পেয়ে যায় অলটিন অসির।

14 Aug 2024, 07:18:54 PM IST

East Bengal vs Altyn Asyr Live: ম্যাচে সমতা ফেরাল অলটিন

১৮ মিনিটের মাথায় গোল শোধ করল অলটিন অসির। তুর্কমেনিস্তানের ক্লাবটির হয়ে গোল করেন মিরাত অ্যানায়েভ। ইস্টবেঙ্গল গোলকিপার কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে বল জালে জড়িয়ে যেতে দেখেন।

14 Aug 2024, 07:15:33 PM IST

East Bengal vs Altyn Asyr Live: দারুণ সেভ গিলের

১২ মিনিটের মাথায় অলটিনের আক্রমণ প্রতিহত করেন গিল। আক্রমণাত্মক খেলার চেষ্টায় ইস্টবেঙ্গলের রক্ষণে ফাঁক দেখা যাচ্ছে। যার সুযোগ নেওয়ার চেষ্টায় রয়েছে তুর্কমেনিস্তানের ক্লাবটি। যদিও ইস্টবেঙ্গল পোস্টের নীচে গিলকে সতর্ক দেখাচ্ছে।

14 Aug 2024, 07:08:55 PM IST

East Bengal vs Altyn Asyr Live: ডেভিডের গোলে ১-০ এগিয়ে ইস্টবেঙ্গল

ম্যাচের শুরুতেই গোল করে ম্যাচে ১-০ লিড নিল ইস্টবেঙ্গল। ৭ মিনিটের মাথায় ডেভিডের শট প্রথমে অলটিন গোলরক্ষকের দস্তানায় লেগে পোস্টে প্রতিহত হয়। পরে ফের গোলকিপারের হাত ফসকে যায় বল। ফিরতি বলে শট নিয়ে তা প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন ডেভিড।

14 Aug 2024, 07:05:12 PM IST

East Bengal vs Altyn Asyr Live: শুরুতেই গোলের সুযোগ হাতছাড়া

ম্যাচের ৩ মিনিটের মাথায় অলটিনের বক্সে আক্রমণ শানায় ইস্টবেঙ্গল। যদিও ফিনিশিং টাচ দেওয়া সম্ভব হয়নি। তাই গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল।

14 Aug 2024, 06:58:39 PM IST

East Bengal vs Altyn Asyr Live: ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

গিল, রাকিপ, নুঙ্গা, হিজাজি, মার্ক, সৌভিক, সাউল, তালাল, মহেশ, নন্দ, ডেভিড। পরিবর্ত ফুটবলার- দেবজিৎ, আদিত্য, গুরসিমরত, মনোতোষ, লাকরা, জ্যাকসন, তন্ময়, আমন, আজাদ, বিষ্ণু, ক্লেটন ও দিয়ামানতাকস।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পুজোয় ভিলেন হতে পারে বৃষ্টি? না কি আকাশ থাকবে ঝলমলে, দেখে নিন এখনই প্রতিদিন ৫ স্থানে প্রদীপ জ্বালানো করবে লক্ষ্মীকে প্রসন্ন, সঙ্গে মিলবে পিতৃর কৃপা '৫০০ কোটি ডলার চাইব', বলেছিলেন ইউনুস, শেষে ২ বিলিয়নই পেল বাংলাদেশ কুলদীপ বাদ! মানতে পারছেন না মঞ্জরেকর, ভালো খেলেও চেন্নাই টেস্টে নেই সরফরাজ খান পেজারের পর ওয়াকিটকি, পকেটে পকেটে বিস্ফোরণ লেবাননে, মৃত ৩২, জখম ৩২৫০ মধুমিতার জীবনে এসেছে নতুন কেউ? কার নামে সিঁদুর পরছেন নায়িকা? 'আমি কি জনপ্রিয়?' ছেলের 'গুগলি' প্রশ্নে টলমল করিনা! জবাবে তৈমুরকে কী বললেন বেবো ‘আমি কি মুটিয়ে যাচ্ছি?’ বরকে সটান প্রশ্ন ক্যাটরিনার, কী জবাব দেন ভিকি কেন শুধু গয়াতে পিণ্ডদানের এত গুরুত্ব? কবে থেকে কে শুরু করেন এই প্রথা জেনে নিন কোয়েল-শুভশ্রীকে টক্কর দিয়ে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর পায়েল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.