বাংলা নিউজ > ময়দান > ডার্বি ফুটবলারদের সেরাটা বের করে আনে, জানেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার

ডার্বি ফুটবলারদের সেরাটা বের করে আনে, জানেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার

প্রাক্তন লিভারপুল তারকা রবি ফাউলারকে হেড কোচ করেছে ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের হেড কোচ হিসেবে নিযুক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লাল-হলুদকে নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা অকপটে জানালেন রবি ফাউলার।

শুভব্রত মুখার্জি

দীর্ঘ লড়াইয়ের পরে আইএসএল নিয়ে প্রায় সমস্ত জট কাটিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল ক্লাব‌। ইনভেস্টরদের কাছে পাঠানো হয়ে গিয়েছে সই করা চুক্তিপত্রও। তারপরেই প্রাক্তন লিভারপুল তারকা রবি ফাউলারকে হেড কোচ করে তার কোচিং স্টাফের টিম ও ঘোষণা করে দিয়েছে ক্লাব।

দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লাল-হলুদকে নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা অকপটে জানালেন রবি ফাউলার। ফুটবলার হিসেবে দুরন্ত পারফরম্যান্স করা রবির কোচিং কেরিয়ারে কিন্তু সেরকম বলার মতন কোন সাফল্য নেই।এম়ন অবস্থায় লাল হলুদের দায়িত্ব নিয়ে প্রথম ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এসে কোচ হিসেবে তার ভবিষ্যৎ রুপরেখা স্পষ্ট করলেন তিনি। 

সাংবাদিক সম্মেলনে তাঁর সঙ্গে ছিলেন দলের সহকারী কোচ আন্তোনি গ্রান্টও। রবি শুরু করেন এটা বলে যে ‘নতুন দলের নাম এসসি ইস্টবেঙ্গল হলেও এই ক্লাব গত ১০০ বছর ধরে সবার মনে আলাদা জায়গা করে নিয়েছে। তাই তিনি এবং তাঁর দলের সব ফুটবলাররা মাঠে সমর্থকদের আবেগের মূল্য দেবেন। সে কারণে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার চ্যালেঞ্জ নিলাম।’

কলকাতা ফুটবল বা ভারতীয় ফুটবল বলতেই সবার প্রথম যে ম্যাচের নামটি সামনে আসে তা হল ইস্ট-মোহন ডার্বি। তাই সম্মেলনে ডার্বি নিয়ে প্রশ্ন উঠতেই ফাউলার জানান 'আপনাদের মত আমিও ডার্বি নিয়ে একইরকম উচ্ছ্বসিত। আমাদের দেশেও ডার্বি নিয়ে উন্মাদনা সর্বদা বর্তমান । পৃথিবীর সব ফুটবল খেলা দেশে এই ডার্বি ম্যাচটির দিকে সবাই তাকিয়ে থাকে। আমি ফুটবলার হিসেবেও একাধিক ডার্বি খেলেছি। তাই ডার্বি ম্যাচ নিয়ে অভিজ্ঞতা আছে। ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি নিয়ে অনেক কথা শুনেছি। এই ম্যাচটি তো অবশ্যই গুরুত্বপূর্ণ তবে আমার কাছে বাকি সব ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ সমর্থকদের মুখের হাসি ফোটাতে এই ম্যাচ আমরা অবশ্যই জেতার জন্য খেলব।'

প্রসঙ্গত ২০১২ সালেই ফাউলারের ভারতে আসার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। তবে এবার এখানে আসার আগে একেবারে হোম ওয়ার্ক করেই আসছেন তিনি। ভারতীয় ফুটবল সম্বন্ধে ডেভিড জেমস, টেডি শেরিংহ্যামের সঙ্গে বিশদে কথা বলেছেন। ইস্টবেঙ্গল সমর্থকদের প্রত্যাশা সম্পর্কে তিনি জানেন।

নানা কারণে এ বছর ইস্টবেঙ্গলের টিম গঠন সে ভাবে করা যায়নি সে কথা মাথায় রেখেই রবি ফাউলার বলেন 'আমরা অনেক দেরিতে শুরু করছি। ফলে আরও বেশি পরিশ্রম করতে হবে। বিভিন্ন বিভাগে একাধিক বিশেষজ্ঞ সাপোর্ট স্টাফ নিয়ে আসছি। একটা ভাল দল গড়তে হলে সবার আগে ড্রেসিংরুমের পরিবেশ সুন্দর রাখতে হবে। দলের সবার মধ্যে বিশ্বাস ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে হবে। আমার দলে বিদেশি ও ভারতীয় ফুটবলার, সবাই সমান।ভারতীয় ফুটবলারদের নিয়ে আমি খুবই খুশি। ওরা প্রত্যেকেই অত্যন্ত ভাল। দেশের ও পুরোনো ক্লাবের হয়ে ভাল পারফরম্যান্স করেছে। ভারতীয় ফুটবলারদের সঙ্গে সঠিক মেলবন্ধন করার জন্য রেনেডি সিং তো আছেই। ভারতীয় ফুটবলে রেনেডির রেকর্ড ও অবদান অনবদ্য। আর সেটাই দলে ম্যাজিকের মতো কাজ করবে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.